আংটি বিলাপ

রুম্পা রুমানা ১৯ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার, ০৮:১৩:২৯পূর্বাহ্ন গল্প ২৯ মন্তব্য

এনগেজমেন্ট রিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো শিহাব হাত বাড়িয়ে দিয়েছে- ” ঋতু, হাতটা ধরো। আমি তলিয়ে যাচ্ছি।” হাত বাড়িয়েছি ,শিহাব তলিয়ে যাচ্ছে। আরও ঝুঁকে গেছি , শিহাব তলিয়েই যাচ্ছে! একসময় তলিয়ে গেলো শিহাব।চিৎকার দিয়ে শিহাবকে ডাকছি। বাসার লোকজন ছুটে এলো!
আংটির দিকে তাকালাম।দু’বসন্ত আগে শিহাবের হাতের স্পর্শ নিয়ে রিংটা উঠেছিলো অনামিকায়।
.
এই ভয়ানক ঘোরে যখনই আক্রান্ত হই, অসুস্থ হয়ে উঠি।
শরীর ঘামছে।
শিহাবের মুখ লেগে আছে চোখে। রিং খুলে ফেলার পরামর্শ দিয়েছে সবাই। মনের ডাক্তার হাসানই কেবল ব্যতিক্রম। তিনি বুঝে নিয়েছেন,এই আংটি আমি খুলবো না।
.
পাঁচ বছর বছরের প্রেম। রাজশাহী থেকে যখন ইচ্ছে তখনই ছুটে আসতো ও।এ এক বিস্ময় ! মন যেন ওর ময়মনসিংহেই পড়ে রয়! এভাবে ভেঙেচুরে কেউ ভালোবাসতে পারে!অবিশ্বাস্য লাগতো।হারানোর ভয় হতো। সাহিত্যের ছাত্র হওয়ায় লেখালেখির নেশা ছিলো। আমাকেও অনুরুপ করে গড়ে তুলতে চেয়েছিলো।
চেয়েছিলাম শিহাব মফস্বলের কলেজের লেকচারার হোক, লেখালেখি করুক।শিহাব আমার ইচ্ছেকেই নিজের করে নিয়েছিলো।
.
সমুদ্রকে অপছন্দ করি।সমুদ্রকে আমি খুনী বলি। একজন তুমুল প্রেমিককে, তরুণ গল্পকারকে ভাসিয়ে নিয়েছে।প্রেমিকাকে দিয়েছে বন্ধ্যা সময় !

৬১১জন ৬১১জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ