এনগেজমেন্ট রিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো শিহাব হাত বাড়িয়ে দিয়েছে- ” ঋতু, হাতটা ধরো। আমি তলিয়ে যাচ্ছি।” হাত বাড়িয়েছি ,শিহাব তলিয়ে যাচ্ছে। আরও ঝুঁকে গেছি , শিহাব তলিয়েই যাচ্ছে! একসময় তলিয়ে গেলো শিহাব।চিৎকার দিয়ে শিহাবকে ডাকছি। বাসার লোকজন ছুটে এলো!
আংটির দিকে তাকালাম।দু’বসন্ত আগে শিহাবের হাতের স্পর্শ নিয়ে রিংটা উঠেছিলো অনামিকায়।
.
এই ভয়ানক ঘোরে যখনই আক্রান্ত হই, অসুস্থ হয়ে উঠি।
শরীর ঘামছে।
শিহাবের মুখ লেগে আছে চোখে। রিং খুলে ফেলার পরামর্শ দিয়েছে সবাই। মনের ডাক্তার হাসানই কেবল ব্যতিক্রম। তিনি বুঝে নিয়েছেন,এই আংটি আমি খুলবো না।
.
পাঁচ বছর বছরের প্রেম। রাজশাহী থেকে যখন ইচ্ছে তখনই ছুটে আসতো ও।এ এক বিস্ময় ! মন যেন ওর ময়মনসিংহেই পড়ে রয়! এভাবে ভেঙেচুরে কেউ ভালোবাসতে পারে!অবিশ্বাস্য লাগতো।হারানোর ভয় হতো। সাহিত্যের ছাত্র হওয়ায় লেখালেখির নেশা ছিলো। আমাকেও অনুরুপ করে গড়ে তুলতে চেয়েছিলো।
চেয়েছিলাম শিহাব মফস্বলের কলেজের লেকচারার হোক, লেখালেখি করুক।শিহাব আমার ইচ্ছেকেই নিজের করে নিয়েছিলো।
.
সমুদ্রকে অপছন্দ করি।সমুদ্রকে আমি খুনী বলি। একজন তুমুল প্রেমিককে, তরুণ গল্পকারকে ভাসিয়ে নিয়েছে।প্রেমিকাকে দিয়েছে বন্ধ্যা সময় !
২৯টি মন্তব্য
শুন্য শুন্যালয়
এতো ছোট একটা গল্পও এতো সুন্দর করে লেখা যায়!
অনুরূপ করে কিছুটা কী গড়ে যায়নি!
অনেক ভালো লাগা গল্পে। লেখা অব্যাহত থাক এটা চাই। শুভেচ্ছা।
রুম্পা রুমানা
ভীষণ ভাবে অনুপ্রাণিত আপু। শুভ কামনা আপনার জন্যও।
ইঞ্জা
খুব খুব সুন্দর লেখা, এই জন্যই বলি আপু লিখুন। 😀
রুম্পা রুমানা
হাহাহা। অলস যে । কি বলি ! ধন্যবাদ ভাই।
ইঞ্জা
শুভকামনা
ইকরাম মাহমুদ
প্রেমিকাকে দিয়েছে বন্ধ্যা সময়।
শেষ কথাটা ভালো লেগেছে।
ছোট এবং সম্পূর্ণ প্রকাশ।
কবে যে এমন প্রকাশ আমিও পারব!!!
রুম্পা রুমানা
আপনার লেখার সাথে দেখা হয় নি এখনও। হওয়া লাগবে।ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
এক কঠিন প্রাপ্তিকে সুন্দর করে উপস্থাপন করেছেন।
ভালই লাগল,
রুম্পা রুমানা
ভালো লাগলো জেনে প্রীত হলাম। শুভ কামনা।
বায়রনিক শুভ্র
ভালো লেগেছে । এত দ্রুত শেষ না করলেও পারতেন।
রুম্পা রুমানা
ভালো লাগা যেন থাকে তাই দ্রুত শেষ করে দেয়া । ধন্যবাদ জানবেন ।
মিষ্টি জিন
খুব সুন্দর,,
আর একটু পড়তে ইচছা করছিল।
রুম্পা রুমানা
আরেকবার আরেকটু পড়াবো। হুম। অসংখ্য ধন্যবাদ।
নিহারীকা জান্নাত
চমৎকার ছোটগল্প।
কিন্ত মন খারাপ হয়ে গেলো।
রুম্পা রুমানা
মন খারাপ করে দেয়ার জন্য দুঃখিত , আপু। শুভ কামনা জানবেন।
রিফাত নওরিন
অনেক ভালো লেগেছে…ভালোলাগা রইলো!!!
রুম্পা রুমানা
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আবু খায়ের আনিছ
এটা কি গল্প? লেখক এভাবেই হয়ত মানুষের আবেগকে নাড়া দিয়ে যায়। স্থায়ীভাবেই আমাকে নাড়িয়ে দিয়ে গেলো গল্পটা।
রুম্পা রুমানা
অনুগল্প । চেষ্টা করেছি । পেরেছি কিনা জানিনা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অনেক ছোট গল্প তবে চিত্রায়নে এক ঘন্টা পেরিয়ে যাবে।খুব ভাল লাগল।
রুম্পা রুমানা
চিত্রায়ণ উপযোগী নাকি ! ধন্যবাদ ভাই।
মুহাম্মদ আরিফ হোসাইন
শেষ?
আরেকটু লেখা যেত না??
এটা কিছু হইলো!! এত কম লিখেন কেন!! ;(
রুম্পা রুমানা
আমি বেশি লিখতে পারিনা তো ! আরেকটু পড়তে চাইলে আরেকটা পড়তে দেবো। ওকে ?
মৌনতা রিতু
অসাধারন প্রেম। অনেক কিছু মনে পড়ে গেলো।
কখনো কখনো এমন বিরহ ভাল লাগে। সে স্বপ্ন পুরুষ হয়েই থাকে। প্রেমিক স্বামী না হওয়াই ভাল। এতে প্রেম মরে যায়।
ভাল লেগেছে গল্পটা।
রুম্পা রুমানা
প্রেমিক স্বামী হলে কি
হয় রিতু আপু ? খুব ভাবনার কথা ! প্রেমিকাদের জন্য । ধন্যবাদ , প্রিয় আপু।
নীলাঞ্জনা নীলা
দারুণ একটা গল্প। সমুদ্র কিন্তু আমারও পছন্দের নয়।
রুম্পা রুমানা
আমিও ভয় পাই। পাহাড় , সবুজ আমার প্রিয়। ধন্যবাদ , আপুনি।
নীলাঞ্জনা নীলা
লেখা চাই নতুন।
সৈয়দ আলী উল আমিন
ভাল লেগেছে ছোট গল্পটি।