বুজিয়েছো কংকাল শরীর
হৃদয়হীনতা বলে কিছু নেই
সকলি ঠিক
প্রমান রেখেছো প্রাপ্তির নিষ্ঠুরতা
অতঃপর বোধগম্যতায় হাজির-
নেই প্রেম।
খুব স্পর্ধায় তবুও বলে দিতে পারি
হাজার রাত পেরিয়ে
এক জমাট কস্ট হবো
গোপন গভীর কোন এক রাতে
প্রলয়কান্ড ঘটিয়ে যাবো ।
প্রত্যাশা- জানালা ভেঙ্গে দিলেই
হবে শ্রবনকথন – অব্যক্ত অশ্রুত কিছু।
বিস্ময় দাঁড়িয়ে ছিলো দরজার ওপাশে
সূর্যটা এনেই দিলে!
পুড়ে যেতে যেতে
শেষ উত্তাপটুকু তোমাকেই দিয়ে যাবো।
২৯টি মন্তব্য
ক'রেখেলা_কাটেবেলা
অত্যাচারীকে এইভাবেই আমৃত্যু প্রতিঘাত করে যেতে হবে |
ভলো লাগল |
আফ্রি আয়েশা
প্রতিঘাত কিন্তু করতে চাইনা , শেষ উত্তাপটুকু আসলে প্রতিঘাত নয় , নীরব ভালোবাসাই … ধন্যবাদ শুভ কামনা জানবেন 🙂
নীলকন্ঠ জয়
পুড়ে যেতে যেতে
শেষ উত্তাপটুকু তোমাকেই দিয়ে যাবো।
অসাধারণ। (y)
আফ্রি আয়েশা
ধন্যবাদ । শুভ কামনা রইলো 🙂
তওসীফ সাদাত
সুন্দর !! মন্তব্য করে ফেলেছি তো :p
আফ্রি আয়েশা
মন্তব্য করার জন্যে ধইন্যবাদ 😛 । ভালো থেকো 🙂
জি.মাওলা
কষ্ট না পেলে
ভাল ভসা জমে।
কষ্ট আর ভাল্ভাসা যে একে
অপরের পুরক।
জীবনে ভালবেসে
আসে যেমন আনন্দ
তেমনি আসবে কষ্ট। ……………………।। ভাল লাগল
আফ্রি আয়েশা
হুম , আপনি ঠিকই বলেছেন কষ্ট আর ভা্লোবাসা একে
অপরের পুরক। ভালো থাকবেন শুভকামনা 🙂
জিসান শা ইকরাম
দারুন কবিতা ।
জমাট কস্ট হওয়া ভালোনা ।
আফ্রি আয়েশা
জিসানদা ধন্যবাদ 🙂
আদিব আদ্নান
অব্যক্ত যন্ত্রণার বহিঃপ্রকাশ অনেক অনেক দিন পর।
লেখায় শ্রাবণ কথন টের পাওয়া যায় ।
এত্ত এত্ত দিন কোথায় ছিলেন ?
আফ্রি আয়েশা
আছি তো আপনাদের আশেপাশেই 🙂 মন্ত্যবের জন্যে ধন্যবাদ 🙂 । শুভ কামনা সব সময় ।
শুন্য শুন্যালয়
খুব ভালো লাগলো …
আফ্রি আয়েশা
ধন্যবাদ 🙂 । শুভ কামনা জানবেন ।
লীলাবতী
অনেক ভালোলাগা কবিতায়।
আফ্রি আয়েশা
অনেক ধন্যবাদ আপু 🙂 ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
ঠিক এক মাস পর লিখলেন !
প্রলয় ঘটাবেন আবার শেষ উত্তাপটুকুও দিয়ে দিতে চান ,
তা কী করে হবে ?
দারুণ লেখেন আপনি ।
আফ্রি আয়েশা
প্রলয় ঘটাব তার মনে , তার উপলব্দিতে … আর শেষ উত্তাপে তো দগ্ধ করবো না , ওটা আসলে ভালবার উষ্ণতা বুঝাতে চেয়েছি 🙂 অনুপ্রেরণা পেলাম ধন্যবাদ
ব্লগার সজীব
আচ্ছা শেষ উত্তাপটুকু তাকেই দিয়ে দেন । আমাদের দেয়ার মত কেউ নেই 🙁 (y) (y) (y) (y)
আফ্রি আয়েশা
পেয়ে যাবেন, কেউ না কেউ দিবে 😛 । ধন্যবাদ । শুভকামনা 🙂
বনলতা সেন
প্রেমহীনতায়ই এই অবস্থা , প্রেম হলে কী হত ক জানে ?
আমাদের জন্য সামান্য উত্তাপ রেখে দিয়েন ।
আফ্রি আয়েশা
আপনাদের জন্যে চিরকালীন উত্তাপ রইলো 🙂
বনলতা সেন
প্রতিজ্ঞার প্রতিশ্রুতি বা প্রতিশ্রুতির প্রতিজ্ঞা দিলেন তা সময়ের সাক্ষীতে রাখলাম ।
আফ্রি আয়েশা
কথা দিলে কথা রাখি , রাখবো 🙂
খসড়া
জীবনের কিছু কথা থাকে যা কখনই বলা যায় না। বলতে পারলে জীবনধারা অন্য রকম হতে পারতো।
আফ্রি আয়েশা
হুম , কিছু কথা আর বলা হয় না … ধন্যবাদ শুভকামনা জানবেন 🙂
রকিব লিখন
প্রত্যাশা- জানালা ভেঙ্গে দিলেই
হবে শ্রবনকথন – অব্যক্ত অশ্রুত কিছু।….বাণীবদ্ধ রূপ আমাকে করেছে সান্দ্রতায় নিমজ্জিত।। (3
আফ্রি আয়েশা
বেশী নিমজ্জিত হইয়েন না , অতি নিমজ্জন ক্ষতিকর 😛 । ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে 🙂
জুলিয়াস সিজার
বিস্ময় দাঁড়িয়ে ছিলো দরজার ওপাশে।