আজকাল ভেতরটা শূন্যতায় পূর্ণ নিজেকে খুব দরিদ্র মনে হয় তোর সাথে অভিমান না করতে পারার দারিদ্রতায় ভুগি সারাক্ষন। তোকে ঘিরে থাকা হাজার মানুষের ভীড় আজকাল আমায় কষ্ট দেয়না এই যে আমি কষ্ট পাইনা সেটাও আমায় কষ্ট দেয় আমি কষ্ট পেতে চাই তোকে ভালবেসে শুন্য রিক্ত হতে চাই । অথচ আমার অনুভুতির মাঠ এখন সবুজ ঘাস [বিস্তারিত]