কিছুটা বিপর্যয় । বিপর্যয় তো প্রকৃতিরই অংশ। এর আগেও দুই বার হয়েছিল। ঘুরে দাঁড়িয়েছি আমরা সবার আন্তরিক প্রচেষ্টায়। আমাদেরকে একা চলতে দেননি আপনারা । সবসময় সাথে হেঁটেছেন প্রিয় শুভাকাঙ্ক্ষীরা । এই বিপর্যয়ে ১০ ই নভেম্বর এর পরের পোস্ট গুলো ফিরিয়ে আনা এখনো সম্ভব হয়নি। চেষ্টা চলছে আন্তরিক ভাবে ফিরিয়ে আনার। আমরা আন্তরিক ভাবে দুঃখিত এই অনাকাঙ্ক্ষিত অবস্থার জন্য। আমরা উপলব্ধি করি একটি লেখা একজন লেখকের কাছে কতটা প্রিয়। সেই উপলব্ধি থেকে আমরাও আপনাদের লেখার জন্য কম কষ্ট পাচ্ছিনে।
আমাদের আশা – অতি দ্রুত আমরা আবার আগের অবস্থায় ফিরে যাবো।
শুভকামনা সবার জন্য।
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এত সহজে হাল ছেঁড়ে দিচ্ছি না ।
জিসান শা ইকরাম
যতক্ষন শ্বাস ততক্ষণ আশা ।
শিশির কনা
এমন হতেই পারে জিসান ভাই। বিপর্যয় থেকেই প্রকৃত মানুষ ঘুরে দাড়ায় । সোনেলার সাথে আছি।
আমার আগের আইডিতে কোন ভাবেই লগইন হতে পারলাম না। এটি নতুন কিন্তু।
জিসান শা ইকরাম
ভালো বলেছেন। কৃতজ্ঞ আপনার প্রতি।
ঠিক আছে , আগের আইডি ডিলেট করে দিব।
শুভকামনা…………
প্রজন্ম ৭১
এমন হওয়াটা দুঃখ জনক । তারপরেও মেনে নিতে হয়। দুর্ঘটনা দুর্ঘটনাই । সাথে আছি,থাকবো।
জিসান শা ইকরাম
হ্যা , এটাই আসল কথা , দুর্ঘটনা দুর্ঘটনাই ।
শুভকামনা।
যাযাবর
ঝড় আসবেই , এর মকাবেলাও করতে হবে জিসান ভাই।
জিসান শা ইকরাম
হ্যা , ঠিক বলেছেন ।
শুভকামনা ।
নীহারিকা
আছি, থাকবো ইনশাআল্লাহ
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।
অচেনা
[sb]আমার পুরনো লেখা ফেরৎ চাই……………[/sb] :'(
জিসান শা ইকরাম
চেস্টা চলছে সব ফিরিয়ে আনার।
আসলে আমরা এমন অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না।
অচেনা
ছবি পরিবর্তন হয়না কেন?
জিসান শা ইকরাম
হবে আশাকরি এখন ।
শুভকামনা ।
লীলাবতী
সাথে আছি জিসান ভাই।
জিসান শা ইকরাম
অনেক ধন্যবাদ লীলাবতী ।
শুভকামনা।
শুন্য শুন্যালয়
কতোটা শ্রম আপনাদের দিতে হয় এই ব্লগের পেছনে, তা আমরা ব্লগাররা পুরোটা বুঝতে পারিনা। যেকোন বিপর্যয় এ সাথে আছি সোনেলার, থাকবো।
জিসান শা ইকরাম
নিজের খেয়ে বনের মোষ তাড়ানো বলে ইহাকে।
আপনি যে মনযোগী পাঠক তা প্রমান করলেন, স্টিকি পোষ্টের লিংক ধরে এখানে এসে।
ধন্যবাদ আপনাকে।
আমরাও সাথে আছি আপনার।
তৌহিদ
বিপর্যয় কাটিয়ে বর্তমানে আমরা। সোনেলার জয় হোক।
জিসান শা ইকরাম
সোনেলায় বার বার আঘাত হেনেছে চক্রান্তকারীরা।
সবার ভালোবাসায় টিকে আছে, থাকবে সোনেলা।
তৌহিদ
পাশে আছি সাথেই আছি ভাই।
সুরাইয়া পারভীন
সোনেলায় সোনা ফলছে এখনো
জয় হয়েছে সবার আন্তরিক প্রচেষ্টার