বাহিরে ভিতরে আছো আছো মন জুড়ে মাকড়সার জাল হওয়া চেনা এ শহরে, ফসলি সবুজ মাঠ অচেনা সেই গ্রামে ঝাঁকে ঝাঁকে স্বপ্নেরা যেখানে থামে; উড়ে যাওয়া সাদাকালো মেঘের আঁচলে আচমকা ভিজে যাওয়া শ্রাবণের জলে, আছো তুমি দৃষ্টিতে বৃষ্টিরও ছাটে সরে যাওয়া কালো টিপ ভরাট ললাটে; দশ আঙ্গুলের ফাঁকে হেয়ালী খেলাতে হাতে হাত রেখে সুদূর অদূর চলাতে। [বিস্তারিত]