১.
দীঘে তুমি বাড়ছো না গো
প্রস্থে শুধু বাড়ো,
ফাস্ট ফুডের মায়া তবে
এইবার ছাড়ো।

২.
তোমার ভয়ে আমি
থাকি অফ-লাইনে,
বাঁচাতে পারিনা তবু
মাস শেষের মাইনে।

৩.
কালো চুলে ধরে পাক
দ্বারে নক করে টাক,
ব্যচেলার ডিগ্রিটা
এইবার ঘুচে যাক।

৪.
কেউ বলে প্রেম আর
কেউ বলে জ্বালা,
তবু কেন সকলার
বিবেকে তালা ?

৫.
ফেসবুকে আমি আজ
নিয়মিত যাত্রী,
চ্যাট খুলে তাই খুঁজি
ফরেনার পাত্রী।

৬.
আকাশ ভরা তারা
ধাঁধাঁ লাগে গুনতে,
তারচেয়ে ধাঁধাঁ লাগে
তোমায় সখী বুঝতে।

৭.
একের ভেতর দুই
এক পাশেতে আছো তুমি
অন্য পাশে জুঁই !!

৮.
জৈষ্ঠ্য যে মধু মাস
ফলে রস ভরা,
তোমার মুখে নেই
কোন রস ধারা।

৯.
তুমি জয় করে বিশ্ব
তাইতো আমি নিঃস্ব !!
নিঃস্ব আমি চাইনা হতে
তোমার কাছে পোষ্য।

জবরুল আলম সুমন
সিলেট।
১৯ শে মে, ২০১০ খৃষ্টাব্দ।

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ