১.
জীবন যেন কচু পাতার পানি,
কখন কোথায় গড়িয়ে পড়ে
কেউ নাহি তা জানি!
২.
কোন পথে যাই নাই ঠিকানা
যদিও যাওয়ার নেইকো মানা
মেলছে না আর ইচ্ছে ডানা
ইচ্ছে প্রজাপতির,
স্রোতের টানেই ভাসছি কেবল
মিলছে না রে তীর…
৩.
নেইকো মানা মেলছি ডানা
আকাশ পানে উড়বো বলে,
যাক চলে যাক মন্দ বাতাস
ফিকে অতীত অস্তাচলে…
৪.
হাসিনা আর খালেদা
দুই জনেই এক জোট,
আমরা শালা বুল পাল্টিয়ে
বিলোই তাদের ভোট!
৫.
আমায় তোমার নেই প্রয়োজন
খুব গিয়েছি বুঝে,
মন বুঝেনা সহজ হিসেব
তোমায় আজও খোঁজে!!
জবরুল আলম সুমন
সিলেট।
২০টি মন্তব্য
বনলতা সেন
হাসিনা আর খালেদা
দুই জনেই এক জোট,
আমরা শালা বুল পাল্টিয়ে
বিলোই তাদের ভোট! 🙂
জবরুল আলম সুমন
কথা কিন্তু সত্যি… 😀 😀 😀 😀
বনলতা সেন
🙂
জিসান শা ইকরাম
হা হা হা হা হা হা , হাস্য রসের মাঝে কঠিন বাস্তবতা
দারুন
জবরুল আলম সুমন
হা হা হা… ধন্যবাদ দাদু।
হতভাগ্য কবি
ব্যাপক মজার হইসে। ধন্যবাদ। আরো লিখুন 😀
জবরুল আলম সুমন
সাথে থাকুন, আরোও লিখবো। পাঠ ও প্রতিক্রিয়ার জন্য অসংখ্য ধন্যবাদ…
কৃন্তনিকা
বুঝতে ভারি সোজা,
পড়তে লাগে মজা 🙂
জবরুল আলম সুমন
হা হা হা হা, আপনার ছন্দ আমাকে আনন্দিত করলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে… 😀
আদিব আদ্নান
মজা করে সত্য কথাটি বলতে পারা অনেক আনন্দের ।
জবরুল আলম সুমন
এ ছাড়া আমাদের মতো সাধারণদের যে আর উপায় নেই ভাই… এভাবেই সত্য বলতে হয় হয়তো!
প্রজন্ম ৭১
এত মিল রেখে লেখেন কিভাবে ?
জবরুল আলম সুমন
যখন ময়লার ঝুড়ি ওয়েস্টেড পেপারে ভর্তি হয়ে যায় তখনই দেখি কিভাবে কিভাবে যেন একটা লেখা দাঁড়িয়ে গেছে… হা হা হা।
"বাইরনিক শুভ্র"
পড়ে হাসলাম অনেক ।
জবরুল আলম সুমন
হাসাতে পেরে ভালো লাগলো খুব…
এই মেঘ এই রোদ্দুর
darunsssssssssss
যাযাবর
সুমন ভাই , পিচ্চি কাব্যগুলো আসলেই ভালো হয় ।
অন্তরা মিতু
একসময় জানা যাবে কচুর পাতার পানি কোথায় পড়ে…. তখন ইচ্ছে ডানা
মেলবে প্রজাপতি, তীরে ভিরবে তরী…সুবাতাস বইবে…. দেশ শান্ত হবে, এবং, সে তোমায় খুঁজবে…..
ব্লগার সজীব
হাসিনা আর খালেদা
দুই জনেই এক জোট,
আমরা শালা বুল পাল্টিয়ে
বিলোই তাদের ভোট! , এটি মজা লেগেছে খুব
সোনিয়া হক
🙂 🙂 🙂