১.
জীবন যেন কচু পাতার পানি,
কখন কোথায় গড়িয়ে পড়ে
কেউ নাহি তা জানি!

২.
কোন পথে যাই নাই ঠিকানা
যদিও যাওয়ার নেইকো মানা
মেলছে না আর ইচ্ছে ডানা
ইচ্ছে প্রজাপতির,
স্রোতের টানেই ভাসছি কেবল
মিলছে না রে তীর…

৩.
নেইকো মানা মেলছি ডানা
আকাশ পানে উড়বো বলে,
যাক চলে যাক মন্দ বাতাস
ফিকে অতীত অস্তাচলে…

৪.
হাসিনা আর খালেদা
দুই জনেই এক জোট,
আমরা শালা বুল পাল্টিয়ে
বিলোই তাদের ভোট!

৫.
আমায় তোমার নেই প্রয়োজন
খুব গিয়েছি বুঝে,
মন বুঝেনা সহজ হিসেব
তোমায় আজও খোঁজে!!

জবরুল আলম সুমন
সিলেট।

৮০৩জন ৮০৩জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ