০১.
প্রেম পিরিতির ছলা কলা
সবই তুমি জানো,
চালে উঠে জাল ফেলে হায়
ঘরে বসে টানো!
০২.
তুম নাহি ত ডুব যায়েগা
ঝাপ দিয়ে নদ জলে,
ডুব দিয়ে জল খাচ্ছো ঠিকই
অন্য নদের তলে…
০৩.
আমি তখন তরুণ
অবস্থাটা করুণ,
হাত বাড়াচ্ছে সবাই
ধরুন ধরুন ধরুন;
বয়স হলো বটে
আজগুবি সব ঘটে,
মুখ ফেরাচ্ছে সবাই
সরুন সরুন সরুন!!
০৪.
নতুন বছর মারলো উঁকি
বদলে গেলো ক্যালেন্ডার,
এ মন আজো একই আছে
বদলেনি যে কিছুই তার…
০৫.
শীতে আমি যাচ্ছি জমে
উষ্ণ হবো তোমার ওমে,
তোমায় কোথা পাই?
চারপাশে ভিড় যাচ্ছে বেড়ে
লক্ষ মানুষ চক্ষু জুড়ে
তুমি কোথাও নাই।
জবরুল আলম সুমন
সিলেট।
বিভিন্ন সময়ে আমার ফেসবুকের স্ট্যাটাসে দেয়া অনুকাব্যের সংকলন।
১৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সুমনের বয়সটা সত্যি মিস করি ।
ভাল হয়েছে ।
জবরুল আলম সুমন
কিন্তু আমি আমার ছোট বেলাটা খুব মিস করি ভাইয়া… ইশ, যদি একটি বার আমার ছোট্ট বেলায় ফিরে যেতে পারতাম!
"বাইরনিক শুভ্র"
সব গুলোই ভালো লেগেছে । কিন্তু শেষ টা অদ্ভুত ভালো লেগেছে ।
জবরুল আলম সুমন
অনেক অনেক ধন্যবাদ আপনাকে… অনুপ্রাণিত হলাম খুউব।
কৃন্তনিকা
অদ্ভুত কিউট…
প্রেম পিরিতির ছলা-কলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে কিন্তু… 😛
কৃন্তনিকা
*রাখবেন
জবরুল আলম সুমন
মির্জা গালীবের একটা শের খুব মনে পড়ছে যার বাংলা হলো… “শত বার প্রেমের বন্ধন থেকে মুক্ত হলাম আমি কিন্তু কি করি, হৃদয়ই মুক্তির পরিপন্থী।” 🙁
কৃন্তনিকা
আসলেই অতি বাস্তব…
বনলতা সেন
লেখালেখিতে এ বিষয়টি খুবই মজার ।
জবরুল আলম সুমন
এই ধরনের লেখা লিখতে আমারো বেশ মজা লাগে… 🙂
জিসান শা ইকরাম
রং তামাশা নাম হলেও
আসলে তো এগুলো রং তামাশা নয় —-
তবে পড়তে খুব মজা লাগে 🙂
জবরুল আলম সুমন
রঙ চং না মাখালে কঠিন কথা সহজে বলা যায় না, এটা হলো কঠিন কথা সহজে বলায় উপায় মাত্র!
হতভাগ্য কবি
খুব মজার, আরো চাই এমন। 🙂
জবরুল আলম সুমন
সোনেলায় খুজলে এমন আরোও পেয়ে যাবেন, আরোও আছে… ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে…
আদিব আদ্নান
০৪.
নতুন বছর মারলো উঁকি
বদলে গেলো ক্যালেন্ডার,
এ মন আজো একই আছে
বদলেনি যে কিছুই তার…
এমন হলে কত না ভাল হত বুঝলা তা বিধাতা ।
পড়ে ভালো লাগল।
জবরুল আলম সুমন
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য…
প্রজন্ম ৭১
প্রেম পিরিতির কথা প্রথম কেনো ? ভালো লাগা জানালাম ।