০১.
প্রেম পিরিতির ছলা কলা
সবই তুমি জানো,
চালে উঠে জাল ফেলে হায়
ঘরে বসে টানো!

০২.
তুম নাহি ত ডুব যায়েগা
ঝাপ দিয়ে নদ জলে,
ডুব দিয়ে জল খাচ্ছো ঠিকই
অন্য নদের তলে…

০৩.
আমি তখন তরুণ
অবস্থাটা করুণ,
হাত বাড়াচ্ছে সবাই
ধরুন ধরুন ধরুন;
বয়স হলো বটে
আজগুবি সব ঘটে,
মুখ ফেরাচ্ছে সবাই
সরুন সরুন সরুন!!

০৪.
নতুন বছর মারলো উঁকি
বদলে গেলো ক্যালেন্ডার,
এ মন আজো একই আছে
বদলেনি যে কিছুই তার…

০৫.
শীতে আমি যাচ্ছি জমে
উষ্ণ হবো তোমার ওমে,
তোমায় কোথা পাই?
চারপাশে ভিড় যাচ্ছে বেড়ে
লক্ষ মানুষ চক্ষু জুড়ে
তুমি কোথাও নাই।

জবরুল আলম সুমন
সিলেট।

বিভিন্ন সময়ে আমার ফেসবুকের স্ট্যাটাসে দেয়া অনুকাব্যের সংকলন।

৭৬৬জন ৭৬৮জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ