১.
তারে ভালোবাসতাম আমি
সে কি মোরে বাসিত ?
ভালো যদি না-ই বাসিত
দেখলে কেন হাসিত ?
কইনি কথা তাহার সনে
লাজ শরমের ভয়ে,
প্রেমের কাঁটার আঘাত একা
যাচ্ছি আমিই সয়ে।
হঠাৎ করেই সাজলো বধু
হৃদয় ভেঙ্গে দিয়ে,
চোখের সামনেই চলে গেলো
সবই কেড়ে নিয়ে।
২.
আমায় শুধু বাসতো ভালো
আমি কি আর বাসি ?
না বাসিলেও চাইতো সে
হতে চরণ দাসী।
আমি যতই দূরে থাকি
সে আসতো কাছে,
মই নিয়ে চায় পালিয়ে যেতে
আমায় তুলে গাছে!
ভালোবাসা কি আর হয়
মন যদি না মিলে ?
তাইতো আমি ইচ্ছে করেই
দূরে গেলাম চলে।
৩.
সে আমারে বাসতো ভালো
আমিও তারে বাসি,
যেদিক তাকাই ভালোবাসা
দেখি রাশি রাশি।
শপথ করি দুজন মিলে
আসুক যতই ঝড়,
দরকার হলে উল্টো স্রোতে
বাঁধবো সুখের ঘর।
হঠাৎ করেই হারিয়ে গেলো
স্মৃতি পড়ে থাকে,
আমি এখন একা হাঁটি
প্রেম যমুনার বাঁকে।
৪.
আমি তাহার প্রেমে পাগল
সেও পাগল মোর,
প্রেমের টানে ঘর বেঁধেছি
পালিয়ে বাড়ি ঘর।
ধীরে ধীরে উল্টা বাতাস
বইতে থাকে মনে,
দিনের বেলা পালিয়ে থাকি
রই’না তাহার সনে।
হয়না এখন মতের মিলন
যে যার মতো চলে,
দু’জন এখন দুই বিছানায়
একই ছাদের তলে।
জবরুল আলম সুমন
সিলেট।
১৯শে নভেম্বর ২০১১ খৃষ্টাব্দ।
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
টুকরা কাব্য ভালো লেগেছে খুব ।
সব কিছুর সমাপ্তি হয় , সুখবর দিয়ে ,
এখানে দুজন দুই বিছানায় 🙁
আহারে ——
শুভকামনা ।
জবরুল আলম সুমন
আমাদের যাপিত জীবনে এমন পরিণতি অহরহ…
প্রজন্ম ৭১
পরিণতি দেখে 🙁 🙁 🙁 🙁 🙁
জবরুল আলম সুমন
হুম, এমন হবারই কথা!! 🙁 🙁 🙁 🙁
আদিব আদ্নান
এর থেকে যমুনার বাঁকে একলা হাঁটাই ছিল ভাল ।
জবরুল আলম সুমন
সাঁতার যে জানিনা ভাই তাই ওখানে ঝুঁকি নিয়ে বেশিক্ষণ হাঁটা উচিত হবেনা… 😛
যাযাবর
টুকরো প্রেম এর এই করুন পরিণতি কাম্য নয় ।
জবরুল আলম সুমন
অনেক কিছুই আমাদের কাম্য নয় অথচ তা-ই হয়ে যায়…
এই মেঘ এই রোদ্দুর
মজার কবিতা ভাল লাগিল
“তারে ভালোবাসতাম আমি
সে কি মোরে বাসিত ?
ভালো যদি না-ই বাসিত
দেখলে কেন হাসিত ?”
আরেরররররররর বুঝলেন না
সে কেন আপনারে দেখে হাসিত
শুনেন কিছু কিছু মানুষের মুখ দেখলেই হাসি পায় তাই সে হাসিত
যেমন মি: বিন তার মুখ দেখলেই হাসি পায়
জনি তার মুখ দেখলেই হাসি পায়
আরো আছে মনে আসতেছে না
আপনিও এরকম টাইপ যে দেখলেই হাসি পায় । এখনতো আপনারে দেখতে মুঞ্চায়…….. কি করি
হি হি হিহি হি……… মাইন্ড করবেন না কিন্তু মজা করে বলেছি ।
জবরুল আলম সুমন
আপনি মজা পেয়েছে এটা জেনে ভালো লাগলো, আসলে মজা পাওয়াটাই আসল কথা বাকি সব রসাতলে যাক কিংবা… থাক!
এই মেঘ এই রোদ্দুর
🙂 🙂 🙂 😀 😛
ছাইরাছ হেলাল
তবুও তো একই ছাদের তলে ।
মন্দ কী ?
হা হা ………
জবরুল আলম সুমন
নিশ্চয় মন্দ নয়… একটা জোকস মনে পড়ে গেলো। একজন বিবাহিত পুরুষ লইয়ারের কাছে গিয়ে জানালেন যে তিনি তার স্ত্রীকে ডিভোর্স দেবেন, কারণ হিসেবে জানালেন যে গত ছ’মাস যাবত স্ত্রীর সাথে কোন কথা নেই। লইয়ার খানিক্ষণ ভাবলেন তারপর জানালেনঃ আপনার সিদ্ধান্তটা পূনঃবিবেচনা করে দেখুন, এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার… 😛
শিশির কনা
সুমন ভাই , প্রেমের পরিণতি দেখে তো ভয় লাগছে এখন । প্রেম প্রায় চলে এসেছে আমার বাড়ীতে। কি করা যায় এখন ? সুন্দর লিখেছেন।
জবরুল আলম সুমন
কি আর করা আঁট ঘাঁট বেঁধে নেমে পড়ুন… 🙂
সুরাইয়া পারভীন
চারটি কবিতা ই দারুণ।
চমৎকার প্রকাশ