সাতরঙা অনুভুতির সুতোয় বুনেছো যে মোহন চাদর সেখানে কতটুকু উষ্ণতা ছিল তা কী জেনেছো কখনো মায়া ছোঁয়ায় যে হার্দিক চাদর বিছিয়েছো ভালবাসার প্রতিনামে জেনেছো অথবা জাননি কি বুননতত্বের সে ইতিকথা, অমন মৌলিক শীতসংহার শেষে আমি কী ভিষন শীতার্ত তবু! এইটুকু ভুল কখনো কেন ভাঙ্গোনি - স্নেহশীত ষড়ঋতুর সুত্র জানে না। তুমি নেই, এ কথা না [ বিস্তারিত ]