বুননতত্ত্ব অথবা অপেক্ষার মায়া চাদর

অদ্ভুত শূন্যতা ২৮ সেপ্টেম্বর ২০১৩, শনিবার, ০২:০০:২৭অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

সাতরঙা অনুভুতির সুতোয়
বুনেছো যে মোহন চাদর
সেখানে কতটুকু উষ্ণতা ছিল
তা কী জেনেছো কখনো
মায়া ছোঁয়ায় যে হার্দিক চাদর
বিছিয়েছো ভালবাসার প্রতিনামে
জেনেছো অথবা জাননি কি
বুননতত্বের সে ইতিকথা,

অমন মৌলিক শীতসংহার শেষে
আমি কী ভিষন শীতার্ত তবু!
এইটুকু ভুল কখনো কেন ভাঙ্গোনি –
স্নেহশীত ষড়ঋতুর সুত্র জানে না।
তুমি নেই, এ কথা না মেনেই
আমি অপেক্ষার কালোত্তির্ণ হতে চাই,

বিষাদের বর্ণমালায় যত যা-ই লিখি
দেখি উপসংহারে তবু তুমিই
তোমার চোখের নীলিমায় আমি
অকাতরে পাখি হয়ে উড়ি যাই।

৬৬৫জন ৬৬৫জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ