সাতরঙা অনুভুতির সুতোয়
বুনেছো যে মোহন চাদর
সেখানে কতটুকু উষ্ণতা ছিল
তা কী জেনেছো কখনো
মায়া ছোঁয়ায় যে হার্দিক চাদর
বিছিয়েছো ভালবাসার প্রতিনামে
জেনেছো অথবা জাননি কি
বুননতত্বের সে ইতিকথা,
অমন মৌলিক শীতসংহার শেষে
আমি কী ভিষন শীতার্ত তবু!
এইটুকু ভুল কখনো কেন ভাঙ্গোনি –
স্নেহশীত ষড়ঋতুর সুত্র জানে না।
তুমি নেই, এ কথা না মেনেই
আমি অপেক্ষার কালোত্তির্ণ হতে চাই,
বিষাদের বর্ণমালায় যত যা-ই লিখি
দেখি উপসংহারে তবু তুমিই
তোমার চোখের নীলিমায় আমি
অকাতরে পাখি হয়ে উড়ি যাই।
১০টি মন্তব্য
নীলকন্ঠ জয়
অনেক ভালো লেগেছে।
এরকম আরো সুন্দর সুন্দর কবিতার অপেক্ষায় রইলাম। -{@
অদ্ভুত শূন্যতা
ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
কবিতার শিরোনামটি খুব সুন্দর হয়েছে —
কবিতায় অনেক ভালো লাগা ।
অদ্ভুত শূন্যতা
কবিতার শিরনামটি সুন্দর লাগায় ধন্যবাদ। প্রীত হলেম।
শুন্য শুন্যালয়
ভালো লেগেছে কবিতা…আরোও চাই এমন -{@
অদ্ভুত শূন্যতা
শুন্য শুন্যালয়, আপনার নামটাই আমার কাছে কবিতার মত। কথা হবে অক্ষরে অক্ষরে। ভাল থাকবেন।
আদিব আদ্নান
মন্তব্য করুন এবং উত্তর দিন ।
অদ্ভুত শূন্যতা
মন্তব্য করতে গেলে নিজেকে বোকা বোকা লাগে আর উত্তর দিতে গেলে দক্ষিন দিয়ে ফেলি, ভ্রাত। তবু ধন্যবাদ এমনসব মধুময় মন্তব্যের জন্যে।
খসড়া
কবিতার নামটা সুন্দর। কবিতাটাও ভাল লাগলো।
অদ্ভুত শূন্যতা
কবিতার নাম ভাল লাগার জন্যে ধন্যবাদ আপনাকে, খসড়া। আচ্ছা আপনার নিকটা ‘খসড়া’ নেয়ার অর্ন্তকথা কী?