শপথের বাণী পড়িয়াছি মোরা বন্ধন রাখিতে অটুট, দু'টি হৃদয়ে জাগে আপন করে পাবার অজানা শিহরণ, ছিন্ন হই যদি কভূ তবুও হয় যেন গো সহ-মরণ। বিকালটা আজ পাগল করা রৌদ্রের উম্মাদনায় মন প্রান তৃষ্ণায় দিশেহারা।তীব্র তাপে ঘাম যেন শরীরে অসহনীয় যন্ত্রনার গুড়ি গুড়ি ঘামের লবাক্ত বীজ।অনেক ক্ষণ হন্নে হয়ে খুজছেঁন মমি তার অশান্ত মনকে শান্ত করার [ বিস্তারিত ]