অর্পিতা ২৬

সঞ্জয় কুমার ২৪ অক্টোবর ২০১৪, শুক্রবার, ১২:২৪:৩৫পূর্বাহ্ন গল্প ১৫ মন্তব্য

A

একটু পর……

মিলনের আঙ্কেলের ফোন ।

হ্যালো জয় তুমি কোথায় ?

জ্বি আঙ্কেল আমি মিরপুরে আমার এক বন্ধুর বাসায় ।

তাহলে তো ভালোই হয়েছে তুমি ওখানে থাক । কাল সকালে আমি তোমাকে তোমার সাইটে নিয়ে যাব । তোমার সাইট মিরপুর ১২ নং এ DOHS এর মধ্যে । জ্যামে পড়ে অনেকটা সময় নষ্ট হয়েছে । আমি এখন আমি আমার নতুন সাইট উত্তরায় যাচ্ছি । ঠিকমতো খাওয়া দাওয়া করে নিও । কাল সকালে কথা হবে । সকাল আটটার মধ্যে রেডি হয়ে নিও ।
ভাল থেক ।

একি কথা বলার সময় অর্পিতা ফোন দিয়েছিল । রিসিভ করতে পারিনি । কপালে কি আছে কে জানে ? আমরই উচিত ছিল আগে ফোন দেয়া । হয়ত খুব টেনশনে আছে ।

তার আগে মা বাবাকে ফোন দিতে হবে উনারাও হয়তো টেনশনে আছেন ।

হ্যালো মা ।

হ্যাঁ বল ।

আমি ভালভাবে ঢাকায় পৌছেছি ।

ঠিকআছে । দুপুরে খেয়েছিস ?

না তবে এখনই খাব ।

শরীরের যত্ন নিস , মাঝেমাঝে ফোন করিস । এখন ফোন রাখ আগে খাওয়া দাওয়া করে তারপর ফোন দিস ।

এই যা , আবারও ভুল হয়েগেল । কতবার মনেকরেছি ফোনে মায়ের কথা জিজ্ঞাসা করব, প্রতিবারই মা জিতে যায় । আমাকে কথা বলার সুযোগ ই দেয় না ।

এবার অর্পিতাকে ফোন করতে হবে ।

হ্যালো অর্পা ?

হুম বলো ।

একটু আগে ঢাকায় পৌছালাম ।

রাস্তায় কোন সমস্যা হয়নি তো ?

না ।

লাঞ্চ করেছ ?

না , তবে এখনই করব ।

ভাইয়া তারাতারি আসেন , টেবিলে খাবার দিয়েছি ।

এই তোমার পাশে কে ? কোন মেয়ের কন্ঠ শুনলাম ।
ও ওটা হল ঐশি আমার বন্ধুর ছোট বোন । আমি ওদের বাসায় উঠেছি ।

তোমার জবের কি খবর ?

খবর ভালোই , কাল সকালে অফিসে যাব ।

ঠিকআছে এখন খাওয়া দাওয়া কর , রাতে কথা হবে । এখন রাখি ।

জয়ের মনে হল জানালার পাশ থেকে কেউ দ্রুত সরে গেল । এ বাড়িতে আসার পর মাঝেমাঝে এমন হচ্ছে । মনেহচ্ছে নিশব্দে ওর উপর নজরদারী করছে ।

কলিং বেলের আওয়াজ ।

ঐশি দেখ তো কে এল

চলবে…………………………………..

১জন ১জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ