প্রতীক্ষিত পাখি - জাহাঙ্গীর আলম অপূর্ব আমি যাকে ভালোবাসিতার আশাতে থাকি,কাতর স্বরে বিজন ঘরেতারে আমি ডাকি। যার আশাতে প্রতি প্রহরদুয়ার খুলে রাখি,যার ফোনের ওই কলের জন্যরাত জাগা ওই পাখি। বিজন ঘরে একলা বসেভাবি পাখির কথা,কথা ছিলো আসবে বোলেদিলো প্রাণে ব্যথা। প্রতীক্ষিত পাখির কথাপড়ে শুধু মনে,কেন সে যে এমন করেভাবছি ক্ষণে ক্ষণে। তারি আশায় এই জনমেরপথটি গেলে [ বিস্তারিত ]