একই পাতা ঝরে যায় বারবার, একই আক্ষেপে হয় হৃদয় পুড়ে ছাই! এ এক অচিকিৎস্য ব্যাধি, রক্তফোয়ারা বইয়ে দেয় অস্তিত্বজুড়ে সমস্ত। জানি, যাচ্ছ চলে অদূরেরই কোন একদিন; ভীষণ তাড়া তোমার, যেতেই হবে, যাও তবে ভালোবাসা, দ্যাখো হৃদয় পেতে রেখেছি যাবে বলেই তুমি যাও ঈপ্সিত লক্ষ্যে তোমার, যাও, খানিক কষ্টও হবেনা পথে... যাও ভালোবাসা, যাও, যাও তোমার [
বিস্তারিত ]