সেদিনের সেই কুয়াশা ভরা রাতে-
কি নেশার জাল বুনেছিলে তুমি,
আধখানি চাঁদকে সাক্ষি রেখে বলেছিলাম-
ভালোবাসি, ভালোবাসি তোমায় আমি।
কান পেতে শুনেছিলো-
রাতের ধ্রুবতারা,মধুর বাঁশরী বাজিয়েছিলো-
নির্জন রাতের বিহগ-বিহগীরা।
হাসিতে তোমার ঝরেছিলো মুক্তোধারা।
আজও কুয়াশা নেমেছে নির্জন রাতে,
আমি আছি,নেই তুমি, নেই হাত হাতে।
আধখানি চাঁদ আজ ওঠেনি,বাজেনি মধুর বাঁশরী,
বদলে গেছো সেই তুমি, আমিতো বদলাইনি।
৩২টি মন্তব্য
আদিব আদ্নান
আহারে এই প্রায় সাত-সকালে হৃদয় দেখছি ত্যাজ(তেজ) পাতা ।
ভালো ভালোতো ।
নীলকন্ঠ জয়
ত্যাজ পাতা হৃদয় খানি নিয়ে বড়ই বিপদে আছি।
তামান্না রুবাইয়াত
তুমি আমার গল্প লিখার খাতা
তুমি আমার সদ্য ছেড়া পাতা
তুমি আমার ভাবনার সব মূল
তোমায় ছাড়া পাই না যে কূল
খুব ভালো লাগলো। আরও লিখুন । শুভ কামনা ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ প্রিয় আপু।। -{@
জিসান শা ইকরাম
প্রায় সকলেই বদলে যায়
কিছু মানুষ বদলে যায় না
অনেক ভালো লেগেছে আবেগ মাখানো কবিতা
সাথের ছবিটাও ।
নীলকন্ঠ জয়
ঠিক তাই ভাইয়া।
অনেক ধন্যবাদ ।
শুন্য শুন্যালয়
কবিতা ভালো লেগেছে (y)
নীলকন্ঠ জয়
ধন্যবাদ শুন্যালয়ের শুন্যকে। 🙂
রিমি রুম্মান
ভাল লেগেছে খুব। কেউ বদলায়… কেউ বদলায় না…
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ প্রিয় আপু। 🙂
খসড়া
মানুষ বদলায়, সময়ে অসময়ে বদলায়, কারনে অকারনে বদলায়।
নীলকন্ঠ জয়
ঠিক বলেছেন শ্রদ্ধাভাজন। -{@
মা মাটি দেশ
বদলে যাওয়া নামই জীবন (y)
নীলকন্ঠ জয়
কিছু বদলে যাওয়া মানুষ কষ্টই দিয়ে যায় ভাইয়া। 🙁
শিশির কনা
মুগ্ধ হলাম কবিতায় ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ ড. শিশির কনা। 🙂
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
কেন তুমি বদলে গেলে? ভালো লেগেছে।
নীলকন্ঠ জয়
উত্তর পেলাম না কেন সে বদলে গেলো। 🙁
ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
সে বদলে যাক তাতে কি
কবি যেন বদলে না যায় —
সুন্দর কবিতা , ভালো লেগেছে ।
নীলকন্ঠ জয়
আমি সেই ছোট থেকে এমনই আছি। শরীর আর বয়স বদলেছে কিন্তু মনটা বদলায় নি।
ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপনিও ইচ্ছে হলেই বদলাতে পারেন ।
সুন্দর ।
নীলকন্ঠ জয়
না ভাই আমি বদলাতে চাই না। যেমন আছি বেশ আছি। -{@
প্রিন্স মাহমুদ
ভালো লেগেছে । লেখার স্টাইল পরিছন্ন ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ ভাইয়া। -{@
বনলতা সেন
পালানোর পথ নেই সেই হৃদয়হীনার ,
এক্ষুণি পাঠাচ্ছি ব্রহ্ম দৈত্যকে ।
শিবের সাথে ইয়ার্কি ?
দৈত্য আবার ফিক ফিক করে হেসে ফেলবে কীনা কে জানে ?
নীলকন্ঠ জয়
এবার আর পালানোর পথ নেই মহামায়ার। 😀
মর্তুজা হাসান সৈকত
আপনার লিখা এখন পর্যন্ত সবচে ভালো লিখা। এটাকে ক্যারি করতে পারলে অনেকদূর যেতে পারবেন।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ প্রিয় সৈকত ভাই। উতসাহ আর ভালোবাসা পেলে নিশ্চয়ই পারবো। 🙂
তন্দ্রা
কুয়াসার চাদর সরিয়ে,
আবার আসবে ক্ষণ।
্মানু ষ তো বদলায়
টাই না।
সুন্দর লেখা
নীলকন্ঠ জয়
সব বদলানো মেনে নেওয়া কি যায়? তন্দ্রা দি কি বলবেন?
স্বপ্ন
বদলে না গেলে এমন কবিতা আসবে না । ভালো লেগেছে কবিতা।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ স্বপ্ন আপনাকে। 🙂