এই লেখার কোন শিরোনাম পাওয়া যায়নি ।

প্রিন্স মাহমুদ ২১ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৫:০১:০৩পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

খুচরো আকাশ পকেটে নিয়ে গিয়েছি মার্কেটে
মেঘের কয়েনগুলো খরচ হয়ে গেছে
বৃষ্টি কিনছি বলে । ……

তুমি অপেক্ষায় রইলে

না গেলে চলে তাই কদম পাপড়ি
দেয়া হলো না নীল খামে !

বৃষ্টিকে পাঠালাম পিছু পিছু
সেও আটকা পড়ে গেল শহুরে জ্যামে
তবে কি আমার কয়েনগুলো হারালো কাদাজলে ?

 

কতোআগের লেখা ? পাঁচ বছর আগেরতো হবেই  ।

১জন ১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ