খুচরো আকাশ পকেটে নিয়ে গিয়েছি মার্কেটে
মেঘের কয়েনগুলো খরচ হয়ে গেছে
বৃষ্টি কিনছি বলে । ……
তুমি অপেক্ষায় রইলে
না গেলে চলে তাই কদম পাপড়ি
দেয়া হলো না নীল খামে !
বৃষ্টিকে পাঠালাম পিছু পিছু
সেও আটকা পড়ে গেল শহুরে জ্যামে
তবে কি আমার কয়েনগুলো হারালো কাদাজলে ?
কতোআগের লেখা ? পাঁচ বছর আগেরতো হবেই ।
১১টি মন্তব্য
শুন্য শুন্যালয়
বৃষ্টিকে পাঠালাম পিছু পিছু
সেও আটকা পড়ে গেল শহুরে জ্যামে
তবে কি আমার কয়েনগুলো হারালো কাদাজলে ?
দারুন (y)
নীলকন্ঠ জয়
শিরোনামহীন সুন্দর কবিতা। প্রিন্স ভাইয়া কয়েনগুলো কাঁদাজলে হারিয়েছে হারিয়ে যাক। এবার এই কবিতাখানি নীলখামে ভরে পাঠিয়ে দিন।
বৈশাখী ঝড়
খুচরো আকাশ পকেটে নিয়ে গিয়েছি মার্কেটে
মেঘের কয়েনগুলো খরচ হয়ে গেছে
বৃষ্টি কিনছি বলে ।
অসম্ভব সুন্দর শব্দমালার সৃষ্টি। চমৎকার
খসড়া
শির থাকলেই চলবে নাম না হয় পরে হবে।
মা মাটি দেশ
বৃষ্টিকে পাঠালাম….চমৎকার ভাষার ব্যাবহার। (y)
মর্তুজা হাসান সৈকত
সুন্দর কবিতা।
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
সুন্দর কবিতার লেখকে ধন্যবাদ।
সাথে :T এর দাওয়াত। -{@
লীলাবতী
কবিতা কখনো পুরানো হয়না , এটি তার প্রমান ।
প্রিন্স মাহমুদ
আমাদের বোধ ভোঁতা হয়ে গেলে সবই পুরনো হয়ে যায় । আমার বোধ ভোঁতা হয়ে গেছে ।
জিসান শা ইকরাম
৫ বছর আগের লেখায় তো দেখি আবেগ বেশি 🙂
আবু জাঈদ
দারুণ, অনেক গুলো লেখা খুঁজে এই কবিতা টাইয় চোখ আটকালো, কমেন্ট না করার বদনাম আছে আমার ওপর, কি করব বলুন লেখা ভাল না লাগলে কমেন্ট দেয়া মুশকিল। এই রকম কবিতা পড়লেই না কষ্ট করে কমেন্ট লিখতে ইচ্ছে করে। দারুণ লিখেছেন।
শিরোনাম দিয়ে দিন ‘নস্টালজি’