দুঃখ কষ্ট ছোঁয় না আমাকে। সে পথ পাড়ি দিয়ে এসেছি বহু যুগ আগে। বেদনার নীল শাড়িতে জড়ায় না অঙ্গ , সেতো বহুদিন হলো। কি লাভ নিজেকে কষ্টের লিপিতে আটকে রেখে। সুখের দোলনায় স্বর্গের ঘুমে চোখ জুড়ায় নিশি রাতে। কখনো বা আঁধারে নক্ষত্রের খেলা দেখে রাত কাটে। রাত জেগে বেতারে নিশুতি রাতের গান শোনা হয় না [ বিস্তারিত ]