মা-ই স্বর্গের ধন (সনেট)

বোরহানুল ইসলাম লিটন ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার, ০৭:০০:২২পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

কোথায় চলেছো ওহে পাষাণের মতি
সুখের তালাশে গড়ে সাধকী রণন,
ঘরে যে রইল পড়ে আঁধারের জ্যোতি
কভু কি করেছো তারে স্বস্নেহে যতন?

তৃষিত হৃদয়ে খুুঁজে জহরত যতো
ফেলেছো জনমভর লোভাতুর শ্বাস,
কি ধন করেছো চলে অবহেলে ক্ষত
ক্ষণিক ভেবেছো হয়ে অনুগত দাস?

নিরালে নিশীথে থাকে অনুনয়ে মেতে
স্বর্গীয় সুখের তরে কতো যে লাজুক,
কেউ তাতে পথে দলে পাকা ধান ক্ষেতে
কেউ বা হারায়ে হয় ক্ষরণে ভাবুক।

সে কি গো দেয় না খোশে জগতেরে ছুটি,
পায় যে চরণতল জননীর দু’টি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৫১৬জন ৩৬৯জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ