আমরা কোনোদিন প্রেমে পড়িনি একে অপরের- তবুও কি অমোঘ টান পরস্পরে ! ভালো-মন্দের ভাগাভাগি না হলে প্রাণ চলেনা । আমরা ছুঁতে চাইনি কখনো একে অপরকে তবুও, অস্পর্শের অটুট এক স্পর্শে জড়িয়ে রেখেছি অক্লান্ত নিজেদের, ছাড়াছাড়ি হলেই শ্বাসে শ্বাসে সংঘাত । আমরা ‘ভালোবাসি‘ বলিনি একবারো তারপরো এক আকাশ মমতা বুকে ধরে একে অপরের মুখে চেয়ে ভালো [ বিস্তারিত ]