মমতা দিদি রাগ করেছেন তিস্তার পানি নিয়ে
৪৮% দিতেও উনার পিত্তি যাচ্ছে জ্বলে।
মুখে বলে আমরা বাঙাল, শুধু মাঝখানে সৈনিকের ঢেরা
অন্তরে আমাদের ভালবাসেন, কিন্তু উঠাবেন না মনের বেড়া!
আসার কথা তোমার দিদি নতুন বার্তা নিয়ে
খাওয়াবো ইলিশ, পরাবো জামদানি ইচ্ছে ছিল মনে
আমরা চাষা, মজুর স্বাধীন করেছি দেশ
ভুলিনি, তোমরা করেছিলে সহায়তা বেশ।
দিদি তোমার ব্যক্তিত্ব অসাধারণ, সত্যিকারের নেতা মানুষের সজ্জন
আমরা তোমায় ভালবাসি শ্রদ্ধা করি, ভাবি আমাদের অনেক আপন
দুই বাংলা নিয়ে তোমার উচ্ছাস আবেগ অজানা নই কারো
দুঃখ কষ্ট আমাদেরও আছে তুমি ভাল করেই তা জানো।
দেশের মাঝে দেশ আর নদীর মাঝে অসময়ে জাগে চর
বোকা জনতার দুঃখ দেখতে দুই দেশ মাঝে মাঝেই পাঠায় গুপ্তচর
ছিট মহল আর তিস্তা নদী আর আছে সীমান্ত নিয়ে টানাটানি
যেটা আমাদের অধিকার, কেন লোভ করে করছো নিজেদের মানহানী।
অধিকার আদায়ে সচেষ্ট, লাগলে লাগুক আরও যত মাস
খেতে চাই নিজ ক্ষেতের ধান, করে তিস্তার পানি দিয়ে চাষ
নিজ দেশের অধিকার ফেলে ছিটমহলে আর কত আটকাতে চাস
মমতা দিদি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে মমতাময়ী বাঁশ!
জানি মরতে হবে তোমাদের বিরুদ্ধে বের করলে মুখের শব্দ
কিন্তু জেনে রেখো দিদি, আমরাও বাঙাল সহজে হবো না জব্দ।
১৪টি মন্তব্য
লিংকন হুসাইন
বাহ আপনি তো কবিতা ও লিখে পারেন । এই মহিলাটাকে আগে ভালো মনে করতাম কিন্তু তিনি যে এতো বড় বদে হাড্ডি আগে জানাছিলনা । বিশেষ করে সীমান্ত চুক্তি নিয়ে 🙁 আর ছিটমহলে মানুষ গুলার জন্য বেশি খারাপ লাগে ।
আমার মন
আমি তো গল্প কবিতা সবই লেখতাম। এখন লেখিনা, আইলসা হয়ে গেছি। গল্প মাথায় জমিয়ে রাখি, কবিতারা ঘুরে ফিরে তাও লেখিনা। আইলসা তো তাই।
এটা আগের লেখা, সামান্য পরিমার্জিত, বর্ধিত ও পরিবর্তিত।
মর্তুজা হাসান সৈকত
অপূর্ব লিখেছেন আপনি । শুরুটাই হলো আপনার সরবৃত্ত ছন্দে বাউয়ান্ডারী হাঁকিয়ে । শুভ কামনা সোনেলায় ।
আমার মন
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
এখানে প্রথম লেখার জন্য শুভেচ্ছা।
কবিতা হোক দাবী আদায়ের হাতিয়ার ।
আমার মন
প্রতিবাদের ভাষা, হাস্যছল বা মালাগাঁথা কথার যেভাবেই হওক না কেন সত্য প্রকাশটা আসল।
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
অনেক ভালো লাগলো …শুভ কামনা জানবেন …
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
ছন্দ দিয়ে দিদিকে বললেন অনেক কিছু ।
ভালো পোস্ট ।
মমতার জন্য ভারতের সাথে কিছু সমস্যা রয়ে গিয়েছে
ছিট মহল , ফারাক্কার পানি যার মাঝে অন্যতম।
আমরা বাঙ্গালী । হেরে যেতে শিখিনি ।
লীলাবতী
মমতার নেই মায়া মমতা ।
আদিব আদ্নান
আমরা কিন্তু উপেক্ষা করতে শিখে গেছি ।
ভঁয় দেখিয়ে খুব সুবিধে হবে না দিদি ।
খসড়া
বন্ধু থামাও তোমার উদ্বেগ
শূচী কর তব মন
বাংলার মাটি দূর্জয় ঘাটি
বুঝে নিক দুর্জন।
ফাহিমা কানিজ লাভা
আমরাও বাঙাল সহজে হবো না জব্দ।- মমতা দিদি, তুমি মুড়ি খাও। :p
আমার মন
স্বাগতম লাভা আমার মনের আঙিনায়। আমি আপনার ফেসবুক বন্ধু(রিয়েল একাউন্টে -:- )।
জানা ছিল না আপনিও নিয়মিত ব্লগে লিখে থাকেন।
ধন্যবাদ ভাল থাকুন।
শিশির কনা
মমতা দিদি এত্তগুলা পচা । (y) (y)