শুন্য শুন্যালয় আগস্ট ৩০, ২০১৩ at ২:৫৭ অপরাহ্ন না বললে নিজের কাছেই ধরা খাবার সম্ভাবনা…নাকি আপনার মনে আরোও কিছু চলছে? আমারও ফুলের চেয়ে কলিটাই বেশি সুন্দর লেগেছে …
জিসান শা ইকরাম আগস্ট ৩০, ২০১৩ at ৪:০৩ অপরাহ্ন বাহ ! সুন্দর পোস্ট । মাত্র দুটি ছবি দিয়ে । ছবি দুটো বেশ ভালোই লাগছে । কে বেশী সুন্দর এটি আসলে বলা কঠিন দুটোরই আলাদা সৌন্দর্য একটি ফোটার অপেক্ষায় , অন্যটি ফুটন্ত । অফুটন্ত ফুলে থাকতে পারে অপার সম্ভাবনা – আশাপ্রদ আর ফুটন্ত ফুলে তার সম্পূর্ণ সৌন্দর্য প্রকাশিত । আমার কাছে দুটোই সুন্দর ।
শুন্য শুন্যালয় আগস্ট ৩১, ২০১৩ at ৬:১০ পূর্বাহ্ন হুম… সুন্দরের সংজ্ঞায় কোন সীমাবদ্ধতা নেই… জ্ঞানী মানুষের জ্ঞানী উত্তর… 🙂 অনেক শ্রদ্ধা আর শুভকামনা প্রিয় জিসান ভাইকে…
মর্তুজা হাসান সৈকত আগস্ট ৩০, ২০১৩ at ৪:১৫ অপরাহ্ন দুটোইতো সুন্দর । আলাদা করা কঠিন । পৃথিবীর সব পদার্থই স্বীয় সাতন্ত্রতা বজায় রেখে সতন্ত্র সতন্ত্রভাবে সবচে সুন্দর ।
শুন্য শুন্যালয় আগস্ট ৩১, ২০১৩ at ৬:১২ পূর্বাহ্ন একদম একমত… তবু তুলনা এসেই যায় … ওটা আছে বলেই সুন্দর সুন্দর আর অসুন্দর সুন্দর এর সাথে অ… ভালো থাকুন সৈকত ভাইয়া…
শুন্য শুন্যালয় সেপ্টেম্বর ১, ২০১৩ at ৭:০৮ পূর্বাহ্ন আপু আমার লেখালেখির অভ্যাস খুব কম..মোবাইল এ ছবি তুলতে ভালো লাগে…কঠিন প্রশ্ন বাতিল করলাম … 🙂 ভালো থাকুন …
খসড়া আগস্ট ৩১, ২০১৩ at ১১:৫৩ পূর্বাহ্ন অনেক কথা যাও যে বলি কোন কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলী।
শুন্য শুন্যালয় সেপ্টেম্বর ১, ২০১৩ at ৭:১১ পূর্বাহ্ন মানুষের বলা কথা বুঝতেই আজকাল কস্ট হয়…আর না বলা কথা !!! আশা বাদ দিয়ে ভালোই করেছেন …
আফ্রি আয়েশা সেপ্টেম্বর ১১, ২০১৩ at ১:৫১ পূর্বাহ্ন দুটাই সুন্দর, কলিও সুন্দর ফুলও । না বলা এবং বলা কথা – দুইয়েরই আলাদা সৌন্দর্য আছে 🙂
শুন্য শুন্যালয় সেপ্টেম্বর ২৯, ২০১৩ at ৮:৫৫ পূর্বাহ্ন এতদিন পরে মন্তব্য দুটো দেখলাম …চশমার সময় হয়েছে ..হুম যে যেটা গ্রহণ করে …ধন্যবাদ
শুন্য শুন্যালয় জুন ৪, ২০১৫ at ৭:৫২ পূর্বাহ্ন বহুদিন পর এলাম পুরনো গ্রামে, সেখানে হারিয়ে যাওয়া পুরনো মুখ। ধন্যবাদ আদিব ভাইয়া।
শুন্য শুন্যালয় জুন ৭, ২০১৫ at ৩:৫০ পূর্বাহ্ন এইতো বিপদে ফেললে। কোনটা যে সুন্দর!! দুটোই সুন্দর। তবে না বলা কথার সৌন্দর্য স্থায়ী। কিছু না পেয়ে যেমন সারাজীবন আক্ষেপ থাকে, না বলা কথাটাও তেমনি রয়ে যায়। তাই বলে রেখে দিতে নেই, যে কথা মেলেছে ডানা, ছুঁয়েছে স্বপ্ন, তার মতো সুখী সুন্দর কে আছে?
খেয়ালী মেয়ে জুন ১১, ২০১৫ at ৮:০৪ অপরাহ্ন আছিতো আপু, পালায়নি… যেখানে একবার সত্যি মায়া জন্মে যায়, সেখান থেকে পালানো যায় না…
শুন্য শুন্যালয় জুন ১৩, ২০১৫ at ৩:০৬ পূর্বাহ্ন মায়াটা কখনো কখনো অন্তরায়। যারা মায়া কাটাতে পারে তাদের দিয়েই সব হয়। তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা। 🙂 পরী কে পালাতে দিলে তো!!!
নীলাঞ্জনা নীলা নভেম্বর ৩, ২০১৫ at ৬:৩৫ পূর্বাহ্ন কে বেশী সুন্দর! ঘোমটায় ঢেকে রাখা লজ্জ্বা? নাকি, মেলে দেয়া আবেগী শয্যা? ছবি দুটো দেখবো নাকি প্রশ্নের উত্তর খুঁজবো? এই প্রশ্নের উত্তরটা আগে দাও। -{@ (3
শুন্য শুন্যালয় নভেম্বর ৩, ২০১৫ at ৭:০৪ পূর্বাহ্ন হা হা, এই নীলাপু, তোমার ফেল, টাইম আউট। দেরী কিরা ফালাইছো উত্তর দিতে। পালটা প্রশ্ন করতে নেই। আমার মধ্যে লাজ লজ্জা কম, তাই ২ নাম্বার টা। 🙂
৩৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
না বলা কথা ।
তবে এতে ধরা খাওয়ার সম্ভবনাও প্রচুর ।
শুন্য শুন্যালয়
না বললে নিজের কাছেই ধরা খাবার সম্ভাবনা…নাকি আপনার মনে আরোও কিছু চলছে?
আমারও ফুলের চেয়ে কলিটাই বেশি সুন্দর লেগেছে …
জিসান শা ইকরাম
বাহ ! সুন্দর পোস্ট । মাত্র দুটি ছবি দিয়ে ।
ছবি দুটো বেশ ভালোই লাগছে ।
কে বেশী সুন্দর এটি আসলে বলা কঠিন
দুটোরই আলাদা সৌন্দর্য
একটি ফোটার অপেক্ষায় , অন্যটি ফুটন্ত ।
অফুটন্ত ফুলে থাকতে পারে অপার সম্ভাবনা – আশাপ্রদ
আর ফুটন্ত ফুলে তার সম্পূর্ণ সৌন্দর্য প্রকাশিত ।
আমার কাছে দুটোই সুন্দর ।
শুন্য শুন্যালয়
হুম… সুন্দরের সংজ্ঞায় কোন সীমাবদ্ধতা নেই… জ্ঞানী মানুষের জ্ঞানী উত্তর… 🙂 অনেক শ্রদ্ধা আর শুভকামনা প্রিয় জিসান ভাইকে…
মর্তুজা হাসান সৈকত
দুটোইতো সুন্দর । আলাদা করা কঠিন । পৃথিবীর সব পদার্থই স্বীয় সাতন্ত্রতা বজায় রেখে সতন্ত্র সতন্ত্রভাবে সবচে সুন্দর ।
শুন্য শুন্যালয়
একদম একমত… তবু তুলনা এসেই যায় … ওটা আছে বলেই সুন্দর সুন্দর আর অসুন্দর সুন্দর এর সাথে অ… ভালো থাকুন সৈকত ভাইয়া…
লীলাবতী
আমার কাছে প্রথমটাই সুন্দর । পবিত্র শিশু । দেবদুত ।
শুন্য শুন্যালয়
আমিও আপনার দলে আপু … অনেক শুভকামনা…
ছাইরাছ হেলাল
দু’টোই তো সুন্দর লাগছে ।
শুন্য শুন্যালয়
আচ্ছা দুটোই সুন্দর… 🙂
বনলতা সেন
এমন কঠিন প্রশ্ন করা ঠিক না ।
নূতন লেখা দিন ।
শুন্য শুন্যালয়
আপু আমার লেখালেখির অভ্যাস খুব কম..মোবাইল এ ছবি তুলতে ভালো লাগে…কঠিন প্রশ্ন বাতিল করলাম … 🙂 ভালো থাকুন …
খসড়া
অনেক কথা যাও যে বলি কোন কথা না বলি
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলী।
শুন্য শুন্যালয়
মানুষের বলা কথা বুঝতেই আজকাল কস্ট হয়…আর না বলা কথা !!! আশা বাদ দিয়ে ভালোই করেছেন …
ফাহিমা কানিজ লাভা
না বলা বয়ে বেড়ানো কথা।
শুন্য শুন্যালয়
হুম…সব বলতে নেই…
শিশির কনা
শুন্য শুন্যালয়ের দেখার দৃষ্টি সবচেয়ে সুন্দর -{@
শুন্য শুন্যালয়
ওহ্ আপু…ধন্যবাদ 🙂 এই নিন আপনাকেও -{@
আফ্রি আয়েশা
দুটাই সুন্দর, কলিও সুন্দর ফুলও । না বলা এবং বলা কথা – দুইয়েরই আলাদা সৌন্দর্য আছে 🙂
শুন্য শুন্যালয়
হুম ঠিক …
নীল প্রান্তর
দুটাই সুন্দর । যে যেটা গ্রহন করতে চায় ।
শুন্য শুন্যালয়
এতদিন পরে মন্তব্য দুটো দেখলাম …চশমার সময় হয়েছে ..হুম যে যেটা গ্রহণ করে …ধন্যবাদ
আদিব আদ্নান
না বলা বয়ে বেড়ানো কথা ।
শুন্য শুন্যালয়
বহুদিন পর এলাম পুরনো গ্রামে, সেখানে হারিয়ে যাওয়া পুরনো মুখ।
ধন্যবাদ আদিব ভাইয়া।
খেয়ালী মেয়ে
দুটোই যে সুন্দর…
প্রশ্নকর্তা এবার তুমি বলো কে বেশী সুন্দর?…
শুন্য শুন্যালয়
এইতো বিপদে ফেললে। কোনটা যে সুন্দর!!
দুটোই সুন্দর। তবে না বলা কথার সৌন্দর্য স্থায়ী। কিছু না পেয়ে যেমন সারাজীবন আক্ষেপ থাকে, না বলা কথাটাও তেমনি রয়ে যায়।
তাই বলে রেখে দিতে নেই, যে কথা মেলেছে ডানা, ছুঁয়েছে স্বপ্ন, তার মতো সুখী সুন্দর কে আছে?
খেয়ালী মেয়ে
চমৎকার ব্যাখ্যা….
শুন্য শুন্যালয়
তুমি আবার কই পালাইছো গো পরী?
খেয়ালী মেয়ে
আছিতো আপু, পালায়নি…
যেখানে একবার সত্যি মায়া জন্মে যায়, সেখান থেকে পালানো যায় না…
শুন্য শুন্যালয়
মায়াটা কখনো কখনো অন্তরায়। যারা মায়া কাটাতে পারে তাদের দিয়েই সব হয়। তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা। 🙂
পরী কে পালাতে দিলে তো!!!
খেয়ালী মেয়ে
আমাকে দিয়ে আসলেই কিচ্ছু হবে না 🙁
শুন্য শুন্যালয়
তোমাকে দিয়েই সব হবে। মায়ায় জোর কম নয় কিছুতেই 🙂
নীলাঞ্জনা নীলা
কে বেশী সুন্দর!
ঘোমটায় ঢেকে রাখা লজ্জ্বা?
নাকি,
মেলে দেয়া আবেগী শয্যা?
ছবি দুটো দেখবো নাকি প্রশ্নের উত্তর খুঁজবো? এই প্রশ্নের উত্তরটা আগে দাও। -{@ (3
শুন্য শুন্যালয়
হা হা, এই নীলাপু, তোমার ফেল, টাইম আউট। দেরী কিরা ফালাইছো উত্তর দিতে। পালটা প্রশ্ন করতে নেই।
আমার মধ্যে লাজ লজ্জা কম, তাই ২ নাম্বার টা। 🙂
নীলাঞ্জনা নীলা
আমারও। 😀 :p