তোমার জন্য ভুল করে হয়ে যাওয়া কবি, তোমার জন্য ভুল করে এঁকে ফেলা ছবি। তারপর তুমি নেই দৃষ্টি গোচরে, বিরহী বাতাস বহে হৃদয়ের অন্তপুরে। তোমার জন্য ভুল করে হেটে যাওয়া পথে, ভুল করে ছুটে যাই পুরনো স্মৃতির রথে। ভুল করে একবার তোমার হাতটি ধরে, ডুবে গেছি কোনো এক স্বপ্ন সায়রে। ভুল করে কোনো এক নির্জন [ বিস্তারিত ]