অনেকদিন পর ভোর দেখা হল। তাও আবার গাঁও-গেরামের ভোর। কুয়াশার লেপ মুড়ি দিয়ে মেঠো পথ যেন শুয়ে আছে মায়ের মতন। পথের গায়ে মায়ের মিষ্টি ঘ্রান। আমি উবু হয়ে আলতো ছুঁই পথ, যেনবা করতলে মায়ের কোমল কপাল। দুপাশে আদিগন্ত সর্ষেক্ষেতের বিছানা। ইচ্ছে হয় গড়াগড়ি খাই আহ্লাদে, আলস্যে। কুয়াশাভেদী রোদ্দুর যেন ঘোমটা ঢাকা, সদ্যস্নাত গ্রাম্য [ বিস্তারিত ]