*রমনী*

ফরহাদ ফিদা হুসেইন ২৮ জানুয়ারি ২০১৪, মঙ্গলবার, ১১:৪২:২৩পূর্বাহ্ন এদেশ, কবিতা, সাহিত্য ৯ মন্তব্য

বুকে সেফটিপিন গেঁথে যৌবন শাসনে রাখো তুমি।
বুকে ওড়নার লেপ্টে থাকা নিদারুণ সাহস
আমার বুকে কাঁপন তোলে।

চোখের তারায় আমি নেশা খুঁজলেই কালো
ডাগরআঁখি পাকিয়ে ওঠে!
আসলে শাসন নয়,
শাসনের ছদ্মবেশে বিন্যাস।
আপাদমস্তক বিন্যস্ত না থাকলে
রমনী হয় না।।

১৩৩০জন ১৩৩০জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ