নিউইয়র্কে লকডাউনের ষষ্ঠ সপ্তাহ চলছে। মানুষের সঞ্চিত খাবার ফুরিয়ে এসেছে। মানুষ খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে। অনেকদিন পর পর আমরা যখন জরুরি প্রয়োজনে বাইরে যাই, কাজ শেষ হলেও অকারণে চেনা পথে, চেনা স্থানে গাড়ি নিয়ে ঘুরে বেড়াই। আমরা আগের যে কোন সময়ের মতো প্রবলবেগে গাড়ি চালাই না। ধীর গতিতে এ পথ ও পথ ঘুরি। চারপাশটা দেখি। অদ্ভুত এক ভালোলাগার অনুভূতি হয়। যেন কতোকাল বন্ধি জীবন যাপন করছি ! কতোকাল পর মুক্ত বাতাসে শ্বাস নিয়েছি ! কতোকাল মানুষ দেখিনি ! বড় বড় সড়ক এখনো বলা চলে অনেকটাই ফাঁকা। মাঝে মধ্যে ২/১ টি গাড়ি ধীর গতিতে চলে যেতে দেখি। তাড়া নেই কারো কোথাও যাবার। তবুও জীবন তো থেমে থাকার নয়। জীবন বাঁচাতে জীবিকার প্রয়োজন। মানুষজন এখন জেনে গেছে, করোনা ভাইরাসকে মোকাবেলা করে, যথাযথ সচেতনতা অবলম্বন করেই জীবনে ফিরতে হবে সকলকে। আর তাই শ্লথ হয়ে থাকা জীবন থেকে মানুষ একটু একটু করে বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে।
আমরা যেহেতু খুব বেশি খাবার মজুদ করে রাখিনি, তাই সপ্তাহ দুই পর পর অন্তত একবার বের হতে হচ্ছে। মানুষের ভিড় এড়াবার উদ্দেশ্যে তুমুল বৃষ্টির সময়কে বেছে নেই বের হতে। তাছাড়া রোজার দিন। দিনভর অনাহারে থাকা মানুষেরা ইফতারের ঠিক আগের সময়টা বাইরে বের হবার কথা নয়। এমনতর নানান হিসেব নিকেশ করে বের হয়েছিলাম প্রথম রমজানের দিনে। কেননা মানুষের সংস্পর্শের বাইরে অপেক্ষাকৃত কম কোলাহলের মাঝে কেনাকাটা সেরে বাড়ি ফিরতে হবে যে ! প্রথমে হোলসেল স্টোরে গিয়েছিলাম। সেখানে তাদের নিজস্ব বিশাল পার্কিং লট ছাড়িয়ে অপেক্ষমান ক্রেতাদের লাইন বাইরে ফুটপাতে অনেকদূর পর্যন্ত চলে গিয়েছে। বিধায় সেখান থেকে কেনাকাটা না করেই ফিরে এসেছি। ইন্ডিয়ান গ্রোসারির একটিতে মানুষের লাইন দেখে ওমুখো হইনি আর। অন্যটিতে স্বল্প সংখ্যক মানুষের লাইন চোখে পড়ে। ঝটপট নেমে লাইনে দাঁড়িয়ে পড়ি। বিশাল স্টোরের বাইরে থেকে কাঁচের দেয়ালে ভেতরের দিকে তাকিয়ে দেখি মানুষজন সংখ্যায় খুবই সামান্য। ক্যাশ রেজিস্টারগুলোতে লাইন নেই। ভেতরের মানুষেরা বেরিয়ে এলে তবেই ১০/১২ জন করে ঢুকতে দেয়া হচ্ছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সকল নিয়ম মেনেই কাজ করে যাচ্ছে। দোকানের বাইরে অনেকদিন পর বন্ধু ফারহানার সাথে দেখা। দূরত্ব বজায় রেখে কথা হচ্ছিল আমাদের। বললেন, আগে কাজের চাপে অতিষ্ঠ ছিল জীবন। মনে হতো কবে একটু সময় হবে বিশ্রাম নেবার, কিংবা মন মতো ঘুমাবার। এখন অফুরন্ত সময়। অখণ্ড অবসর। কিন্তু হারিয়ে গেছে জীবনের ছন্দ। হারিয়ে গেছে রুটিন স্বাস্থ্যকর জীবন। কাজ নেই, ভোরে উঠার তাগিদ নেই। তাই ঘুমাবারও তাড়া নেই। ক্লান্তিহীনতায় ঘুমহীনতা জেঁকে বসেছে। খাওয়াসহ দৈনন্দিন স্বাভাবিক কর্মময় জীবনে এসেছে অনিয়ম আর আলস্য।
ফোনে কথা হচ্ছিলো আমার পুরনো এক সহকর্মীর সাথে। সময় কাটছে কেমন করে এমন প্রশ্নের জবাবে বললেন, টেনশন কাটাতে পুরনোদিনের সিনেমা দেখা, বই পড়া, গান শোনা হচ্ছে। ইউটিউব দেখে নতুন নতুন রান্না শিখছেন। জীবনসঙ্গীর সাথে দৈনন্দিন কাজ ভাগাভাগি বিষয়ে বিবাদ বেড়েছে। মানসিক চাপ বেড়েছে। জীবন হয়ে উঠেছে নিরানন্দের। শেষে দীর্ঘশ্বাসের সাথে বললেন, জীবনের কঠিন এই সময়ে কভিড-১৯ শুধু শারীরিকভাবেই নয়, আমাদের মনোজগতকেও আক্রান্ত করে ছেড়েছে।
আগে বিকেলগুলোতে বেলকণিতে বসে রোজ প্রতিবেশিদের আসা-যাওয়া দেখতাম। কেউ পালিত কুকুর নিয়ে লনে খেলা করতো, কেউবা আসা যাওয়ার পথে একলা হেঁটে চলা বিড়ালের মাথায় হাত বুলিয়ে এমনভাবে আদর করত যেনো কোনো পুতুলকে আদর করছে। সবচেয়ে বেশি দেখা যেতো প্রতিবেশি চাংপুকে। বয়স সত্তরের কোঠা পেরিয়েছে নিশ্চিত। কর্মঠ শরীর। কিন্তু দুইমাস হলো বয়সের ভারে আংশিক কুঁজো হয়ে হেঁটে যাওয়া চাংপুকে দেখা যাচ্ছে না। বারান্দায় গেলে কোন এক অজানা আশায় ঘাড় ঘুরিয়ে তাকাই। লনে কেউ আসা-যাওয়া করলে জিরাফের মতো গলা বাড়িয়ে দেখার চেষ্টা করি। গ্যারাজে টুংটাং আওয়াজ শুনলে এগিয়ে যাই। কোথাও দেখা নেই তার। শঙ্কা হয়, বেঁচে আছে তো ! নিজেকে নিজেই প্রবোধ দেই, ‘ এইদিকে তো কোন এ্যাম্বুলেন্সের সাইরেন শুনিনি’।
আমাদের পরিচিত এক বড়ভাই ভাইরাস আক্রান্ত হয়ে একুশ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। লড়াই শেষে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অবশেষে। দুর্বলতা কাটিয়ে উঠতে পারেননি এখনো। তার ধারণা, অন্য অনেকের মতো তিনিও মার্চের মাঝামাঝিতে হুমড়ি খেয়ে বাজার করেছিলেন জনস্রোতের মাঝে। আর সেখান থেকেই ভাইরাসটি বহন করে নিয়ে এসেছেন। আমার ভেতরটা কেঁপে উঠে শঙ্কায়। কেননা, এমন ঝুঁকিপূর্ণ ভিড় ঠেলে আমিও যে গিয়েছিলাম গ্রোসারি স্টোরে সেইসময় ! প্রতিদিন অনলাইন নিউজে ভাইরাস সম্পর্কে আরো বিশদ জানার চেষ্টা করছি। যেহেতু হাঁচি,কাশির মাধ্যমে মানুষের শরীরের কোষের সংস্পর্শে এটি বংশ বিস্তার করে, তাই কোথাও কেউ হাঁচি দিলেই ফিরে তাকাই। মনে হয় যেন তার হাঁচি/কাশির সাথে বেরিয়ে আসা ড্রপলেট বাতাসে ভেসে এটম বোমের মতো ধেয়ে আসছে আমার দিকে সংক্রমন ছড়াতে। জানি এইসব ভয়, আতঙ্ক সাময়িক। আমরা হয়তো সহসাই ভয়কে জয় করে অভ্যস্ত হয়ে উঠবো নতুন এক জীবন যাপনে।
ওয়াশিংটন স্টেটের সিয়াটল শহরে ২১শে জানুয়ারি প্রথম করোনাভাইরাস সনাক্ত হবার পর এখন পরিবর্তিত পৃথিবী সম্পূর্ণ নতুন এক পৃথিবী। যেখানে মানুষ একে অপরের কাছ হতে দূরত্ব বজায় রেখে চলাফেরা করছে। তারা জেনে গেছে, আগের মত ভিড়ভাট্টা ঠেলে কোথাও যাওয়া যাবে না। চেনা কারো সাথে দেখা হলেই হাত মেলানো যাবে না। আবেগে জড়িয়ে ধরা যাবে না। দূরত্ব বজায় রেখেই কুশল বিনিময় করতে হবে। বাইরে গেলে মাস্ক, গ্লভস ব্যবহার করতে হবে। এভাবে ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। দুইমাস আগের আর পরের পৃথিবীর মাঝে বিস্তর ফারাক। নতুন এক পৃথিবীতে পদার্পণ করতে যাচ্ছে পৃথিবীর সকল মানুষ।
২১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সাবধানে থাকুন ঘরেই থাকুন। শুভ কামনা রইলো
রিমি রুম্মান
সবার জন্যে প্রার্থনা।
সুপায়ন বড়ুয়া
মানুষ আজ করোনা নিয়ে যুদ্ধটাতে মনে হয় অভ্যস্থ হয়ে গেছে। তাই কারনে অকারনে বের হচ্ছে। আর লক ডাউন তুলে নেওয়ার জন্য আন্দোলন করছে আমেরিকায়
মুক্তি মিলবে মনে হয়।
শুভ কামনা।
রিমি রুম্মান
আমাদের প্রেসিডেন্ট লকড ডাউন তুলে নেবার পক্ষে। যারা আন্দোলন করছে, তারা মূলত প্রেসিডেন্টেরই লোক।
জিসান শা ইকরাম
পোস্ট পড়তে পড়তে বাস্তব নিউইয়র্ক, নিউইয়র্কে শপে কেনা কাটা, বাসায় বারান্দায় বসে প্রতিবেশীর জন্য দুশ্চিন্তা করা, সব কিছুকেই যেন দেখলাম।
আমাদের এখানের অবস্থাও এমনই। পাল্টে গিয়েছি আমরা অনেকটাই। অস্থিরতা বৃদ্ধি পেয়েছে বাসায় অবস্থানের কারনে।
ঠিকই বলেছ দিদি ভাই, করোনা পরবর্তিকালে আমরা এক নতুন শতর্ক পৃথিবীর মুখোখুখি হবো, যেখানে সবাই নিরাপদ দুরত্বে দাড়িয়ে কুশল বিনিময় করবো। হাত ধরে কুশল বিনিময় করবো না।
সবাইকে নিয়ে ভালো থেকো দিদি ভাই। শুভ কামনা।
রিমি রুম্মান
তোমরাও ভাল থেকো, সাবধানে থেকো, ভাইজান।
ফরহাদ ফিদা হুসেইন
সাবধানে থাকবেন! ভালো থাকবেন দিদিভাই।
রিমি রুম্মান
শুভেচ্ছা জানবেন। প্রার্থনা করি, ভাল থাকুন, সুস্থ থাকুন।
ফয়জুল মহী
বাংলাদেশে করোনা বাড়ছে । সরকার সব খুলে দিচ্ছে। দেখা যাক কে জিতে, করোনা না সরকার ।
রিমি রুম্মান
খুব আত্নঘাতি সিদ্ধান্ত। আমাদের লকড ডাউনের ষষ্ঠ সপ্তাহ চলছে।
তৌহিদ
আমাদের অবস্থাও খুব একটা ভালো নয় তবে অন্যান্য দেশের চেয়ে হয়তো ভালো। চরম এক অস্থির সময় পার করছি সবাই। আপনার লেখায় নিউইয়র্ক শহরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু জানলাম।
আপনিও ভালো থাকবেন আপু। শুভকামনা সবসময়ন
রিমি রুম্মান
শুভকামনা রইল। অনেক ভাল এবং নিরাপদ থাকুন, প্রার্থনা।
সুরাইয়া পারভীন
অফুরন্ত সময়
অখণ্ড অবসর
স্বাভাবিক জীবনে এনেছে ছন্দপতন
সারারাত জেগে জেগে কাটানো
দুপুর বারোটায় অব্দি ঘুমানো
অদ্ভুত এক সময় কাটছে
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রিমি রুম্মান
সত্যিই জীবনের ছন্দ হারিয়ে গেছে। অনেক ভাল থাকুন, প্রার্থনা করি।
কামাল উদ্দিন
আগে কাজের চাপে অতিষ্ঠ ছিল জীবন। মনে হতো কবে একটু সময় হবে বিশ্রাম নেবার, কিংবা মন মতো ঘুমাবার। এখন অফুরন্ত সময়। অখণ্ড অবসর। কিন্তু হারিয়ে গেছে জীবনের ছন্দ। হারিয়ে গেছে রুটিন স্বাস্থ্যকর জীবন। কাজ নেই, ভোরে উঠার তাগিদ নেই। তাই ঘুমাবারও তাড়া নেই। ক্লান্তিহীনতায় ঘুমহীনতা জেঁকে বসেছে।
রিমি রুম্মান
ঠিক বলেছেন। ভাল থাকুন, সুস্থ থাকুন, দোআ করি।
কামাল উদ্দিন
আপনিও সব সময় ভালো থাকুন আপু।
তৌহিদ
আমাদের দেশেও লকডাউন আর কেউ মানছেনা। কি করবে মানুষ! কতকাল আর বন্দি থাকা যায়! প্রার্থনা করি সকলেই ভালো থাকুক।
শুভকামনা জানবেন আপু।
রিমি রুম্মান
এখানেও অনেকে বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখছে।
হালিম নজরুল
আসুন সবাই সুস্থ থাকি। সুস্থ রাখি।
রিমি রুম্মান
নিয়মগুলো মেনে চললে অনেকটা ভাল থাকা যায়। কিন্তু তা কি আমরা পারছি ?