প্রিয় বাংলাদেশ, তুমি নিশ্চয় ঘুমিয়ে পড়েছ। অবশ্য তোমার ঘুমানোরই কথা। বৃষ্টিভেজা নিঝুম রাত, চারপাশে শান্তিময় নিরবতার আরাম। রাস্তা থেকে আসছেনা কোনও ঘাতক বাহিনীর ট্রাকের শব্দ। বাতাসে ভাসছেনা মৃত্যুর চিৎকার, দরোজায় ঘাতকেরা নাড়ছেনা কড়া। তোমার পিতার বুকে বেয়নেট তাক করা নেই, তোমার মায়ের, বোনের সম্ভ্রম নিরাপদ আজ, তোমার স্ত্রী তোমারই বুকে ঘন নিঃশ্বাস ফেলে। [
বিস্তারিত ]