অন্তড়ালে

মানিক পাগলা ২৫ মার্চ ২০১৪, মঙ্গলবার, ০২:৩১:৪৬পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

নগ্ন পৃথিবী, নগ্ন সমাজ
নগ্ন এ জীবন ধারা,
ভদ্রতার মুখোশে মোড়া।

ভালবাসার আড়ালে থাকে
স্বার্থের টানাটানি,
ভালবাস কি না বাস
স্বার্থটা আগে জানি।

ভালবাসার মুখোশ পড়ে
আবেগের অভিনয়,
মুখোশের আড়ালে
ভালবাসার নগ্নতা বিষাদময়।

৪৬৩জন ৪৬৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ