সুখ পাখি সুখ খুঁজে আপন মনে চারিদিকে ছুটে বেড়ায় সুখের সন্ধানে যেখানেই খুঁজে পায় সুখের নীড় বুকে তার জেগে উঠে আশার তীর পরকে করে নেয় মুহূর্তেই আপন সর্বস্ব করে ত্যাগ রক্ষার্থে মন মজে থাকে কিছুদিন সেই সুখের ছলে নিজের অস্তিত্বকে যায় সে ভুলে বিধাতার এ যেন আজব খেলা সুখের সন্ধানে সে আবার ভাসায় ভেলা ফিরে [ বিস্তারিত ]