তোমাতে পুড়ে আমার ভালোবাসাটাকে আরো খাঁটি করতে চাই। কেন জানি আমার হৃদয়টা ইদানিং বড্ড অবহেলা করছিলো আমাকে! ভালোবাসাটা হৃদয়ে ঢোকার আগেই হারিয়ে যাচ্ছিলো কোথায় যেন! ঠিক যেন আরেকটি বারমুডা ট্রায়াংগেল। যেদিন থেকে পরিচয় তোমার সাথে, সেদিন থেকেই বদলে গেলো যেন সবকিছু। এখন আর ভালোবাসাটা হৃদয় থেকে হারিয়ে যায় না আগের মতো। এক গভীর ভালো লাগার [ বিস্তারিত ]