সত্যের পরতে পরতে জমা শেষ সত্যের অস্থায়ী বুদবুদ, বিষম খাওয়া দুঃখগুলোকে এবার জানাব সাধুবাদ, কি ভাবছ? অদ্ভুত! এ-ই হয়, তোমাদের ঐ এক দোষ, মিথ্যের ফানুস উৎসব ভালোবাস সত্যিতে নাখোশ। শীতের ভয়ে অশীতিপর কাঁপছে থরথর, তবুও শীত আসে অনায়াসে বৈচিত্র্য ধরে রাখতে ঋতুর। প্রাণ বাঁচানো গেলোনা ঘাটের মরা সম্পর্কের। আদিগন্ত শোকের নহর, খরস্রোতা কাটছে এপার [ বিস্তারিত ]