প্রেমিকের চোখে জমে বারি প্রেমিকের নয়ন আবছা তারি জন্য,হন্যে খোজে অতীত যে দিয়েছে ভাবনা জিবনটিতে হাজারো কষ্ট বুকে জমা। যার ভাবনায় কাটতো সারাবেলা সে এখন অন্যের ঘরে করে খেলা। যে ছিলো ভাবী জিবনের ভাবনা সে এখন দুঃখ কষ্টের মুহুর্মুহু ছলনা। সময় বদলে ঝরে পাতা তুমি ঝরালে আমার জীবনটা, সাগর মাঝে উত্তাল টেউ বুকে তোমারি আত্মচিৎকার [ বিস্তারিত ]