আমার অনেক আগে মনের স্বাদে লিখা বাংলার নায়ককে নিয়ে এর আগে প্রকাশ করার সাহস পায়নি কারন তাঁকে যদি অবমাননা করা। তবুও করলাম। অপারের আশ্যয় ছাড়িল নৈাকা অনেক মাঝি ভাইরা, কাহার তরী পাইলনা কুল, বঙ্গবন্ধুর তরী ছাড়া। মাঝ দরিয়ায় উত্তাল পাত্তাল টেউ সহ্য হলনা কাহারও ভাই বঙ্গবন্ধু ছাড়া। এপার অপার টেউ ডর করিল সবে [ বিস্তারিত ]