[caption id="attachment_46146" align="aligncenter" width="387"] ভোরের আবির্ভাব...[/caption] দেখতে দেখতে "এলোমেলো কিছু কথা"র ষোলোটি পর্ব হয়ে গেলো। অথচ এই এলোমেলো কথা পর্বগুলোর জন্ম হয়েছিলো অভিমান থেকে। মধ্যিখানে লেখা ছেড়ে দিয়েছিলাম। তখনও ব্লগে আসিনি, ফেসবুকে কোনো লেখা দেয়া থামিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছু শুভাকাঙ্খী, সুহৃদ থাকেই প্রত্যেকের জীবনে। আমি ফেলতে পারলাম না। তখনই ফেসবুকে লেখা শুরু করলাম "রোজনামচা" নামে। [ বিস্তারিত ]