বছরের কয়েকটি দিন কিছু মানুষের জন্যেই সেজে ওঠে নতূন হয়ে । রঙ ছড়ায় । আনন্দ দেয় । আলো হয়ে ফুঁটে ওঠে । আজ বিশেষ একটি দিন আমার জন্যে । আজকের এই দিনটি না এলে আমারও আসা হয়ে উঠতো না । আজ ২৫ আগষ্ট , আমার মামনির জন্মদিন । এই দিনটা অনেক কিছু আমার কাছে। কতো চেষ্টা করেছি মনের মতো একটা লেখা লিখতে। কিন্তু কিছুতেই পারলাম না। দেশে যখন ছিলাম, কোনোকিছুই আটকে রাখতে পারতো না শমশেরনগর চা’ বাগানে যেতে। আর এমন সব গিফট নিয়ে যেতাম, বন্ধুরা বলতো এগুলো জন্মদিনের গিফট হয় নাকি? আমি তো জানি মামনি এসবে কতো খুশী হয়। একবার মামনির জন্মদিনে সারপ্রাইজ দেয়ার জন্য স্টিলের গ্যাস বার্ণার কিনলাম। যদিও টাকা বাপি-ই দিয়েছিলো। আমি হাতখরচের টাকা জমিয়ে ওই চুলা বানিয়ে নিয়ে গেলাম। পথে ধরলো পুলিশ। আমি নাকি ভারত থেকে চোরাপথে এই চুলা এনেছি । ওদিকে ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমার তো চিন্তায় অবস্থা শেষ। যাক ওই চুলা নিয়ে শেষ পর্যন্ত ট্রেন ধরতে পেরেছিলাম। দুপুরে পারাবত ট্রেন শ্রীমঙ্গল পৌঁছালো। বাসে করে সেই চুলা নিয়ে বাসে করে শমশেরনগর গিয়ে নামলাম। তারপর রিক্সায় বাগান মাঠে আমাদের বাসায়। মামনি-বাপি এসব দেখে চক্ষু চড়কগাছ। ঢাকা থেকে একা এভাবে এতোকিছু নিয়ে না জানিয়ে কেন এলাম? বাপিকে বললাম আজ মামনির জন্মদিন। আমি তো আসবোই সেটা জানোই। কতো টেষ্ট যে বাদ দিয়ে চলে গেছি মামনির কাছে। আরেকবার মামনির জন্য একটা ফ্রাইপ্যান কিনেছিলাম বাণিজ্য মেলা থেকে। মামনির খুশী কে দেখে!
প্রতিদিনই পাঁচ মিনিট হলেও কথা হয়। কিছুক্ষণ আগে ফোন দিয়ে উইশ করলাম। রান্না করছিলো মামনি। মনে হয় ছুটে এসে ধরেছে। কোনো গিফট দিতে পারিনি, শুধু একশ’ ডলার পাঠিয়ে দেয়াতে কতো কি যে বলা। কেন পাঠালাম, এখন আমি ফুল ডিউটি করিনা। ইত্যাদি, ইত্যাদি। বললাম যা মন চায় তাই কিনে নিও। আজ আমি লিখতে পারছি না কিছু। পুরোনো একটা লেখা এখানে দিচ্ছি।
জনয়িত্রী আমার
পরিপূর্ণ অষ্টমী তিথির গাঢ় ঘন অন্ধকারে আকাশের উঠোন থেকে তখন ঝুম ঝুম বৃষ্টি
ঘরের ছাদ থেকে দেয়ালের বুক ছুঁয়ে মাটির সাথে মিশে যাচ্ছিলো—
রূপোলী জলধারা সোঁদা ঘ্রাণে মাতিয়ে দিচ্ছিলো প্রকৃতি
কিছু হাওয়া এলোমেলো, মেঘের ঝলকানি
আকাশের সাথে মাটির গভীর প্রেমে মিলে-মিশে গেলো ঈশ্বর আর মানুষের ব্যবধান
শারদীয়া তিথির বুকে শিউলীর শুভ্রতা মাখানো ক্ষণে আগমন তোমার মা
ওই শরীরের ঘ্রাণ নরম-কোমল-কবোষ্ণ তোমাকে পেয়ে
কতোটাই না উচ্ছ্বলতা ঘিরে ছিলো তোমার মায়ের চোখে, সে জানা নেই কিছুই
শুধু জানি, বুঝি, এই যে আবেগের নদী তোমার ঝর্ণা থেকেই জন্ম নিয়েছে
জীবনের প্রতিটি পাতা তাই তো এতো রঙীন
চোখে নীল দিগন্ত ছোঁয়া আকাশ, মনের অরণ্য এতো সবুজ
মা তুমি এসেছিলে বলেই আমি মা ডাকতে পারছি
তোমার জন্যেই আবার জন্ম নিতে চাই
ছোটবেলার ঘুমে সেই গান :
“আমার সকল দুঃখের প্রদীপ” শোনার জন্যে বারবার জন্ম নিতে ইচ্ছে করে মা। (২৫ আগষ্ট, ২০১১ ইং।)
হ্যামিল্টন, কানাডা
২৫ আগষ্ট, ২০১৬ ইং।
৩৮টি মন্তব্য
শাওন এরিক
জন্মদিনের শুভেচ্ছা আপনার মায়ের জন্য! 🙂
শুভেচ্ছা আপনার মত কাউকে জন্মদানের জন্য! 🙂
শুভেচ্ছা মায়ের জন্য অকৃত্তিম ভালোবাসার জন্য! (:
আর কবিতাটার কথা কি বলব, অসাধারণ!!
নীলাঞ্জনা নীলা
আপনি এতো সুন্দর একটি মন্তব্য করেছেন যে মন ভরে গেলো।
ভালো থাকুক আপনার মাও। ঈশ্বর সকল মায়েদের ভালো রাখুন।
ধন্যবাদ আপনাকে। 🙂
মিষ্টি জিন
মামনির জন্য জন্মদিনের শুভেচ্ছা ।
-{@
নীলাঞ্জনা নীলা
মিষ্টি আপু মামনিকে জানিয়ে দেবো আপনার শুভেচ্ছার কথা। খুব খুশী হবে।
ভালো থাকুন নিয়ত।
ইকরাম মাহমুদ
কোন বিশেষণে বিশেষিত করা যায় ‘মা’ শব্দটিকে। মা নিজেই যে অনেকগুলো বিশেষণ।
শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা মাকে।
নীলাঞ্জনা নীলা
ঠিক বলেছেন “মা”কে কোনো বিশেষণেই বিশেষায়িত করা যায়না।
একটি অক্ষর থেকে গভীর আবেগ মাখা একটি শব্দ “মা”।
অসম্ভব সুন্দর একটি মন্তব্যের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
তোমার মতো মেয়েই তো তোমার মামনির বড় গিফট আপু।
আন্টিকে জন্মদিনের রাশি রাশি শুভেচ্ছা। -{@ আন্টিকে সোনেলার সবার পক্ষ থেকে একটা কবিতা লিখে দিও কিন্তু 🙂
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু মামনির তোমাকে ঠিক মনে আছে। জানতে চেয়েছিলো তোমার কথা আজ।
কবিতা হবে না গো, চেষ্টা করেছিলাম। পারিনি।
ভালো থেকো আপু। -{@
প্রহেলিকা
মায়ের জন্মদিনে মা’কে ভালোবাসা মাখানো অফুরান শুভেচ্ছা। এভাবে মা’য়েরা থাকুক সন্তানের সাথে দুধেভাতে। মাকে নিয়ে কবিতা লেখা দুঃসাহস বটে। তবে আপনি পেরেছেন। দারুণ !!!
নীলাঞ্জনা নীলা
আপনার এই হার্দিক শুভেচ্ছা পৌঁছে দেয়া হবে জায়গামতো।
মামনিকে নিয়ে লিখতে পারিনা। কতো চেষ্টা করি, হয়না।
ধন্যবাদ মনকাড়া মন্তব্যের জন্যে। আপনি ভালো থাকুন নিরন্তর।
ছাইরাছ হেলাল
আপনার মাকে অনেক অনেক শুভেচ্ছা,
তিনি অনেক ভাগ্যবতী, এমন কন্যা তিনি ধারণ করেছেন।
নীলাঞ্জনা নীলা
কবিরাজ ভাই আসলে আমার ভাগ্য ভালো এমন মা জীবনে পেয়েছি। কষ্ট একটাই মায়ের কোনো গুণই পাইনি।
তবে আপনার শুভেচ্ছাবার্তা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছোবে নিশ্চিত জেনে রাখুন।
ভালো থাকুন, যেমন থাকলে ভালো থাকা যায়।
মারজানা ফেরদৌস রুবা
মামনির জন্মদিনে -{@ শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
রুবা’পু অফুরান ভালোবাসা আপনার এই শুভেচ্ছাবার্তার জন্য।
ভালো থাকুন প্রতিক্ষণ।
ব্লগার সজীব
শুভ জন্মদিন নীলাদির মামনি -{@ আন্তরিক শুভেচ্ছা মামনিকে।
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া নীলাদির মামনিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দেয়া হবে।
আমি-ই নয় ডাক-হরকরা হবো। কি ঠিক আছে তো?
ভালো থাকুন ভালো থাকার মতো করে। 😀
ব্লগার সজীব
ডাক-হরকরা নীলাঞ্জনা নীলা 🙂 নামের আগে ডাক-হরকরা লাগালে তো ভালই লাগে 🙂
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহা। বাহ ডাক-হরকরা নীলাঞ্জনা নীলা। 😀
ইঞ্জা
মাকে আমার জম্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা জানাবেন আপু আর দোয়া করছি উনার দীর্ঘায়ুর জন্য। -{@
নীলাঞ্জনা নীলা
ইঞ্জা অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমন শুভকামনায় মামনি আমার সুস্থভাবে অনেকদিন বাঁচবে।
ভালো থাকুন অনেক। 🙂
ইঞ্জা
ভুল বলেছেন আপু, মামনি আমার নয়, মামনি আমাদের কারণ আমিও আপনার ভাই। 🙂
নীলাঞ্জনা নীলা
বাহ! মন ভরে গেলো ইঞ্জা। 🙂
ইলিয়াস মাসুদ
ঈশ্বরের সবচেয়ে দুর্লভ সৃষ্টি বোধহয় মা,পৃথিবীর সব মায়েদের হাসি,অপেক্ষা,প্রার্থনা এক-
আবেগের কোন শব্দে বললে পৃথিবী বুঝবে মা কেমন, আমি জানি না মায়েরা কেমন করে এমন হয়, মুক্তের মত এক একটা দিন কি করে যে সন্তাকে সঁপে দেয়,সন্তান কি সত্যিই তা অনুভব করতে জানে?সব ভালবাসা-ই এক সময় ফিকে হয়ে যায় শুধু মায়ের ভালবাসা কেমন যেন অবিনশ্বর,সন্তান যত দূরেই থাকুক না কেন এক খন্ড মেঘ কেমন যেন মাথার উপড় থাকে প্রখর রোদেও।
মায়ের জন্য ভালবাসা নিরন্তর দিদি, ভাল থাকুক মা ইচ্ছার মত করে, শুভ জন্মদিন মাসিকে -{@
নীলাঞ্জনা নীলা
ইলিয়াস ভাই আপনার শুভেচ্ছাবার্তা পড়ে চোখ ছলোছলো হয়ে গেলো। কষ্টের না, আনন্দের। আপনি অনেক ভালো একজন সন্তান আপনার মায়ের। এটুকু বুঝেছি আপনার বিভিন্ন লেখা পড়েই। আজ মায়ের প্রতি ভালোবাসার বাণীর যে ডালি সাজালেন তাতে নিশ্চিত হলাম। ভাইয়া আপনার মতো আবেগী ছেলে সব মায়েদের ঘরে থাকুক। তাহলে মায়েরা কখনো একা হবেনা।
আমি আপনার এমন সুন্দর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেবো।
ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ। -{@
ইলিয়াস মাসুদ
মাসির ছবিটার দিকে অনেকক্ষন চেয়ে থাকলাম, বিশ্বাস করুন আমি,আমি আমার মায়ের হাসির সাথে পার্থক্য খুঁজার চেষ্টা করেছি, আশ্চর্য্য সব মায়েরা এমন করে হাসে কি করে,কোনো পার্থক্য নেই,
আমি লিখতে কিছুটা পারি তা আমি বুঝি, কিন্তু প্রকৃত মানুষ হিসেবে আমার প্রকাশ নেই বললেই চলে,আমি কখনোই আর সবার মত আমার মাকে জরিয়ে ধরে বলতে পারিনাই মা আমিও তোমাকে তেমন ভাল বাসি,তার পরও আমার মা কেমন করে যেন আমাকে বোঝে, মা জানে, আমার মনের কথা ,সব জানে।
মা আর বাবার ক্ষেত্রে আমি খুব বোবা মানুষ,এ দোষ আমার নই এ আমার প্রকৃতি
নীলাঞ্জনা নীলা
ঠিক বলেছেন ভাইয়া সকল মায়েদের হাসি একই। আর সব মায়েরা তাদের সন্তানদের জন্য একই প্রার্থনা করে ঈশ্বরের কাছে। আমি নিজেও তো একজন মা। অবাক হয়ে যাই আমার আর আমার মামনির চাওয়া নিজেদের সন্তানের জন্য এক। আমিও মামনিকে আজ পর্যন্ত জড়িয়ে ধরে বলতে পারিনি ভালোবাসি। বলা যায়না আসলে।
আপনার মায়ের প্রতি প্রণাম রইলো ভাইয়া।
রুম্পা রুমানা
মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। মেয়ের এমন ভালোবাসায় তিনি সিক্ত হয়ে আছেন আশা রাখছি। শুভ কামনা আপু….
নীলাঞ্জনা নীলা
মায়েরা তো এমনই হয়। অল্পতেই তুষ্ট। পৃথিবীতে সকলের বাবা-মা-ই আছেন একমাত্র যাদের কিছু না দিলেও তুষ্ট থাকেন।
অন্য কাউকে যতো কিছুই দেননা কেন, কিছুতেই সন্তুষ্ট করতে পারবেন না।
আপনার শুভেচ্ছাবাণী জানিয়ে দেবো মামনিকে। ভালো থাকুন রুম্পা।
অপার্থিব
কবিতাটা হৃদয় ছুঁয়ে গেল। জানাতে দেরী হলেও আপনার মায়ের প্রতি রইলো জন্মদিনের শুভেচ্ছা। ভাল থাকুক পৃথিবীর সব মা।
নীলাঞ্জনা নীলা
মন থেকে এই শুভেচ্ছা সে দেরী হলেও অনেক।
ভালো থাকুক পৃথিবীর সকল মা।
আবু খায়ের আনিছ
অনেক অনেক শুভ কামনা মায়ের জন্য।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাইয়া ধন্যবাদ।
ভালো থাকুন আপনিও।
মোঃ মজিবর রহমান
মামনির জন্মতে শুভেচ্ছা -{@
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন নিরন্তর।
মৌনতা রিতু
আন্টিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি আগেই। এখন এখানে দেরি করে দিয়ে আর মাইর খাইতে চাই না।
পুলিশ ব্যাটা খেয়ে আর কাম পায় নাই। একটা ধমক দিতে পারলে না !
নীলাঞ্জনা নীলা
আরে পুলিশ তো বুঝিইনি। সিভিল ড্রেসে ভোর সাড়ে পাঁচটার সময় বেবীট্যাক্সি আটকে দিলে পুলিশ না ছিনতাইকারী বুঝবো, বলো?
তবে আমি একটা কথা বলার পর ওরা ইন্সপেক্টরের কাছে নিয়ে গিয়েছিলো। বলেছিলাম দেখুন আজ যদি ট্রেন মিস হয় আমার, আপনারা টিকেট কেটে দেবেন। :p 😀 ইন্সপেক্টর আমার দিকে চেয়ে বললেন, আপনি যান। \|/
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জন্ম দিনে মাকে অনেক অনেক শুভেচ্ছা -{@ এমন মেয়ের মা হওয়াও ভাগ্যবতী -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে বাবা-মাকে নিজের কাছে এনে যেনো রাখতে পারি।
ভালো থাকুন সবসময়।