পাখোয়াজ বসন্তের গোপনীয়তায় হানা দেয় হলদে হয়ে যাওয়া ঘাস; ফড়িং-এর বুকে চিড় ধরে। যেমন করে ফুরিয়ে যাবার আগে বল্কল খসে পড়ে বিটপীর; বেঁচে থাকার জন্য গভীরভাবে আঁকড়ে ধরে, হাত বাড়ায়, আরো একটু রোদের সম্ভোগ, যদি আরো একটু, খুব অল্প --- পরিযায়ী পাখী এবং বৃক্ষ যেমন জানে মানুষের মাঞ্চিনিল মনের কথা। ভালোবেসে খুন, সুকৌশলী অভিনয় দিয়ে [ বিস্তারিত ]