ছোট্ট বেলায় ঢাকার নাখালপাড়া এলাকায় বাবা-মায়ের সাথে ভাড়া বাসায় থাকতাম আমরা।সেখানে আমার অনেক বন্ধু ছিলো।ডোনা,বিভা,ফুয়াদ আরও অনেকে যাদের নাম এখন আর মনে নেই। অদ্ভুত হলেও সত্যি ওদের এখনও মাঝে মাঝে মনে পড়ে। আমরা রান্নাবাটিও বরফ পানি খেলতাম। তারপর গ্রামে চলে এলাম,এখানেও স্কুলে সহপাঠী বন্ধু ছিলো অনেক। তাসলিমা, রোজিনা, মর্জিনা, নিলুফা মাসুদ, খোকন আরও অনেকে। যাদের [ বিস্তারিত ]