সাধ ছিল, ছিল স্বপ্ন, নাছোড় বান্দার মত,
হারানো-স্বপ্ন এখন-ও উঁকি দেয় পলাশ-প্রকৃতিতে,
পরিযায়ীর মত, আস্তে ধীরে;
লাফিয়ে ওঠা হৃদয় ছুটতে চায় দিগ্বিদিকে।
সতৃষ্ণ-স্বপ্ন তাকিয়ে থাকে উষ্ণতার নরম রোদ মেলে
সময়ের বাঁকে বাঁকে।
বুকের মাঝে জেগে থাকে ঘুম, নির্ঘুমের মত,
ঘুম, ঘুমাও এবার নির্বিঘ্নে, সময় জেগে থাকুক খোলা-বন্ধ চোখে,
ব্যগ্রতা-সংযত অপেক্ষা-হৃদয়ে;
ঝুঁকে-যাওয়া/ঝুঁকি-নেয়া সংক্ষিপ্ত জীবনে,
ঘুম জাগরণের মাঝে জ্বল-জ্বল করে জন্ম নেয়
আরদ্ধ এক প্রতিজ্ঞা অনবদ্য শৌর্যের অদৃশ্য বিশ্বাসে।
ছবি নেটের।
১৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক লাগল কবি দা
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
সাধ ছিল, স্বপ্ন ছিলো নাছোড়বান্দার মতো সেগুলো ছুটতে চায় পূর্ণতার আশে এবং পূর্ণ হবেই এই দৃঢ় বিশ্বাস বহাল রাখতেই হবে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
সাধ ছিল, ছিল স্বপ্ন, নাছোড় বান্দার মত,
হারানো-স্বপ্ন এখন-ও উঁকি দেয় পলাশ-প্রকৃতিতে,
পরিযায়ীর মত, আস্তে ধীরে;
লাফিয়ে ওঠা হৃদয় ছুটতে চায় দিগ্বিদিকে।
সতৃষ্ণ-স্বপ্ন তাকিয়ে থাকে উষ্ণতার নরম রোদ মেলে
সময়ের বাঁকে বাঁকে।
আহা!
কি ভালো লেখনী, দাদা।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
সাধ আর স্বপ্ন নাছোড় বান্দা হয়েই ঝুলে থাকে, আনন্দে ও বেদনায়।
আপনাকেও শুভেচ্ছা।
শামীম চৌধুরী
সাধ ও স্বপ্ন সত্যিই নাছোড় বান্দার মতন।
শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
নাছোড়-বান্দা সাদ আর স্বপ্ন-ই আমাদের বাঁচার পাথেও।
ভাল থাকবেন ভাই।
জিসান শা ইকরাম
লাফিয়ে ওঠা হৃদয়কে বেঁধে রাখতে হবে, যেন অন্য কোথাও যেতে না পারে।
এত সহজ করে লিখলে তো বুঝে যাবো সব কিছুই 🙂
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
কিছু তুলা-তুলা লেখা বের হয়ে যাচ্ছে নিমিষেই।
বাইন্ধা রাখতে হবে তমালের ডালে!!
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
জীবনের সব আশা ও স্বাধ পুরন হয় না।
তবুও চাইতেই হয়।
মনোমুগ্ধকর কবিতা।
শুভ কামনা রইলো ভাইয়া।
শুভ সকাল
ছাইরাছ হেলাল
তবুও আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন নিয়েই বাঁচি।
ধন্যবাদ।
আরজু মুক্তা
এখন অতোগুলো স্বপ্ন থেকে একটা পূরণ হলেই হয়।
ছাইরাছ হেলাল
এক-আধটায় কিচ্ছু হবে না, গুচ্ছ গুচ্ছ স্বপ্ন-পূরণ চাই।
ভাল থাকুন।
অনুগল্প চাইতেই পারি।
খাদিজাতুল কুবরা
মানব মনের সহজাত প্রবৃত্তি আর নিষ্ঠুর নিয়তি আজন্ম কাল সাংঘর্ষিক,
স্বপ্নরা স্বপ্ন বুননে ব্যস্ত থাকুক আর নিয়তি তার সময়কে বয়ে চলুক,
আমরা শুধু পুতুল নাচের দর্শক, কিংবা অধিনায়ক।
জীবন চলুক জীবনের নিয়মে।
স্বপ্নের সর্গ ধরা দিবে একদিন দেহ – প্রাণে।
আপনার সুন্দর কবিতা পড়ি আর বিমোহিত হই।
ছাইরাছ হেলাল
আপন্য়নারা নিমিত পড়েন বলেই লিখতে পারছি।
ভাল থাকবেন।
খাদিজাতুল কুবরা
কবিতাটি প্রিয়তে নিলাম
ছাইরাছ হেলাল
একান্ত-ই আপনার বদান্যতা।
আবার ও ধন্যবাদ।