ঝুঁকে-যাওয়া জীবন

ছাইরাছ হেলাল ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ০১:২০:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

সাধ ছিল, ছিল স্বপ্ন, নাছোড় বান্দার মত,
হারানো-স্বপ্ন এখন-ও উঁকি দেয় পলাশ-প্রকৃতিতে,
পরিযায়ীর মত, আস্তে ধীরে;
লাফিয়ে ওঠা হৃদয় ছুটতে চায় দিগ্বিদিকে।
সতৃষ্ণ-স্বপ্ন তাকিয়ে থাকে উষ্ণতার নরম রোদ মেলে
সময়ের বাঁকে বাঁকে।

বুকের মাঝে জেগে থাকে ঘুম, নির্ঘুমের মত,
ঘুম, ঘুমাও এবার নির্বিঘ্নে, সময় জেগে থাকুক খোলা-বন্ধ চোখে,
ব্যগ্রতা-সংযত অপেক্ষা-হৃদয়ে;
ঝুঁকে-যাওয়া/ঝুঁকি-নেয়া সংক্ষিপ্ত জীবনে,
ঘুম জাগরণের মাঝে জ্বল-জ্বল করে জন্ম নেয়
আরদ্ধ এক প্রতিজ্ঞা অনবদ্য শৌর্যের অদৃশ্য বিশ্বাসে।

ছবি নেটের।

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ