পিপীলিকা আজ পথ খুঁজে নেয় আঁকাবাঁকা,
কেউ শুধায় না কোথা যাও একা একা..
ঐ ফুল আজো ফোটে বনে, যায় সে মধু আহরনে,
তবু থমকে দাঁড়ায়, যদি পায় কারো দেখা…..
এক যে ছিলো উদাসী…
সুর তার এলোমেলো, মন তার আলাভুলো
দুপুর রোদে গল্প বলি রোজ,
আমি আর উদাসী, দুজন যেনো মন ভুবনের সন্ন্যাসী……
ছায়া ছায়া গোলাপ জড়ায় কিসের মায়ায়,
ছায়া সরে যায়, শুধু মায়া রয়ে যায়
রঙিন গোলাপ নতুন রঙে রাঙায়,
রঙও ঝরে যায়, তবু রঙের তুলি যেনো রয়ে যায় …
আকাশে তাকানো মানা,বারন শোনেনা মন পথিক
নিয়ম মানায় বাধ্য করে রেড সিগন্যাল এর ট্রাফিক…
দিন যায় কথা থাকে
ফুল ঝরে যায় তবু স্মৃতি রাখে,
কথারা ফুরাবে যেদিন,
স্মৃতিরাও হারাবে হয়তো কোন বাঁকে ……
u and me raindrop
will be high in the sky top
lets play with the scissor
all sorrows go away, crop crop crop….
এটা কি কোন ফানি পোস্ট? নটি বিল্লি :p
বিঃদ্রঃ আমার কিছু প্রিয় ছবি নিয়ে এই পোস্টটি উৎসর্গ করলাম জিসান শা ইকরাম ভাইকে, যার ইচ্ছের হাত ধরে আমি সোনেলায় এসেছি, লেখার জন্য প্রথম অনুপ্রেরনা পেয়েছি … ধন্যবাদ আপনাকে ভাইয়া…
ফেসবুকের একটি পোস্টে রেইন ড্রপের ছবিটা দিয়েছিলাম, লিখাটা ইংরেজিতে ছিল, ওটা আর পরিবর্তন করতে ইচ্ছে হলোনা… এখানে ইংরেজি লেখা বারন, আশা করি কেউ কিছু মনে করবেন না, করলে খবর আছে , হুম 🙂
২২টি মন্তব্য
নীলকন্ঠ জয়
উৎসর্গ ভালো হয়েছে। এমন সুন্দর উৎসর্গ দেখে ভাইয়া নিশ্চয়ই অনেক খুশি হবেন। ছবিগুলোর সাথে মর্মকথাগুলোও সুন্দর।।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ নীলকন্ঠ … -{@
জিসান শা ইকরাম
ছবি আর প্রতিটি ছবির সাথে মিলিয়ে কথাগুলো মিলে অনেক সুন্দর এক পোস্ট ।
অনেক অনেক ভালো লাগা জানালাম ।
যাকে উৎসর্গ করলেন সে খুব খুশি হবে নিশ্চিত।
লেখার গুন আছে বলেই শুন্য শুন্যালয় লিখতে পারছেন।
এতে উৎসাহ দাতার খুব বড় কৃতিত্ব নেই ।
সে শুধু লাইটের সুইজটি অন করে দেখিয়েছে , দেখুন এখানে কত আলো ।
শুভ কামনা সব সময়ের জন্য , শুন্য শুন্যালয় -{@
শুন্য শুন্যালয়
সে শুধু লাইটের সুইচটি অন করে দেখিয়েছে , দেখুন এখানে কত আলো …
বাহ্…পথে সবাই চলে নিজের পায়ে, তবু একজন পথপ্রদর্শক চাই…
শুভকামনা আপনার জন্যেও … -{@
মা মাটি দেশ
(y) ছবি সহ অসম্ভব ভাললাগা ভালো মনের এক জন মানুষকে উৎসর্গ করা পোষ্টের জন্য আমরা সাধুবাদ জানাই শুন্য শুন্যলয়কে। -{@ (3
শুন্য শুন্যালয়
ধন্যবাদ মা মাটি দেশ ভাইয়া কে আমার পোস্ট পড়ার জন্য আর ভালো লাগার জন্যে …
লীলাবতী
সুন্দর ছবি
সুন্দর কথা
সুন্দর পোস্ট
সুন্দর মনে মানুষ এর পোস্ট
সুন্দরকে উরসর্গ
সব সুন্দর এক স্থানে -{@
শুন্য শুন্যালয়
হুম সুন্দর লীলাবতী র সুন্দর কমেন্ট … 🙂 -{@ (3
ছাইরাছ হেলাল
আগের মত করে আবার ও বলি , লেখা ছবির সুন্দর সমন্বয় ।
উৎসর্গ যথার্থ ।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ছাইরাছ ভাইয়া …শুভকামনা -{@
বনলতা সেন
এখন দেখছি ছবি তোলা শিখতে হবে ।
শুন্য শুন্যালয়
অনিয়মিত হয়ে গেছেন বনলতা দি…
আপনিও ছবি দিলে তখন আমার গুলো কেউ দেখবে না… 🙁
ওয়ালিনা চৌধুরী অভি
ছবি ব্লগ এত সুন্দর হয় , আগে ধারনা ছিলনা । খুব ভালো লেগেছে -{@ (y)
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ অভি আপু… -{@
শিশির কনা
ছবির এত সুন্দর সুন্দর ক্যাপশন দিলে শিরোনাম সংকট তো হবেই :p বিল্লিটা তো খুবই দুষ্ট । 🙂 -{@
শুন্য শুন্যালয়
হুম মহা দুষ্ট … আমাকে জিহ্বাও দেখাইছে …
ছাইরাছ হেলাল
কোন সঙ্কট নেই ।
ভাল লেখা ভাল ছবি বেশ হচ্ছে কিন্তু ।
শুন্য শুন্যালয়
তবে আমি শিরোনাম দিতে বরাবরই সংকটে পরি…
রাতুল
সুন্দর কিছু ছবির সাথে সুন্দর কিছু কথা।
সুন্দর পোস্ট 🙂
শুন্য শুন্যালয়
ধন্যবাদ রাতুল ভাইয়া … -{@
খসড়া
ছবি বর্ননা দুইই খুব ভাল লাগল।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ খসড়া ভাইয়া … অনুপ্রেরণা জারি রাখবেন আশা করি… ভালো থাকুন… -{@