একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার কাছে কি “সোনেলা” শুধুই একটি ব্লগ? নাকি একটি পরিবার, একটি ভালোবাসা?
আশা করি সকলের কাছ থেকে উত্তর পাবো।
এবার আসি মূল প্রসঙ্গে। সোনেলা ব্লগের যাত্রা শুরু খুব বেশি দিন নয়। কিন্তু ব্লগার এবং পাঠকদের কাছে এই ব্লগটি অতি অল্প সময়েই ব্যাপক সাড়া পেয়েছে। যা নবীন একটি ব্লগের জন্য ঈর্ষনীয় সাফল্য। এই সাফল্যের নেপথ্যের কারিগরদের জানাই আন্তরিক অভিনন্দন। সাথে সাথে সকল ব্লগারদের সোনেলার সাথে থাকার জন্য, সোনেলার পথ চলার সঙ্গী হওয়ার জন্য জানাই সাধুবাদ।
আড্ডা দিতে আমরা কে না ভালোবাসি? কিন্তু সেই আড্ডাটা যদি হয় সোনেলায়? কেমন হবে?
আমাদের প্রিয় সোনেলা ব্লগে সাপ্তাহিক “সোনেলা আড্ডা” নামে একটি পর্ব আয়োজন করতে চাই। যেখানে আড্ডার সাপ্তাহিক বিষয়বস্তু উল্লেখ থাকবে। আড্ডা শুরু হবে সপ্তাহের শুরুতে। চলবে সপ্তাহ জুড়ে/ নির্দিষ্ট দিনব্যাপী। আড্ডার বিষয়বস্তু হবে খুব সহজ। হয়তো এমন কোন বিষয় যেগুলো নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে কিংবা হয়েছে/ এমন কোনও প্রশ্ন যার উত্তর নিয়ে এখনও দ্বন্দ আছে/ নিজেদের ভালো-লাগা,মন্দ-লাগা ইত্যাদি সবকিছুই।
এর ফলে নিজেদের মাঝে সম্পর্কটা আরোও গভীর হবে। নিজেদের জানাশোনাটাও বাড়বে। একটি পরিবারের মতই সোনেলা এগিয়ে চলুক ভালোবাসার দ্বীপ জ্বালিয়ে, বন্ধুত্বের জয়গান গেয়ে।
সোনেলা আড্ডা নিয়ে কয়েকটি কথাঃ
১/ আড্ডার বিষয়বস্তু হবে শিক্ষণীয়। মজার মজার হাস্যরসাত্মক বিষয় নিয়েও আড্ডা হতে পারে মাঝে মাঝে।
২/ আলোচনা-সমালোচনার মাঝে ব্যক্তিগত মতপার্থক্য যুক্তির মাধ্যমে তুলে ধরতে হবে এবং যুক্তি দ্বারাই যুক্তি খন্ডন করতে হবে।
৩/ কোন রাজনৈতিক বিষয়, স্বাধীনতা পরিপন্থী এবং দেশ বিরোধী আলোচনা এখানে স্থান পাবে না।
কয়েকটি উদাহরণঃ
* আপনি আপনার মা’কে কোন বিশেষণে বিশেষায়িত করবেন?
* বারমুডা ট্রায়াঙ্গেল কি আদ্যোও সত্য্ নাকি কল্পকাহিনী?
* আপনার মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্থান কোনটি?
* বিজ্ঞান আর ধর্মের মূল পার্থক্য কোথায়?
* ভালোবাসার মানুষটিকে দেওয়া প্রথম উপহার হিসেবে আপনি কি দিবেন?
* আপনার পড়া শ্রেষ্ঠ উপন্যাস/ গল্প কোনটি? বিস্তারিত বলুন… ইত্যাদি ইত্যাদি।
এছাড়া প্রতি মাসে “সোনেলায় প্রিয়মুখ” নামক পর্বে একজন ব্লগারের সাথে জম্পেশ আড্ডা চলবে।।
প্রস্তাব দুইটি নিয়ে সোনেলা ব্লগ আগ্রহ প্রকাশ করেছে । তবে যাদের নিয়ে সোনেলার পথচলা তাদের মতামত ছাড়া কিছুই সম্ভব নয়।
আমি একটা প্যাটার্ণ দিয়েছি। সবার উন্মুক্ত আলোচনায় আদর্শ একটি রূপরেখা পেয়ে যাবো এই পোষ্টের মাধ্যমে।
*ধন্যবাদান্তে*
~নীলকন্ঠ জয়।
৬৬টি মন্তব্য
হলুদ পরী সাদা নাকফুল
(y)
নীলকন্ঠ জয়
ধন্যবাদ।
কিন্তু প্রশ্নের জবাব তো দিলেন না??
হলুদ পরী সাদা নাকফুল
আমি একমত আপনার সাথে।
নীলকন্ঠ জয়
🙂 🙂
"বাইরনিক শুভ্র"
আইডিয়া খারাপ না । তবে শুধু শিক্ষণীয় বিষয় নিয়েই কেন আমার মনে হয় হাস্যকর বা একেবারেই স্বাভাবিক কিছু নিয়েও আলোচনা করা যায় ।আর রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে । “সোনেলায় প্রিয়মুখ” এই বিষয়টা বাদ দেয়াই ভালো । এতে মন কষাকষির একটা সম্ভাবনা আছে ।
সোনেলা আমার কাছে শুধুই একটা ব্লগ । তবে এই ব্লগের কয়েকজন লেখক এবং পরিচালকদের সাথে আমার ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়েছে । অনেকদিন অনুপস্থিত ছিলাম আশাকরি নতুন লেখকদের সাথেও একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে । 🙂
নীলকন্ঠ জয়
খুব সুন্দর করে আপনার মতামত তুলে ধরেছেন শুভ্র। পরের বিষয় নিয়ে অন্যান্যদের মতামতও দেখতে চাই। সবাই কি বলে দেখি। হ্যা স্বাভাবিক / হাস্যরসাত্মক বিষয় গুলো স্থান দেওয়া যেতে পারে। আমি একটা প্যাটার্ণ দিয়েছি মাত্র। আলোচনায় সুন্দর একটা রূপরেখা পেয়ে যাবো নিশ্চয়ই।
সোনেলায় থাকুন। সোনেলাকে নিয়ে আপনার অভিব্যক্তি জেনে ভালো লাগলো।
ধন্যবাদ। -{@
রাতুল
ভালোই তো !!! করা যায় এমনটা। (y)
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ প্রিয় রাতুলকে।
প্রশ্নের উত্তর কোথায়?
রাতুল
কোনটা ? সোনেলা শুধুই ব্লগ কি না, এটা ???
হা হা হা !!!!! উত্তর বুঝে নিন :p :p
নীলকন্ঠ জয়
রাতুল উত্তর না দিলেও মনের কথা বোঝা যায়। ধন্যবাদ প্রিয় ভাই।
জিসান শা ইকরাম
সোনেলা একটি ব্লগ পরিবার । একটি পরিবারের মাঝে যেমন সবার সাথে সুন্দর ভালোবাসার একটি সম্পর্ক থাকে , সোনেলাও তেমনি। এখানে কেউ কারো শত্রু নয় , হবেও না কোনদিন। পরিবারের শান্তি বিনষ্টকারীদের কঠোরভাবে দমন করা হবে। প্রথম থেকে আমরা যারা সোনেলায় আছি , তাঁরা এটিকে পরিবারই ভাবি ।
প্রস্তাবটিতে নতুনত্ব আছে । ব্লগারদের মাঝে পারস্পরিক বোঝাপড়ার জন্য এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাবে সোনেলা এমন বিশ্বাস আছে আমার ।
মতামত আসুক আরো —
নীলকন্ঠ জয়
আমি কিন্তু সোনেলায় তুলনামুলকভাবে নতুন। তবে আমার মিশে যাওয়ার গুণ নয়, বরং সোনেলা পরিবারের ভালোবাসা আমাকে খুব সহজে আপন করে নিয়েছে। এজন্য কৃতজ্ঞ সকলের কাছে।
প্রস্তাবনায় সমর্থন দিয়েছেন জেনে ভালো লাগছে। 🙂
প্রিন্স মাহমুদ
^:^
মা মাটি দেশ
আমি ভাই সাধারন।আপনাদের মত এত জ্ঞান বুদ্ধি নেই তবে একেবারে গোবর নই যার প্রমান আপনার কমেন্টসে পেয়েছি ।আমি সত্যিই অভিভূত, আনন্দিত এ রকম একটি উদ্দ্যেগের প্রস্তাব আসায়।আমি এক মত এবং কৃতজ্ঞার সাথে অনুরোধ জানাব আমাদের প্রিয় এক পরিবার সোনেলাকে প্রস্তাবটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করার।
নিরপেক্ষ,দেশের স্বার্থে,ঐক্যের খাতিরে জাতীয় স্বার্থে রাজনৈতিক বিষয় যোগ করলে মন্দ নয় কারন আমরা যারা ব্লগার আমাদের বয়স কিন্তু…(y) অন্যায়ে প্রতিবাদ যে ভাবে পারি করা,আর সত্যটাকে আরো শালীন যুক্তি তর্কের মাধ্যমে জানা,কারন দেশকে দিতে হবে আগামী দিনের যোগ্য নাগরিক।
আর বাদ বাকী গুলো নীল কন্ঠ জয়ের সাথে একমত।
ছবির কে বি বাড়িয়ে ফটোগ্রাফার/আর্ট এক্সিভিশন সপ্তাহে ১/২ অথবা একদিন বিষয় শুধু মুক্তি যুদ্ধ এবং বাংলার প্রাকৃতিক আয়োজন করা যেতে পারে।
সাথে আছি ছিলাম থাকব।ধন্যবাদ।
নীলকন্ঠ জয়
কে বলেছে আপনি সাধারণ???
এই যে কথাগুলো অসাধারণের মতো বলে ফেললেন? আশা করছি সামনের সপ্তাহ থেকেই নতুন এই আয়োজন প্রাণ পাবে।
ধন্যবাদ ।সোনেলার সাথেই থাকুন।
নীলাঞ্জনা নীলা
একটি ব্লগ , যেখানে সবার মাঝেই পারিবারিক বন্ধন আছে ।
প্রস্তাবটি সুন্দর ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ নীলা দি।
জয় হোক সোনেলার।
শুন্য শুন্যালয়
শুভ্র র সাথে একমত আর আপনার এই সুন্দর প্রস্তাবের জন্য সাধুবাদ …হুম এমন হলে পরিবারের সবাইকে জানা যাবে কাছ থেকে…সোনেলায় কারো ওপর কারো মন কষাকষি র সুযোগ দেয়া হবে না…সমালোচনা আলোচনা সব সামনাসামনি …
অনেক ধন্যবাদ নীলকন্ঠ -{@
নীলকন্ঠ জয়
হ্যা তবে দ্বিতীয় বিষয়টা নিয়ে ভাবতে হবে। আপনাকেও ধন্যবাদ শুন্য। -{@
রিমি রুম্মান
ব্যস্ততার মাঝেও সোনেলায় আসি একান্তই ভাললাগা থেকে। পরিচ্ছন্ন ব্লগ।সবাইকে পরিবারের সদস্য মনে হয়। আড্ডা কিংবা মত প্রকাশের মাধ্যমে বন্ধন দৃঢ় হবে। সচেতন নাগরিক হিসেবে রাজনৈতিক বিষয় গুলো নিয়েও আলোচনা হতে পারে যুক্তি তর্কের মাধ্যমে, কাঁদা ছোঁড়াছুড়ি ছাড়া। উদ্যোগ স্বাগত জানাই। ধন্যবাদ।
নীলকন্ঠ জয়
এই ভালোলাগা সোনেলাকে ভালোবাসা। খুব ভালো লাগবে আরো সময় দিলে। হ্যা আমরা আসলেই একটি পরিবার।
সহমতের জন্য ধন্যবাদ। রাজনীতির বিষয়টাও ভেবে দেখা হবে।
প্রিন্স মাহমুদ
আমি সাথে আছি । অংশগ্রহন করবো । তবে মুখ্য ভাবে না । যেহুতু পরিবার এটা সেহুতু সবাইকে খোঁচা দেবো ।
আচ্ছা , আমরা সবাই সবার ক্লোজ না , এই ব্লগে একজন একজনের ক্লোজ এরকম আছে । ধরেন , আমি জয়রে চিনি আমি তাঁর নামে একটা লেখা দিলাম । নিজের নামে না । শুধু মজার জন্য । উল্টাপাল্টা কাম কাইজ করতে হলে আমারে ডাক দিবেন । নাক ভরা সর্দি নিয়া চলে আসব :=
নীলকন্ঠ জয়
উল্টাপাল্টা কাম কাইজ করতে হলে আমারে ডাক দিবেন । নাক ভরা সর্দি নিয়া চলে আসব :=
হাহাহা ভালো লাগলো। হ্যা সবাই একত্রে আলোচনা, সমালোচনা, তর্ক-বিতর্কে মেতে উঠলে সবাই আরো একটু ক্লোজ হতে পারবো। সোনেলায় সবার পদচারণা বাড়বে।
ধন্যবাদ।
রিমি রুম্মান
বৈকালিক চা খেতে খতে মন্তব্যগুলো পড়ছিলাম। শেষ লাইনটি পড়ে আমার আর বাকী চাটুকু খাওয়া হলনা__!! 🙁
নীলকন্ঠ জয়
😀 😀
আদিব আদ্নান
অনেক সুন্দর ভাবনা ।
একটি পাইলট প্রজেক্ট নিয়ে নিজেদের পরীক্ষা করে পারি সহনশীলতার ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ আদিব। কিন্তু প্রশ্নের উত্তর কই??
আদিব আদ্নান
আমি তো আড্ডা চালুর পক্ষেই , যে কোন একটি নিয়ে শুরু করুণ আপনি ।
নীলকন্ঠ জয়
🙂 -{@
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
আমি সাথে আছি ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ দাদা। কিন্তু প্রশ্নের উত্তর দিলেন না। 🙁
শাদমান সাকিব
আমি মুভি নিয়ে আলোচনায় আগ্রহী ।
কোন এক আড্ডায় এটিও অন্তর্ভুক্ত করার দাবী রাখছি ।
নীলকন্ঠ জয়
হুম অবশ্য্যই মুভি নিয়ে পর্ব থাকবে। ধন্যবাদ প্রিয়।
খসড়া
ভাল প্রস্তাব। সহমত।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ প্রিয় খসড়া আপনাকে।
শিশির কনা
আমার কাছে সোনেলা একটি পরিবার । দারুন প্রস্তাব , সাথে আছি ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ শিশির কনা। (y)
স্বপ্ন
পরিবার ঠিক ভাবি না , তবে নিজের মনে হয় সোনেলা ব্লগকে । আড্ডার প্রস্তাবটি অভিনব । রাজি রাজি 🙂
নীলকন্ঠ জয়
(y) -{@
তন্দ্রা
জয় সেই বিডি ব্লগ এ আমরা যেভাবে মজা করতাম খুব সুন্দর, কিন্তু মনে খুব জ্বালা তারা আমাদের মনের কষ্ট বুঝলনা। আমি ভালো আড্ডা দিতে পারিনা, তা আপনি ভালো করেই জানেন। তারপরও আপনাদের সাথে আমার থাকা চাই কারন দিতে পারবনা আড্ডা তাই বলে কি অংশ গ্রহন করব না, তাই কি হই?
এখন জুবায়ের সহ অনেক এর সাথে কথা হই।
তবে বিডিব্লগ বন্ধ্বের পর অনেক ব্লগে খুরপাক খেয়েছি কিন্তু মন ভোরে নাই। কিন্তু অজানা কিভাবে নেটে ঘুরতে ঘুরতে সোনেলায় উপস্থিত এসেই দেখি আপনি এবং অতি শ্রদ্বাশীল বড় আপু এবং স্বাধীনতার অন্যতম ধারক শিরীন আপুকে। মন ভোরে গেল। তারপর কয়েকদিন ঘুরলাম তারপর ঠুকে পড়লাম।
কারন মনে পরে সেই মুক্তি যুদ্ব জাদুঘরে আমাদের যাওয়া, কাদের মোল্লার আলুব্দি গ্রাম, যেখানে ছিল ইন্ডিয়ান এক ভদ্র মহদ্বয়, জুবায়ের, আইরীন আপু, মিঠু, রাজ, সুকান্ত বাবু সহ অনেকে।
তারপরও বিডি ব্লগের জন্ম দিন পালন অনেক সৃতিই মনের অজান্তেই ভেসে উঠে।
তবে শুরু হক জয়ের আনন্দ আড্ডা।
খুব ভালো প্রস্তাব।
আমি কিন্তু পাঠক ও স্রোতা আপনাদের মাঝে। হক জমিয়ে আড্ডা দেবেন শুনব আর দেখব সকল একে অপর কে।
আপনার বারতা ছরিয়ে পরুক সবার মনের খের খাতায়।
জেনে জাক এক অপরকে।
ভালো থাকুন।
নীলকন্ঠ জয়
এখানে নাজনিন আপুও আছে। বিডি’র “নগর নাব্য” সম্পাদক। আছে মিঠুও অন্য নিকে। 😀
বিডি’র সেই প্রোগামগুলোও আজও স্মৃতি হয়ে কাঁটা দেয়। একবছর মনের দুঃখে কোথাও লিখিনি। ভালো-পরিচ্ছন্ন,মুক্তিযুদ্ধের পক্ষের ব্লগ খুজে ফিরেছি। সোনেলা আমাকে হারানো তৃপ্তি ফিরিয়ে দিচ্ছে। এই ব্লগ অনেক বড় ব্লগ হবে।
মডুদের ভালোবাসাও মুগ্ধ করেছে। সঞ্চালক সাহেব আন্তরিক মানুষ। সবার সহযোগিতা পেলে এই ব্লগকে আমি বিডি’র মত অনেক কিছু দিতে পারবো। আড্ডা আইডিয়াটা অনেক আগের। সোনেলা এর জন্য দারুণ প্লেস। সবাই কতো ভালো এখানে দেখেছেন?
আপনি আসল নিকে লিখলে খুশি হবো। শুভেচ্ছা জানবেন।
জিসান শা ইকরাম
প্রথম আড্ডার টপিকস টা একটু হালকা ফান টাইপ হলে ভালো হয়।
গভীর কোন বিষয় না হওয়াই ভালো প্রথম আড্ডায় 🙂
নীলকন্ঠ জয়
হ্যা ঠিক বলেছেন। কিন্তু আড্ডার দিনক্ষণ ঠিক করার দ্বায়িত্ব আপনার। এমন হলে মনে হয় ভালো হয়। বৃহস্পতিবার রাত ১২ টা থেকে শনবার রাত ১২টা পর্যন্ত আড্ডা চলবে প্রতি সপ্তাহে? অথবা সপ্তাহ জুড়ে??
প্রিয় ভাইয়ার উত্তরের অপেক্ষায় রইলাম।
জিসান শা ইকরাম
বৃহস্পতি থেকে শনিবার করা যায় , আবার সোম- মঙ্গল করা যায়।।
সবার আসলে কি বার সুবিধা হবে তা জানতে পারলে ভালো হতো ।
নীলকন্ঠ জয়
সোম-মঙ্গল নাকি বৃহস্পতি -শনি আসলে দুইটার পক্ষেই যুক্তি আছে। চিন্তা করে একটা সমাধানের দ্বায়িত্ব কিন্তু আপনার হাতেই ছেড়ে দিলাম ভাইয়া।
জিসান শা ইকরাম
আচ্ছা ঠিক আছে 🙂
লীলাবতী
সোনেলা আমাদের পরিবার । দারুন আইডিয়া । অপেক্ষা করছি ।
নীলকন্ঠ জয়
অপেক্ষায় আছি আমিও। 😀
ধন্যবাদ লীলাবতী দি।
তন্দ্রা
হ্যাঁ জিসান ভাইয়া ঠিক করলেই সব চেয়ে ভালো।
হ্যাঁ জয়দা, বিডি মত সোনেলা সুন্দর সাপোর্ট দেয় ব্লগারের চাহিদা মতাবেক যা সবথেকে ভালো লেগেছে বলেই ইন করেছি।
তাছাড়া আমি পড়ি আর মাঝে মাঝে কমেন্ট করি। আমি তো ভালো লিখতে পারিনা। মনের খোরাকের জন্য আপনাদের দারস্থ।
নীলকন্ঠ জয়
এখানে অনেকে ভালো লেখক আছে। কিন্তু আমাকে তাদের দলে জড়িয়ে তাদের মানকে খাটো করবেন না ভাই। তবে আন্তরিকতায় সবাই ১০০তে ১০০।
হ্যা জিসান ভাইয়া যেমনটি বলে।
সোনেলার সঙ্গেই থাকুন।
ছাইরাছ হেলাল
আমার কিন্তু তর সইছে না , যদিও আমি আড্ডাবাজ নই তবুও
সবার সাথেই থাকতে চাই ।
নীলকন্ঠ জয়
সবুরে মেওয়া ফলে। একটা সমাধান দিন আগে আড্ডার দিন কোনটি বেটার?
শনি থেকে বৃহস্পতি নাকি সোম-মঙ্গল বার?
শুন্য শুন্যালয়
সোম মংগলের ঘোরতর বিপক্ষে, আর আমাকে ছাড়া আড্ডা দিলে আমি কিন্তু ..আমি কিন্তু 🙁
আড্ডার বিষয়বস্তু কিভাবে নির্বাচন হবে, সেরকম আইডিয়া দিন নীলকন্ঠ …
নীলকন্ঠ জয়
থাক থাক কান্না থামান শুন্য। সবার কথাই ভাবতে হবে। শুক্র-শনি হলে অনেকের সুবিধা যে ছুটির দিনে আড্ডা দিবে। কিন্তু অনেকের কিন্তু আড্ডায় সমস্যা হবে ঐ দুই দিনে। কারণ খেয়াল করে দেখবেন আমাদের বেশ কয়েকজন কিন্তু অফিস আওয়ারে সোনেলায় আসেন। অনেকেরই বাসায় নেট কানেকশন নেই।
আপনি চাইলে আমার ইনবক্সে বিষয়বস্তু প্রপোজ করতে পারেন। প্রথম টপিক্স ফানি হবে। \|/
বনলতা সেন
আমিও মাঝে-মধ্যে একটু আড্ডাইতে চাই সবার সাথে , যদিও ক্ষাণিকটা অনিয়মিত হয়েই ।
এবং অভ্যস্ততা বৃহৎ শূন্যের কোঠায় । পোড় খাওয়ারা সহজেই মানিয়ে নেবে সহজাত বদান্যতায়
নবীনদের সাথে নিয়েই । স্টিকি করে বেশ আট-ঘাট বেঁধে আয়োজনের প্রচেষ্টাটিকে দেখে ভালই লাগে ।
চলুক , সাধ্যানুযায়ী সাড়া দেয়ার ইচ্ছে রইল ।
নীলকন্ঠ জয়
বনলতা দি’কে বেশ কম পাই এখন। 🙁
আটসাট বেঁধে সকলকে একই বাঁধনে বেঁধে ফেলতে চাই। 😀
নিয়মিত পাই যেন সোনেলায়। :T
ওয়ালিনা চৌধুরী অভি
আড্ডা ভালো লাগে -{@
নীলকন্ঠ জয়
🙂 আড্ডায় উপস্থিত থাকা চাই নিয়মিত। :T
আবু জাঈদ
valo prostab, pashe achi, pashei thakbo
নীলকন্ঠ জয়
অনেক খুশি হলাম। শুভেচ্ছা জানবেন। 🙂
মর্তুজা হাসান সৈকত
আমার ভালো লেগেছে। এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হতে পারে, ‘কীভাবে শুরু হবে, কীভাবে এগিয়ে যাবে।’ তবে মূল প্রস্তাবটির ভিত্তি অবশই অক্ষুণ্ণ রাখা চাই। অশেষ ধন্যবাদ এমন সুন্দর একটি প্রয়াসের জন্য।
নীলকন্ঠ জয়
জেনে খুব ভালো লাগছে। সাথেই থাকুন। -{@
তাপসকিরণ রায়
আড্ডা দেবার ব্যাপারটা মন্দ নয়–যদিও কতটা সময় আমি দিতে পারবো জানি না।তবে প্রিন্ট প্রকাশনার প্রস্তাব থাকলে আরও খুশি হতাম।সম্পাদক মণ্ডলীর কাছে এ প্রস্তাব রাখলাম।ধন্যবাদ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ দাদা। আপনার প্রস্তাবনা ব্লগ টীমের নজরে আসবে নিশ্চয়ই।
শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
ব্লগটা এখনো নতুন বলা চলে ।
তবে খুব দ্রুত প্রসার ঘটছে এটি ।
এই মুহূর্তে প্রিন্ট প্রকাশনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া খুব ঝুকির ।
ব্লগ টীম চাচ্ছে – ব্লগারদের মাঝে আন্ত যোগাযোগ টা বৃদ্ধি পাক সোনেলাতে – এরপর অবশ্যই হবে।
একটিভ এবং স্থায়ী ব্লগার কিন্তু খুব বেশী নেই এখানে 🙂
নীলকন্ঠ জয়
সহমত জিসান ভাইয়ার সাথে। তবে আগামীবার যেনো মিস না হয়? 🙂