
তাজা কবর দেখে থমকে যেয়ে কাছে ঘেঁসে দাঁড়াই,
দেখি, লবণ-চোখ-স্বজনেরা ছুঁড়ে দিচ্ছে
মুঠো মুঠো মাটি, কান্না উগড়ে, চেপে রেখেও;
অশ্রুহীন আমি! ভাবি————-
রোজ ই তো কত কত কত্তজন হারিয়ে যাচ্ছে
মৃত্যু-নিয়ম মেনে,
অনাথ শিশু আর অকাল বৈধব্যরা ও সংখ্যা বাড়াচ্ছে;
ঘাটের মরারা ও বেহদ টিকে যাচ্ছে
বেপরোয়া ব্যারাম কে তুচ্ছ-তাচ্ছিল্যের তুড়ি মেড়ে,
বিরহ কাতরতার সর্বান্তকরণে;
শুধুই ফেলে আসা আলোক আলোক প্রেমম প্রথম সুখ মুহূর্তগুলোতে
ফিরেও যেতে চায়, নির্জনতার সুখ-চুম্বনের হাত ধরে ধরে,
অসম্ভব-স্বপ্ন জেনে-বুঝেও স্মৃতির বৈঠকখানায় গা-এলায়,
অমরত্ব যখন শুধুই হাসে
অলীক যাপনের সামান্য যতিচিহ্নহীন স্থায়িত্বে;
স্বগতোক্তির বীণ বলছে, আসতে হবে তো বাছা!! তৈরি তো?
ছবি নেটের।
১৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনা গভীর এক অনুভূতি দোলা কবি দা
ছাইরাছ হেলাল
ভাল থাকুন।
মোঃ মজিবর রহমান
এসেছি আমি তোমার পানে
পিঁছে পিঁছে হবে তোমারই মত
যা রেখে দেবে আপন মত।
ছাইরাছ হেলাল
আমি আপনার সাথেই যেতে চাই।
ধন্যবাদ।
বন্যা লিপি
আমাদের আত্মোপলব্ধি গুলোই শুধু লিপিবদ্ধ রেখে যাই…. ” ঘাটমরারাই ঠিক টিকে যায়…. ব্যামোর মুখে তুড়ি মেরে।”
ধুর…. আমিও ভুলেছি মন্তব্যের ভাষা। খুড়িয়ে চলতে চলতে দুপায়ে হাঁটা শুরু করলেই আবার ফিরব স্বমহিমায়। ততদিন একটু সহ্য টহ্য কইরেন আর কী!!!
ছাইরাছ হেলাল
ব্যাপার না কোন, আমরা সবাই সোনেলা হবো।
ভাল থাকবেন।
হালিমা আক্তার
গভীর অনুভবের প্রকাশ। সবাই কে ফিরে যেতে হবে। অমরত্বের বর কে পেয়েছে কবে। সঠিক মন্তব্যের পেলাম না ভাষা। জানিনা এলোমেলো লিখে রেখে গেলাম।
ছাইরাছ হেলাল
ডাক শুনি বা না শোনার ভান করি, ফিরতে আমার হবেই।
আরে ভাষার কী আছে!! আপনি ঠিক ঠাক বুঝে ফেলেছেন, এটাই অনেক।
ভাল থাকুন এ সময়ে।
বোরহানুল ইসলাম লিটন
মৃত্যু জেনেও মন চির অমরত্ব খুঁজে
এটাই হয়তো জগতের মোহ।
সুন্দর অনুভবে অনন্য সৃজন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
নিয়মিত মন থেকে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
হালিম নজরুল
আমিও ফিরে যাব। তার আগে দেখা হোক সফল এই কবির সাথে।
ছাইরাছ হেলাল
আমি ফিরমু না, আপনাকে না দেখে-টেখে!!
‘সফল’ শুনলে লজ্জা লাগে যে!!
ভাল থাকবেন, অনেক।
সুপর্ণা ফাল্গুনী
সবাইকে ফিরতে হবে চিরস্থায়ী ঠিকানায় এই জগতের মোহমায়া কাটিয়ে। এ মায়া কাটানো খুব কঠিন । শুভ কামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
আমি কিন্তু ফেরা-ফিরিতে নাই। দিব্যি দিতে পারি।
সাবধানে থাকবেন, এই অকালে।
ধন্যবাদ।