
একজন মানুষের জন্মদিন তার নিজের কাছে অত্যন্ত আনন্দময় একটি দিন। মানুষ হয়ে যেদিনে এই পৃথিবীতে জন্মেছি সে দিনটি যে আবেগময় হবে এটাই স্বাভাবিক। জন্মদিনটিকে আরও আনন্দময় করে তোলে আমাদের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এদের সকলের নিঃস্বার্থ ভালোবাসা ও শুভেচ্ছা।
কারও জন্মদিনের শুভেচ্ছা জানানো আমার কাছে যেমন আনন্দের তেমনি কিছুটা বেদনারও বটে। আনন্দের কারন এই দিনেই সে পৃথিবীতে এসেছিলো। পরিবারের অনাবিল সুখ-শান্তি, সবার হাসিমুখ, কত স্মৃতি!!
আর বেদনার কারন হচ্ছে জীবনে একটি করে জন্মদিন আসে আর জীবন থেকে একটি করে বছর চলে যায়। মনে হয় আর বুঝি বেশী দেরি নেই! যদিও এসব আমার একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনা। কিন্তু তারপরেও আমরা হাসিমুখ পছন্দ করি। আনন্দ উৎসব করতে ভালোবাসি। আমিও যে এর ব্যতিক্রম নই!
আর সে কারনেই মনের কোণে ইচ্ছেরা নাড়াচাড়া করে, মাথার ভিতরে আর হৃদয়ে-মননে। মনে হয় অন্তর থেকে প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। এতে যদি তার হাসিমাখা মুখ একটু হলেও দেখা যায় এটাই অনেক বড় প্রাপ্তি। সেখানে যার জন্মদিন তিনি একজন লেখক হলেতো আর কথাই নেই।
অত্যন্ত স্পষ্টবাদী মানুষ বন্যা লিপি। সোনেলার প্রতি তিনি হচ্ছেন নিবেদিতপ্রাণ। নিজের ব্যক্তিগত কাজের ফাঁকে সময় করে তিনি লিখে চলেছেন গল্প, কবিতা কিংবা একান্ত অনুভূতিতে নিজের মনের কথাগুলি। সোনেলার প্রায় প্রতিটি বিভাগেই নিজের লেখাকে গ্রহণযোগ্যভাবে প্রকাশ করেছেন তিনি পাঠকসমাজে। সবসময় এভাবেই পাশে থাকবেন প্রিয় লেখক।
প্রিয় ব্লগার, এই ক’টি লাইন আপনার জন্যে-
সোনেলায় আমি যেদিন আপনার নীল কাব্য পড়েছিলাম সেদিন নাকি আপনি লঞ্চে করে প্রথম ঢাকা ভ্রমন করছিলেন শুনেছিলাম। ডাক পিয়ন আপনার পোস্টকৃত চিঠিটি আমার হাতে দেয়ার আগে জানতে চেয়েছিলো পরিচয়পত্র কই? ভাবলাম প্যারলাল- রং নাম্বারের মতন চিঠিটাও আড়ম্বরে বিরম্বনা হলো নাকি!
ডাকপিয়নকে তার প্রাপ্তি বুঝিয়ে দিয়ে বলেছিলাম তোমাকে আবার ফিরে পেলে খবর আছে ভাই। বারবার প্রাপ্তিযোগ আশা করোনা।
এদিকে আপনার চিঠি পেয়ে আমার আর মন নেই মনের ভেতর। বন্ধুত্বের মাঝে গুচ্ছানুভূতিতে লেখা পত্র হলো একধরনের অলিখিত প্রতিশ্রুতি। জানতে চেয়েছিলেন আমি কেমন আছি?
মায়া’র টানে আপনার মত পত্রমিতাকে এড়িয়ে যাওয়া কিন্তু এককথায় অসম্ভব। অভিমানী শব্দে তাই আজ সেই চিঠির উত্তরে বলছি – সত্য মিথ্যা যাই হোক শুধু জানবেন কিছু সময় আসে যখন জাদু’র ছবির মতন কল্পনায় আপনার অদ্ভূতুরে সব কঠিন শব্দের ঝংকার মাথায় ঘুরপাক খেতে থাকে। তবুও আপনার মতন করে লিখতে চাইলেও মনের কোণে জমা কথাগুলো লিখতে পারিনা।
সঠিক যে কি তা জানিনা, তবে কখনো দেখা না হলেও জানবেন ঈগল ডানায় ভর করে আমার প্রজাপতি বায়নাগুলোকে সোনেলার পাঠশালায় দেয়ালিকা হিসেবে গেঁথে রাখবো।
স্মৃতির টানাপোড়েন আর নুড়িপাথরের গদ্যে লিখে রেখে যাব কথকতা’র কবিতা। সেসব পড়ে যেন আবার বলে বসবেননা – কবিতা লেকতে পারো? তাহলে স্পষ্টবাদী আপনার মতই আমার উত্তর হবে- আমি কখনো লেখক হব না – তবে লিখতে চাই।
বন্যা আপু, কখনো যেন শুনতে না হয় আপনি ভালো নেই। সবসময় ভাল থাকুন সুস্থ থাকুন এটাই প্রার্থনা।
সোনেলা পরিবার আপনাকে পেয়ে গর্বিত।
৫৪টি মন্তব্য
কামাল উদ্দিন
কেক্কুক ছাড়া অবশ্য এসব অনুষ্ঠান কেম্নে কি??।
সোনেলাকে লেখার বন্যায় ভরিয়ে রাখুন সব সময় এই কামনায় শুভ জন্মদিন।
বন্যা লিপি
ধন্যবাদ কামাল ভাই। ভাবছিলাম তো আপনারা কেককুক আইন্না সারপ্রাইজ দিবেন, তাতো দিলেন না। শুভেচ্ছাটুকুই নিলাম। ভালো থাকবেন।
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন সবসময়। কেক্কুক আসিতেছে। বন্যা আপু জ্যামে আটকা পড়ছে কি না তাই ☺
বন্যা লিপি
তৌহিদ ভাই, আসলেই জ্যামে আটকা পড়েছিলাম এ কদিন। খুবই দুঃখিত। সময় মতো কারো মন্তব্যের জবাব দিতে না পারায়। আশাকরি ক্ষমা করবেন।
মনির হোসেন মমি
জন্মদিনে প্রথম শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় আপু সহ ব্লগার।
শুভ জন্মদিন।
বন্যা লিপি
অনেক ধন্যবাদ ভাই। দোয়া করবেন আমার জন্য।
তৌহিদ
ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
শবনম মোস্তারী
শুভ জন্মদিন আপু। 🌹🌹
বাহ! দুই ভাই- বোনের একই দিনে জন্মদিন। ❤
হাসি আর আনন্দে ভরে উঠুক সারা জীবন।
অনেক অনেক শুভকামনা রইলো আপু।
বন্যা লিপি
ধন্যবাদ আমার প্রিয় পৌষী ভাবি❤❤। তাইতো দেখলাম! আমাগের দুইজনারই জন্মের দিনডা (তারিখ)এক।
তৌহিদ
ধন্যবাদ আপনাকেও। শুভকামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
শুভ জন্মদিন, দিদি।
অনেক অনেক ভালো থাকুন।
শুভকামনা আপনার জন্য।
বন্যা লিপি
ধন্যবাদ দাদা ভাই। অনেক ভালো থেকো।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা দাদা। ভালো থাকুন।
সুপায়ন বড়ুয়া
যাক শুভ জন্মদিনে লিখে যান দুজন দুজনে
একে অন্যের শুভেচ্ছা বিনিময়ে কে কাকে ছেড়ে যায়
বলা দুষ্কর।
বন্যা আপুকে ও জনাই জন্মদিনের অনাবিল শুভেচ্ছা
ভাল থাকবেন। শুভ কামনা।
বন্যা লিপি
জন্মদিনের এই অভিনব শুভেচ্ছা বিনিময়ে নিসন্দেহে তৌহিদ ভাই ছাড়িয়ে গেলেন। এমন সুন্দর এবং মূল্যবান পোষ্টের কারনে আমার জন্মদিনটার শেষাংশ কানায় কানায় পূর্ণ হয়ে উঠলো।
আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
তৌহিদ
সহব্লগারদের প্রতি এটাই সহমর্মিতা দাদা। নিজেদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির এটা অন্যতম উপায়।
ভালো থাকুন সবসময়।
সাবিনা ইয়াসমিন
“কখনো যেন শুনতে না হয় আপনি ভালো নেই,,, সেই সাথে পরম করুণাময়ের কাছেও প্রার্থনা করি তিনি যেন আমৃত্যু সহায় থাকেন প্রিয় লেখক, আত্মার স্বজন, সোনেলার সোনালী রত্ন ব্লগার বন্যা লিপির।
শুভ জন্মদিন বন্যা। শুভ হোক সকল দিন, মাস, বছর।
অসাধারণ সুন্দর একটা পোস্ট দেয়ার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ তৌহিদ ভাই। জন্মদিন এর শত শুভেচ্ছা আপনাকেও 🌹🌹
বন্যা লিপি
কখনো যেন শুনতে না হয়……..এমন প্রার্থনা আমার জন্য বড় দামী। আমি তোমাদের ভালবাসায় পূর্ণ। আর কী চাই আমার? থাকি বা না থাকি তবু মনে থাকবে /রাখবে এটাই অনেক।
ভালবাসা সখী ময়না❤
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
রেজওয়ানা কবির
“শুভ জন্মদিন আপু”
অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন,সুখী থাকেন পরিবারের সবাইকে নিয়ে। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা💙💙💙
তৌহিদ
শুভকামনা জানবেন আপু।
বন্যা লিপি
ইয়া মাবুদ!! ইহা তো এলাহী কাণ্ডকারখানা!! ইহা কী হইল? গিভ্& টেক্? হা হা হা হা….. যত যাই বলি আমি একটু ভিরমী খাইছি। পরে আসতেছি ভাই।
তৌহিদ
কেকের অপেক্ষা করতে করতে ক্ষুধাই মইরা গ্যালোগা!! জ্যামে আটকা পড়ছেন নি?
বন্যা লিপি
আর কইয়েন না ভাউ, ফ্রিজে কেক রাখতে রাখতে ফাঙ্গাস পড়ে গেছে, ও আর খাওয়ার উপযুক্ত নাই😢😢😢 যাউকগা, সামনের বছর যদি বাঁইচ্চা থাকি, আপনে আমারে আর আমি আপনারে কেককুক কুরিয়ার করুমনে। আপনে কি কন?
তৌহিদ
ইনশাআল্লাহ, বেঁচে থাকলে অবশ্যই সুস্বাদু কেক খাবো।
নাজমুল হুদা
এতো সুন্দর একটি পোস্টের জন্য ভাইয়ার পরিশ্রমকে স্যালুট জানাই। আর বড় আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবসময় 😍
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থেকো সবসময়।
বন্যা লিপি
ধন্যবাদ ছোটভাই। আসলেই অনেক পরিশ্রম করেছেন এমন পোষ্টের জন্য। আমি কৃতজ্ঞ।
আলমগীর সরকার লিটন
চমৎকার অনেক অনেক শুভ জন্মদিন লিপি আপু বেঁচে থাকুন অনেকদিন
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন।
বন্যা লিপি
ধন্যবাদ লিটন ভাই। ভালো থাকুন।
রেহানা বীথি
আজীবন ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদেরকে ভালোবেসে যান। আমরাএ আপনাকে অনেক অনেক ভালোবাসি বন্যা আপু। শুভ জন্মদিন। আনন্দ ঘিরে থাকুক আপনাকে সারাটিজীবন। ❤️❤️❤️
তৌহিদ
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আপু। ভালো থাকুন।
বন্যা লিপি
অনেক অনেক অনেক ধন্যবাদসহ ভালবাসা উকিল আপু। সরি, দেরি হয়ে গেলো জবাব দিতে। ভীষণ ঝামেলায় আছি বেশ কদিন ধরে। ভালো থাকবেন আপু।
মোঃ মজিবর রহমান
জন্মদিন বন্যালিপি আপু। সুন্দর সুন্দর লিখায় আমাদের মনের খোরাক দিয়েছেন। আরো লিখা পড়ে কিছু কিছু শিখতে চাই।
জন্মদিনের শুভেচ্ছা রইল আপু।
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন।
বন্যা লিপি
অনেক ধন্যবাদ মজিবরদা, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
আল্লাহর কাছে প্রার্থনা করি আপনি সুস্থ ও ভালো থাকুন।
জিসান শা ইকরাম
বন্যা লিপিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। হাসি আনন্দে কাটুক তার প্রতিক্ষণ।
আপনার লেখায় বন্যা লিপির বিভিন্ন পোষ্ট যুক্ত করে বন্যা লিপিকে যথার্থ ভাবেই তুলে এনেছেন।
এমন কষ্টসাধ্য, আন্তরিকতাপূর্ণ পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ তৌহিদ ভাই।
শুভ কামনা।
** লিপির জন্য আলাদা মন্তব্য নিয়ে পরে আসবো। গতকাল রাত সারে এগারোটা পর্যন্ত ছিলাম শ্নশানে। একারনে রাতে আর মন্তব্য দিতে পারিনি।
তৌহিদ
মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাই। শুভকামনা আপনার জন্যেও।
বন্যা লিপি
আমি অত্যন্ত চমৎকৃত এবং কৃতজ্ঞতা জানাই তৌহিদ ভাইকে এমন পোষ্টের জন্য।
আরজু মুক্তা
ফুপি সবসময় সুস্থ থাকুন। আর সুন্দর লেখনি দিয়ে ব্লগ ভরে রাখুন। আর আমরা পড়ে ধন্য হই।
শুভকামনা সবসময়।
তৌহিদ
আপনিও ভালো থাকুন আপু।ধন্যবাদ জানবেন।
বন্যা লিপি
আরজু মুক্তা ফু’ম্মা@ দোয়া চাই সবসময়।অনেক ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
শুভ জন্মদিন আপু। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।
তৌহিদ
শুভকামনা আপনার জন্যেও আপু। ভালো থাকুন।
বন্যা লিপি
রুকু@ ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন সবসময়।
খাদিজাতুল কুবরা
বন্যা আপুকে জন্মেদিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, জীবনের প্রতিটি ক্ষন হাসি আনন্দে ভরে থাকুক আজকের দিনে এই দোয়া করি। অনেক ভালোবাসি আপুকে।
বন্যা আপুর লেখা একদম আলাদা ধাঁচে অসাধারণ স্বাদে তৃপ্তিতে পরিপূর্ণ একথা বলার অপেক্ষা রাখেনা।
বন্যা আপুর লেখার শিরোনাম দিয়ে এতো সুন্দর একটি লেখা উপহার দেওয়া তৌহিদ ভাইয়া আপনার পক্ষেই সম্ভব। আপনার এই সুন্দর লেখাটির সাথে একাত্মতা প্রকাশ করছি।
অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে ও এতো সুন্দর একটি পোস্টের জন্য।
তৌহিদ
অনেক অনেক ধন্যবাদ আপু। মন্তব্যে আপ্লুত হলাম। শুভকামনা সবসময়।
বন্যা লিপি
প্রিয় রুবি@ যথার্থ বলেছেন আপনি। তৌহিদ ভাই যে পরিশ্রমটা দিয়েছেন এমন পোষ্টের মাধ্যমে তাতে আমি প্রচণ্ডরকম কৃতজ্ঞ।
এবং এই সোনেলা ব্লগ আমাকে দিয়েছে বেশ কিছু ভালবাসার অকৃত্রিম মানুষ। তাঁদের মধ্যে আপনি একজন। ভার্চুয়ালি মানুষ কতটা ভালবাসার বন্ধনে আপন হতে পারে, আপনি ও তাঁর দৃষ্টান্ত। অনেক ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ সহ ভালবাসা রইলো।
খাদিজাতুল কুবরা
@বন্যা আপু আমি আপনার প্রিয় হতে পেরে গর্বিত বোধ করছি।
অনেক ভালোবাসা এবং শুভকামনা সবসময়।
জিসান শা ইকরাম
বন্যা লিপি একজন পরিনত মানসম্পন্ন লেখক। ব্লগে প্রকাশিত তার প্রায় সমস্ত লেখাই অত্যন্ত পরিপাটি, শক্ত ভিতের উপর নির্মিত। তার লেখায় চিন্তার খোরাক আছে, পাটঠককে ভাবায়।
লেখার পাশাপাশি সহ ব্লগারদের মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদানেও তিনি সিদ্ধহস্ত। দায়সারা মন্তব্য তিনি দিতে পারেন না, দায়সারা মন্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি সোনেলা গ্রুপে একাধিক পোস্ট করেছেন।
তার জন্মদিনের জন্য এমন পোষ্ট যথার্থ।
শুভ কামনা বন্যা লিপির জন্য।
তৌহিদ
প্রিয় মানুষটি বন্যা আপু বলেই এই পোষ্ট লিখতে পেরেছে তা যতই কষ্টসাধ্য হোক। তার মতন একজন গুনী ব্লগারকে যথাযথ সম্মান জানানো আমাদের কর্তব্য। এটি আমার তাঁকে উৎসর্গকৃত সামান্য প্রয়াস মাত্র।
ভালো থাকুন ভাইজান
বন্যা লিপি
জিসান শা ইকরাম@ আপনার মূল্যবান মন্তব্যে আমি ধন্য। বেশিকিছু বলার ভাষা পাচ্ছি না। তৌহিদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা বেড়ে গেলো বহুগুণ। শ্রদ্ধা আর ভালবাসা জানবেন।