
শুভ শুভ দিন, আজ সোনেলার জন্মদিন।
আনন্দ উচ্ছাসে ভরা সোনালী একটি দিন
প্রিয়তমা সোনেলা আজ তোমার জন্মদিন !
.
নব প্রাণের আনন্দে হিমেল হাওয়ায়
শরৎ অবগাহনে তারুণ্যের উন্মাদনায়
রৌদ্র উজ্জ্বল কোন এক বিকেল বেলায়
এক ঝাঁক কপোত কপোতির মধু গুঞ্জনে
গুণমুগ্ধ লেখকের অপরূপ মিলন মেলায়
আলো ঝলমলে তারায় উদ্ভাষিত একটি দিন
প্রিয়তমা সোনেলা আজ তোমার জন্মদিন।
.
যে নাবিক ধরেছিল সোনেলা তরীর হাল
মেলেছিল ধরে জিসান ভাইয়ের অবারীত দ্বার।
যারা তুলেছিল পাল টেনেছিল গুণ
ক্লান্তহীন পথচলায় কাটে ঝড় ঝঞ্জার।
.
কাব্যিক ভাষায় গেয়েছিল গান তিনি মহারাজ
ধরেছিল তান তৌহিদ, ইঞ্জা, মমির মঞ্চ সাজ
সাবিনা – বন্যা আপু সোনেলার প্রাণ
গেয়ে যায় তারা জীবনের জয় গান।
.
মামার বাসায় পাখি খুঁজে পায় তিনি শামীম ভাই
ভ্রমণের সাথে উৎসবে মাতে তিনি কামাল ভাই
হঠাৎ করে ঝলকানি দিয়ে যায় তিনি সারোয়ার ভাই
আইটি বিষয়ে ছক কেটে যায় প্রিয় নাজমুল ভাই।
.
ছন্দের মাঝে যাকে খুঁজে যাই তিনি কবি নজরুল
কবিতার সাথে প্রদীপ, সুপর্ণাদি মন্তব্যে করেনা ভুল।
সুরাইয়া পারভীন,নার্গিস,রেহেনা আপু গল্পের সাথে
আরজু মুক্তা,নাসরীন,শবনম আপু ফুটায় শব্দের ফুল।
.
সবাইর পদচারণায় ধন্য আজ
উদ্ভাসিত একটি দিন।
শুভ হোক প্রিয়তমা সোনেলা
আজ তোমার জন্মদিন।
৪৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ বাহ্ বাহ্! চমৎকার হয়েছে দাদা। দাদা আমার যে ছন্দের কারিগর। নবম বর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো সোনেলার জন্য। আপনার জন্য ও শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
সবাই যখন লিখতে গেলেন
কেমনে থাকি বসে ?
কলম আমার গো ধরেছে
লিখতে হলো শেষে।
ভাল থাকবেন দিদি। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
সেই সাথে আপনাকেউ জানাই শুভজন্মদিন অনেক শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
মন্তব্যেতে লিটন ভাইয়ের
জবাব মেলা ভার।
শুভ কামনা জানাই বন্ধু
জন্ম সোনেলার।
আরজু মুক্তা
চমৎকারভাবে উপস্থাপন করেছেন।
আপনার কবিতায় ছন্দের বর্ণনায় আমি মুগ্ধ।
শুভকামনা দাদা।
সোনেলার জন্য এক ফুলঝুড়ি ভালোবাসা
সুপায়ন বড়ুয়া
আপু আমার মুক্তা ঝড়ায়
লেখার ফুলঝুড়ি
তাই তো আমি আপুর লেখায়
সোনেলাতে ঘুরি।
শুভ ব্লগিং।
আরজু মুক্তা
সৌভাগ্যবতী মনে হচ্ছে।
রেহানা বীথি
চমৎকার ছান্দসিক কবিতা দাদা।
জন্মদিনের সুন্দর উপহার।
আপনাকে ও সোনেলা পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
আপু আমার সাজিয়ে তোলে
গল্পে বরন ডালা
তাই তো সবাই পাশে থাকি
গর্বিত সোনেলা
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আহ্ আহা! প্রিয়তমার জন্মদিনে
ছন্দে ছন্দে প্রিয়তমার সাথে দিদি আপুদেন নিয়েও বন্দনা
সাধু সাধু!
আচ্ছা সোনেলা আপনাগো প্রিয়তমা হলে
আমাগো প্রিয়তম তাই না দাদা
সুপায়ন বড়ুয়া
আপু আমার হিংসে করে
অভিমানের ছলে
সোনেলা তোমায় প্রিয়তমা
ডাকলাম কেন বলে।
আপনি ডাকেন প্রিয়তম
আমার প্রিয়তমা।
সোনেলা তুমি এগিয়ে যাও
সাথে কাব্যনামা।
সুরাইয়া পারভীন
আপনি মোটেও ঈর্ষান্বিত নয়
তবুও কেনো দেখান দাদা ভয়
শুধু তো জানতেই চেয়েছি
আপনার যদি প্রিয়তমা হয়
তবে আমার প্রিয়তম কেনো নয়
সুপায়ন বড়ুয়া
ঠিক ধরেছেন আপু আমার
আমি ডাকলে প্রিয়তমা
আপনার প্রিয়তম হয়।
শুভ ব্লগিং।
মনির হোসেন মমি
প্রায় সবার নাম নিয়ে এতো চমৎকার কবিতা লেখা যায় ভাবাই যায়না।সোনেলার আপনিও কম গুরুত্বপূর্ণ নন।আপনারা আছেন বলে সোনেলা আজও আছে থাকবে।শুভ ব্লগিং। জন্মদিনের শুভেচ্ছা
সুপায়ন বড়ুয়া
মমি ভাইয়ের পুস্প বৃষ্টি
বর্ণিল শোভা পায়
অপরূপ রঙ লেগেছে
জন্ম সোনেলায়।
ভাল থাকবেন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আহা আহা !! এমন প্রেম কাব্য সবাইকে মানায় না।
কেউ কেউ লিখে ফেলেন আনন্দ অবলীলায়।
শুভ জন্মদিন সোনেলা।
সুপায়ন বড়ুয়া
যেমন করে মহারাজা
কাব্য রাজ হলেন
সোনেলার গর্বিত এক
সুসন্তান হলেন।
ভাল থাকবেন। শুভ ব্লগিং।
ফয়জুল মহী
অফুরান ভালোবাসা ও অন্তহীন শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
মহী ভাইয়ের ভালবাসায়
মুগ্ধ আমি থাকি।
যেমন করে শুভেচ্ছাটা
যত্ন করে রাখি।
ভাল থাকবেন। শুভ ব্লগিং।
মোঃ মজিবর রহমান
যে মাঝি ধরেছে হাল
গায় শুধু মানবতার গান,
ভাত্রিইত্বের বন্ধনে বাধে যেজন
সেই আমাদের জিসান ভাইজান।
সুপায়ন বড়ুয়া
যে মাঝি হাল ধরেছে
মজিব ভাই তুলে পাল
সবার জন্য শুভ কামনা
আসুক সকাল।
ভাল থাকবেন। শুভ ব্লগিং।
মোঃ মজিবর রহমান
শুভব্লগিং দাদা।
বন্যা লিপি
ছন্দরাজা সুপায়ন দাদা।
ছন্দে ছন্দে করে গেলেন
সোনেলার বন্দনা।
প্রত্যেকেরে করলেন হাজির ছন্দের বর্নায়
এমন শুভ উৎসবে মন ভরে ওঠে কৃতজ্ঞতায়।
অবিরাম সাথে থাকি শুভেচ্ছা আর ভালবাসা প্রতিষ্ঠা বার্ষিকীর অঢেল শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
আপু আমার বন্যা
লেখার গুনে অনন্যা
সোনেলার জন্মদিনে
জানাই শুভ কামনা।
শুভ ব্লগিং।
প্রদীপ চক্রবর্তী
বাহ্ বাহ্!
দারুণ কাব্যকথনের নামান্তর।
আপনি তো দাদা ছন্দের কারিগর।
সোনেলার জন্মতিথিতে এত সুন্দর একটা কবিতা উপহার।
বেশ ভালোলাগার মতো দাদা।
শুভ জন্মতিথি প্রিয় সোনেলা।
সুপায়ন বড়ুয়া
দাদা আমি পন করেছি
যে আসবে ওয়ালে
তার জন্য কাব্য নামা
ফুটুক গোলাপ সকালে।
সোনেলার জয়গান
করব মিলে সকলে।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
জন্মদিনের মত প্রতিটি দিন উজ্জ্বল হোক সোনেলার।
সুপায়ন বড়ুয়া
কবি ভাইয়ের আমল নামা
জন্মদিনের শুভেচ্ছা।
সোনেলার জন্মদিনে
পুরন হোক ইচ্ছা।
ধন্যবাদ। শুভ ব্লগিং
শামীম চৌধুরী
সোনেলা জন্মদিনে শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
সোনেলার জন্মদিনে পাখি ভাইকে শুভেচ্ছা
পুরন হোক তবে এবার মামা দেখার ইচ্ছা।
শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
বাহ! চমৎকার কবিতার মাধ্যমে সবার কথা লিখে গেলেন,
আপনার এই একটি অবাক করা গুন আছে দাদা।
কিভাবে যে সব কিছুকে কাব্যের মাধ্যমে প্রকাশ করেন জানিনা,।
আপনার এই গুন মুগ্ধ করে আমাকে।
সোনেলার জন্মদিনে আপনাকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা,
শুভ কামনা, শুভ ব্লগিং।
সুপায়ন বড়ুয়া
ধন্য আমি ধন্য
আপনাদের অফুরন্ত ভালবাসা আর
অনুপ্রেরনার জন্য।
ধন্য আমি ধন্য
আজ সোনেলার জন্মদিনে সবাইকে
পাশে পাওয়ার জন্য।
লেখার মাঝে প্রাণ ফিরে পাই
প্রিয়তমা সোনেলার জন্য
ভাল থাকবেন। শুভ ব্লগিং।
তৌহিদ
আপনার কাছ থেকে ছন্দ লেখা শিখবো দাদা, শেখাবেন? সোনেলার জন্মদিনে কবিতায় যেভাবে বন্দনা গাইলেন সত্যিই মুগ্ধ হলাম।
সোনেলার প্রতি আপনার ভালোবাসা সত্যি প্রশংসার যোগ্য। সকলে মিলে একসাথে এগিয়ে যাবো এটাই কামনা। সোনেলার জন্মদিনের শুভেচ্ছা আপনাকেও।
ভালো থাকুন দাদা।
তৌহিদ
ফিচার ছবিটি লেখার সাথে দারুণ সামঞ্জস্যতা নিয়ে এসেছে।
সুপায়ন বড়ুয়া
ও মাই গড লিখতে আমি ভুলেই গেলাম
ফিচার ছবির ক্রেডিট যার
প্রিয় মোদের তৌহিদ ভাই।
আরেকবার ধন্যবাদ।
তৌহিদ
সোনেলার জন্মদিন উপলক্ষে এই ছবিটি আপনারা আপনাদের লেখায় ব্যবহার করেছেন দেখে খুশিই হয়েছিলাম। এটি সবার জন্য উন্মুক্ত। ক্রেডিটের চেয়ে এটাই আমার বড় পাওয়া।
সুপায়ন বড়ুয়া
সত্যিই ভাইজান। খুব সুন্দর হয়েছে।
তাই অনেকগুলো থেকে আপনারটাই বেছে নিলাম।
আরেকবার ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
গতকাল সারাবেলা লিখেছিলাম ছন্দে
আপনার বেলায় লিখতে গিয়ে পরে গেলাম দ্বন্ধে।
আমরা সবাই দেখে ছিলাম প্রাণপুরুষের মিলন মেলা
জন্মদিনের জয়গানে প্রাণ প্রিয় সোনেলা।
আপনাকেও শুভেচ্ছা।
তৌহিদ
বাহ! চমৎকার!
রোকসানা খন্দকার রুকু
বাহ্ মুগ্ধ হলাম ছন্দে ছন্দে। কিভাবে লিখেন দাদা। টিউশন নিতে হবে। শুভ কামনা রইলো সবার জন্য।
সুপায়ন বড়ুয়া
আপু আমার এলেন পরে
টিউশন তিনি নিতে।
তাইতো আমি চেষ্টা করবো
কপি পেষ্ট শিখতে।
ভাল থাকবেন আপু। আপনার জন্যও শুভ কামনা।
উর্বশী
সুন্দর সাবলীলভাবে উল্লেখযোগ্য ছান্দিকের সমাহার ঘটিয়েছেন জন্মদিনের সোনেলা কাব্য। সোনেলার প্রতিটি মুহূর্ত সুন্দর আলোয় ভরে উঠুক। সোনেলার ভালোবাসার দ্যূতি ছড়িয়ে পড়ুক চারিদিকে। দারুন লিখেছেন দাদা। ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
সুপায়ন বড়ুয়া
সোনেলায় লিখি আমি সোনেলা কাব্য
সবাই মোরা মিলে মিশে লিখে যায় দিব্য।
ভাল থাকবেন। শুভ কামনা।
উর্বশী
সুপায়ন বড়ুয়া দাদা,
আন্তরিক ধন্যবাদ সহ সালাম।
সোনেলায় লিখবো নতুন কবিতা,
ফিরে আসবে মনের সতেজতা,
ভালোবাসার উঠোনে ফিরে আসি তাই,
মিলে মিশে সবাই মোরা ভালোবেসে যাই।
সোনেলার অপর নাম ভালোবাসার উঠোন তাইতো দাদা? অনেক ভাল থাকুন।একটু ভাল থাকার চেষ্টায় ফিরে এলাম সোনেলায়।আম্মা তো মারা ই গেলেন। নিজেও পুরোপুরি সুস্থ হইনি, দোয়া করবেন এবং পাশেই থাকবেন ধন্যবাদ।