এ তোমার কেমন প্রেম?

রোকসানা খন্দকার রুকু ২৯ আগস্ট ২০২০, শনিবার, ১০:৪৭:০১অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য

এ তোমার কেমন প্রেম?

যখন তোমার প্রপোজে দিলাম না সাড়া!

আকুল হলে,ব্যাকুল হলে,সোহাগ,আদর-আবদার খুনসুটিতে ভরিয়ে দিলে আমার সকাল দুপুর সারাবেলা।

অবশেষে,আমি তোমাতে হলাম সমর্পিত ।

তারপর?কি যে হল তোমার হঠাৎ হঠাৎ নাই হয়ে যাও।

এ তোমার প্রেম না জয়ের নেশা।

দিব্যি চলছে সব তোমার,

আর আমার সকাল,দুপুর,সারাবেলা ভরে গেছে বিষে।

বিষও বোধহয় ভালো ছিল,তোমার অবজ্ঞার চেয়ে।

বারবার তোমার আহ্বানের কাতরতা

আমায় করে তুলছে অশান্ত।

অব্যক্ত ভাষাগুলো বুক চিরে বেরোতে চাইছে।

মন বলছে আমিও হব নিরুদ্দেশ,

ঠিক তোমার মত করে,

এরপর তুমি অনেক করে ডাকলেও আর ফিরবনা

এ আমার দৃঢ়  দৃঢ় প্রতিজ্ঞা।

 

৫৫০জন ৩৬৭জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ