
ব্লগ কিঃ
ব্লগ শব্দটি ইংরেজি Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ইংরেজি Blog শব্দটি Weblog এর সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগাররা তাদের ব্লগ হালনাগাদ করেন।
বেশিরভাগ ব্লগই কোন একটা নির্দিষ্ট বিষয়সম্পর্কিত ধারাবিবরণী বা খবর জানায়। বাকীগুলো ব্যক্তিগত অনলাইন দিনলীপি। একটি ব্লগ হলো লেখা, ছবি, অন্য ব্লগ, ওয়েব পৃষ্ঠা, এ বিষয়ের অন্য ওয়েব সাইটের লিংক ইত্যাদির সমাহার। পাঠকদের মন্তব্য করার সুযোগ দেয়া ব্লগের অন্যতম একটি দিক। প্রায় ব্লগই মূলত টেক্সট-বেসড বা লেখাভিত্তিক। কিন্তু কিছু ব্লগ আবার শিল্প (আর্ট ব্লগ), ছবি (ফটোব্লগ), ভিডিও (ভিডিও ব্লগিং), সঙ্গীত (এমপিথ্রিব্লগ) আর অডিও (পোডকাস্টিং) ইত্যাদির উপর গড়ে উঠে। মাইক্রোব্লগিং-ও আরেক ধরনের ব্লগিং, যেখানে পোস্টের আকার তূলনামূলক ছোট থাকে। জুন, ২০১৭-এর হিসেবে, ব্লগ খোঁজারু ইঞ্জিন টেকনোরাট্টি প্রায় বাইশ মিলিওনেরও বেশি ব্লগের হদিশ পেয়েছে। —সূত্র গুগল উইকিপিডিয়া
এখন আসি মূল বক্তব্যে, প্রথমেই ব্লগ কি তা জানলেন, এখন আসি আমাদের সোনেলা ব্লগ নিয়ে আলোচনা করি আমার মন্তব্য দিয়ে।
আমি ব্লগে একাউন্ট খুলি অনেক আগে হলেও, সত্যিকার অর্থে আমি ব্লগিং শুরু করি ২০১৬ সাল থেকে, কিন্তু তার আগে গুগল, ইয়াহু ঘেটে জানার চেষ্টা করি ব্লগ এবং ব্লগিং কি, সাথে সাথে ব্লগার কিভাবে হতে হয় তা জেনেই আমি ব্লগিং শুরু করি।
প্রথমেই আমার মতামত এবং আন্তর্জাতিক ভাবে ব্লগ সম্পর্কে জানুন, ব্লগ কিন্তু আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্লাটফর্ম যেখানে আপনি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত ভাবে লিখবেন, যা জ্ঞান নির্ভর হতে হবে, যা দিয়ে আপনার পাঠকগণ উপকৃত হবেন বা তাতে সামাজিক কিছু দৃষ্টান্ত, নিউজ ইত্যাদি থাকবে।
খেয়াল রাখবেন, ব্লগ কিন্তু ফেইসবুক বা ফেইসবুকের কোনো গ্রুপ নয় যে, যেখানে আপনার ইচ্ছামত লিখতে পারবেন।
যেমন ধরুন, ফেইসবুকে আপনি চাইলে দুই চার লাইনের কবিতা বা একান্ত অনুভূতি লিখতে পারলেও ব্লগে তা পারবেন না, যদি ব্লগে ছোটোখাটো লেখা দেন তাহলে তা হবে খুবই অন্যায়, কারণ এইসব ব্লগিংয়ের অংশ নয়।
ফেইসবুকে এবং গ্রুপে আপনার লেখার ভিউয়ার হলেন আপনার ফেইসবুক বন্ধুগণ ও গ্রুপ সদস্যগণ, কিন্তু ব্লগের ভিউয়ার হলে সারা বিশ্বের পাঠকগণ।
ফেইসবুকে দেওয়া লেখা নিয়ে গুগল কিন্তু মাথা ঘামায় না, কিন্তু ব্লগের লেখা সবসময়ই গুগল চোখে চোখে রাখে, যেমন ধরুন আপনি কারো লেখা চুরি করে বা নিজেরই অন্য কোথাও প্রকাশিত লেখা ব্লগে দিলে তখন গুগল সার্চে ব্লগটির পোস্ট গুলো নাও পাওয়া যেতে পারে। এই জন্য সবসময় নিজের আনকোরা নতুন লেখা ব্লগে দিতে হয়।
যদিও বা কারো লেখা যদি ব্লগে কোনো কারণে উদাহরণ হিসাবে দিতে হয় তাহলে সেইটা সূত্র হিসাবে ব্যবহার করবেন যেমন আমি আমার শুরুর লেখাটিতে করেছি।
ব্লগে আপনারা যায় দেননা কেন তা সবসময় গুগলে খুঁজে পাওয়া যাবেই, যা অন্য কোনো প্লাটফর্মে সম্ভব নয়, সুতরাং সাবধান।
ব্লগে আপনারা যারা গল্প কবিতা দেন খেয়াল রাখবেন তা যেন গঠনমূলক হয় এবং বড় আকারের হয়, ছোট আকারের কোনো লেখা ভুলেও দেবেন না, এতে ব্লগের সৌন্দর্য্য হানি তো হয়ই, সাথে সাথে ব্লগের পাঠক ব্লগ বিমুখ হয়ে যায়।
আপনি নিজেকে ব্লগার হিসাবে তখনই দেখবেন যখন আপনি গঠনমূলক লেখা দিয়ে ব্লগিং করবেন, প্রথমেই ঠিক করুন আপনি কি নিয়ে ব্লগিং করতে চান, সেই বিষয়ে প্রথমেই ভালোভাবে জ্ঞান আহরণ করুন বা সেই বিষয়ে ভালো জ্ঞান রাখুন, তারপর সে বিষয়ে বিস্তারিত ভাবে লিখুন।
কি কি নিয়ে ব্লগিং করা যায়ঃ
এ যেমন অনেক বড় একটা প্লাটফর্ম, তেমনই এর লেখার বিষয়ের অভাব নেই, যেমনঃ ফ্লিম, বুক, নাটকের রিভিউ বড় একটা বিষয়, এ নিয়ে আপনি আপনার মতো করে রিভিউ লিখতে পারেন, কিন্তু তখন আপনাকে ছবিটির বা বইয়ের আদ্যোপান্ত জানতে হবে, জানলেই পারবেন রিভিউ লিখতে।
গল্প, কবিতা লিখতে পারেন, সেই ক্ষেত্রে তা উচ্চমানের লেখা যেন হয় তা খেয়াল রাখতে হবে।
যারা রান্না করেন এবং নতুন নতুন বিভিন্ন রান্না করতে অভ্যস্ত তারা রান্নার রেসিপি নিয়ে বিস্তারিত লিখতে পারেন।
ব্লগের সবচাইতে বেস্ট পার্ট হলো সমসাময়িক বিষয়, যা সবাই জানতে চাই, সুতরাং এইটিও একটি উতকৃষ্ট বিষয় হতে পারে।
সাইন্স নিয়ে যাদের জ্ঞান এবং আগ্রহ বেশি তারাও ভালো লেখা দিতে পারেন।
চিকিৎসা বিষয়ক লেখাও ব্লগিংয়ের উতকৃষ্ট হতে পারে যা সফল ব্লগারগণ লেখেন।
ভ্রমণকাহিনী লিখতে পারেন, যদিও তা বিশদভাবে লিখতে হবে।
ছবি ব্লগও করতে পারেন, কিন্তু ছবি গুলো হতে হবে উদাহরণ স্বরূপ, যা তা ছবি দিয়ে কখনো ব্লগিং করবেন না ভুলেও।
স্বাস্থ্যসেবা বা বার্তাও উতকৃষ্ট ব্লগিং বিষয়, তবে রা জেনে বুঝেই দেওয়া উচিত।
ইতিহাস নিয়ে যারা পড়াশুনা করেন বা যাএয়া ঐতিহাসিক জায়গা ভ্রমণ করেছেন, তারা বিস্তারিত লিখতে পারেন।
এছাড়াও ব্লগিংয়ের অনেক অনেক বিষয় আছে আপনি ইচ্ছা করলে লিখতে পারেন।
আরেকটা বিষয় অবশ্যই সকল ব্লগারের করা উচিত আর তা হলো, ব্লগে অন্যদের লেখা পড়া এবং কমেন্ট করা, এতে হবে কি অন্যরাও উৎসাহিত হবেন আপনার লেখা পড়তে এবং কমেন্ট করতে, এতে আপনারই লাভ, কেমন লাভঃ
এতে আপনারই পাঠক বৃদ্ধি হবে, কমেন্ট বৃদ্ধি হবে, বুঝলেন।
পরিশেষে আমার অনুরোধ, প্লিজ বুঝে শুনে ব্লগিং করুন, কবিতা দিন কিন্তু তা বড় এবং ভালোমানের কবিতা হয় যেন সে খেয়াল রাখুন।
তেমনি অন্য বিষয়ে জ্ঞানগর্ভ লেখা লিখুন।
এতে আমাদের প্রিয় ব্লগের শ্রীবৃদ্ধি হবে, সাথে পাঠকও বৃদ্ধি হবে।
হ্যাপি ব্লগিং।
ছবিঃ গুগল।
জনস্বার্থেঃ
৭৭টি মন্তব্য
বন্যা লিপি
আগে আইলাম। এহন পইড়া লই। মন্তব্য পরে।
ইঞ্জা
ওকে আপু, জানাবেন কিছু জানার থাকলে।
ছাইরাছ হেলাল
খুব প্রয়োজনীয় এবং গঠনমূলক লেখা, যা পড়লে আমরা সবাই ব্লগ ও ব্লগিং সম্বন্ধে জানতে পারছি।
আর এগুলো একটু খেয়াল করলেই আমরা যে যে বিষয় লিখি না কেন সেটি আরও সুন্দর হয়ে উঠতে পারে।
আপনাকে অনেক ধন্যবাদ, এই পরিশ্রমী-উপকারী লেখাটি তৈরি করার জন্য।
ইঞ্জা
ধন্যবাদ ভাইজান, আমি চাই সোনেলার সকল ব্লগার ভালো মানের লেখা লিখুক।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, তথ্যবহুল লেখা। আমাদের সোনেলায় তুলনামূলকভাবে অনেক নিয়ম কানুন মেনেই ব্লগিং হয়ে থাকে। বিশেষ করে মন্তব্যের জবাব দেওয়ার রেওয়াজটা। অনেক ব্লগে আমি দেখেছি পোষ্টে মন্তব্যের জবাব দেওয়ার সময়ও পায়না। তবে এখানেও কম বেশী ব্যতিক্রম আছে। আর কিছু ব্লগার আছেন মন্তব্যের কপিপেষ্ট সব পোষ্টেই দিয়ে যান। এটা অবশ্যই বিরক্তিকর।
……………………………………শুভ রাত্রি
ইঞ্জা
জ্বি ভাই, অবশ্যই বিরক্তিকর, আমাদের এইসব এভয়ড করা উচিত।
জিসান শা ইকরাম
কামাল ভাই, মন্তব্যের জবাব তো ঐচ্ছিক। তবে জবাব দেয়াটা অবশ্যই ভালো। এতে ব্লগারদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়।
কপি পেস্ট জবাব খুবই বিরক্তিকর।
ইঞ্জা
একমত ভাইজান।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন চমৎকার ভাইয়া। আমি এসব আগে জানতাম না।তথ্যগুলো পেয়ে খুব ভাল লাগলো। তয় আমার একখান কথা আমার কবিতা কি সেই মানের , সাইজের হচ্ছে? আপনি যেভাবে বললেন তাতে তো মনে শংকা লাগলো। হায়রে কি-না কি লিখি ! ঈশ্বর রক্ষা করো। ভাইয়া ভালো থাকুন সুস্থ থাকুন আর এমন পোষ্ট আরো চাই
ইঞ্জা
আপু, সত্যি বলতে কি আমাদের ব্লগের কবিতা যা আসছে তা খুবই অসন্তোষ জনক, এ বিষয়ে সবার খেয়াল রাখা উচিত, ব্লগিং করুন ব্লগারের মতো, ছোটো কবিতা বা কোনো লেখাই দেওয়া উচিত নয়।
সুপর্ণা ফাল্গুনী
রেঞ্জ টা মেনশন করে দিলে ভালো হতো ভাইয়া। মিনিমাম এতো শব্দ বা এতো লাইনের নিচে যাওয়া যাবেনা
ইঞ্জা
আপু ভালো মানের কবিতা (বড়) যত শব্দ বা লাইনের হয়, তাই দিলে হবে, এছাড়া আপনি তো ভালো ভালো বিষয় নিয়েও লিখেন এবং লিখতে পারেন, কবিতা কম দিলেই ভালো করবেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া চেষ্টা করবো। তবে আমি কবিতায় সাচ্ছন্দ্য পাই আর আমার কবিতা মনে হয় মাঝারি আকারের হয়।
ইঞ্জা
অসুবিধা নেই আপু, শুধু চেষ্টা করবেন বড় করে লেখার।
ফয়জুল মহী
অসাধারণ একটি লেখা । লেখা ভালো লেগেছে।
ইঞ্জা
ভাই অনুরোধ করবো গত বাধা কমেন্ট করা থেকে বিরত থাকুন, এতে ক্ষতি আপনারই।
প্রদীপ চক্রবর্তী
খুবি প্রয়োজনীয় ও তথ্যবহুল লেখা দাদা।
অনেককিছু অজানা ছিলো তা জানলাম।
অনেক শিক্ষণীয় বিষয়।
ব্লগে সবসময় ভালোমানের লেখা দেওয়া চেষ্টা অভ্যাহৃত থাকবে।
সাধুবাদ জানাই এতো পরিশ্রম করে লেখাটি শেয়ার করার জন্য।
.
হ্যাপি ব্লগিং
ইঞ্জা
খুব খুশি হলাম দাদা, সবাই যদি মেনে চলি তাহলে ব্লগের সাথে সাথে নিজেদের লেখাও পাঠক প্রিয় হবে।
প্রদীপ চক্রবর্তী
হ্যাঁ,দাদা।
ইঞ্জা
শুভকামনা দাদা
সুপায়ন বড়ুয়া
খুব ভাল লাগলো ব্লগ সম্পর্কে তথ্য বহুল লেখাটা পেয়ে
ব্লগে সবসময় ভাল মানের লেখা থাকবে এটাই প্রত্যাশা।
ভাল থাকবেন। হ্যাপি ব্লগিং
ইঞ্জা
জ্বি দাদা, ভালো মান এবং গঠনমূলক লেখা দেয়াটাই সত্যিকারের ব্লগারের পরিচয়, ধন্যবাদ।
জিসান শা ইকরাম
অত্যন্ত গুরুত্বপুর্ন এই পোস্টের মাধ্যমে ব্লগারগন অনেক কিছুই জানতে পারবেন।
এমন পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
শুভ ব্লগিং।
ইঞ্জা
পিনপোস্ট করেছেন দেখে যারপরনাই আনন্দিত হলাম ভাইজান, ধন্যবাদ।
হালিম নজরুল
চমৎকার বিশ্লেষণধর্মী লেখা। কিন্তু আমার অধিকাংশ লেখাই ছোট। কবিতা তো আরও ছোট!
ইঞ্জা
ভাই আপনি হলেন সেরাদের সেরা, সুতরাং আপনি সেরা লেখায় দেবেন এই আশা সব সময় থাকে।
ধন্যবাদ।
বন্যা লিপি
ব্লগ বিষয়ক খুবই তথ্যপূর্ণ পোষ্ট। অনেক বিষয় অজ্ঞাত ছিলাম। এবার জ্ঞাত হলাম। যদিও ব্লগার হিসেবে আমি মোটেই উপযুক্ত ব্লগার পোষ্ট আজো দিতে পারিনি।
প্রশ্ন তো অবশ্যই করবো। তবে কি ব্লগে আর আমার কোনোটাইপ পোষ্ট মানানসই হবে?
আমার পোষ্টগুলো তো সাধারনত ব্লগ ভিত্তিক পোষ্ট হয় না!
আর একটা বিষয় যেটা উপরোক্ত মন্তব্য পড়ে জানলাম….কপিপেষ্ট মন্তব্যের ব্যাপারে। এখানে আমার মতামত হলো এরকম- বিরক্ত আমারো লাগে, কিন্তু আমি যখন কোনো লাইন পেষ্ট করে মন্তব্যের ঘরে এনে মন্তব্য দিচ্ছি, সেটা হলো ওই লাইনগুলোর মর্মার্থ আমার কাছে কেমন লাগলো, সেই বোধ থেকে।
যদিও পুরোটা মন্তব্যে নিজের অনুভব দিয়েই করা যেতেই পারে। তবু বিষয়টা এড়ানো উচিৎ সবার।
আমার লেখার মান নিয়ে শংকিত হচ্ছি এখন।
খুব সময়োপযোগী পোষ্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান।
ইঞ্জা
আপু প্রথমেই বলবো আমি কাউকেই শংকিত করতে চাইনা, আপনি লিখুন কিন্তু লেখার আগে বিষয়বস্তুটি সম্পর্কে জানুন, বুঝুন, চিন্তা করুন, এরপর লিখুন আপনার মনের মাধুরি মিশিয়ে।
কমেন্টের বিষয়ে বলবো, লেখা যেটি পড়ছেন সেটি ভালো করে পড়ুন, বুঝুন, এরপর কমেন্ট করুন।
সুরাইয়া নার্গিস
লেখাটা খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান একটা পোষ্ট।
ইঞ্জা ভাইজান এর হাত ধরে আমার ব্লগে আগমন,সবার এতো ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করি ওনার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। এস.জেড.বাবু ভাই, জিসান শা ইকরাম ভাইজান নিয়মিত আমাকে বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন কিভাবে ব্লগে লিখতে হয়,কি লিখবো ব্লগে লেখার শাহস পেয়েছি এই দুজনের মানুষের উৎসাহ্ পেয়ে, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রইল ভাইজান।সবার কমেন্ট পেয়ে সত্যি আমি আবেগ আপ্লুত, সবাই আমাকে ভালোবেসে এতটা আপন করে নিবেন কখনো ভাবি নাই। সকল গুনীজনদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। আমি নতুন হিসাবে সবার কাছ থেকে অনেক বেশি সহযোগীতা পেয়েছি, সবার কাছ থেকে প্রতিনিয়ত শিখছি। পোষ্টটা পড়ে অনেক কিছু জানলাম, শিখলাম ধন্যবাদ ইঞ্জা ভাইজানকে সুন্দর ও সময় উপযোগী পোষ্টের জন্য।
ভালো থাকুন।
সবার উচিত অন্যের পোষ্ট পড়ে উৎসাহমূলত মতামত দেওয়া। এবং নিজের পোষ্টের কমেন্টসের রিপ্লে করাটা নিচের দায়ীত্ব মনে করা।
ব্লগের লেখার নিয়ম কানুন গুলো সবাই জেনে মেনে পোষ্ট করলে অবশ্যই সবার জন্য মঙ্গলজনক হবে। আমি খুব ভালো কিছু লিখতে পারি না তবু সবার এত বেশি উৎসাহ পাই যে না লিখে থাকতে পারি না।
সবার পাশে থেকে যতদিন সম্ভব ভালো কিছু লিখে যেতে চাই।
ভালো থাকবেন সবাই।
শুভ কামনা রইল সবার জন্য।
শুভ ব্লগিং।
ইঞ্জা
আপু, সত্যি আনন্দিত হলাম আপনার মন্তব্য পেয়ে, আমাদের ব্লগের নিয়মই হলো একে অপরকে হেল্প করা যেমন আমরা করেছি আপনাকে, এই লেখাটিও তদরূপ, আপনাদের সবার জানার জন্য বুঝার জন্য লেখাটি দিয়েছি, এর মাধ্যমে যদি আপনাদের উপকার হয় তাহলে আমার লেখা স্বার্থক হয়েছে বলেই মনে করবো, ভবিষ্যতে কিছু জানার বা বুঝার কিছু থাকে অবশ্যই নক করবেন আপু, ধন্যবাদ অফুরান।
সুরাইয়া নার্গিস
অবশ্যই ভাইয়া প্রয়োজনে নক দিব।
তৌহিদ
অতি জরুরি এবং সকলের জন্যই উপকারী এমন একটি বিষয় নিয়ে পোষ্ট দেবার জন্য প্রথমেই ধন্যবাদ দাদা। আপনি যে বিষয়গুলি উল্লেখ করেছেন সাধারণভাবে একটু মেনে চললেই আমার বিশ্বাস ব্লগে দারুণ সব লেখা আসবে। সোনেলার ব্লগারগণ প্রত্যেকেই যথেষ্ট বুঝমান সবাই। আপনার এই পোষ্ট আমাদের সবার জন্যই অনেক উপকারী।
শুভকামনা সবসময়। শুভ ব্লগিং।
ইঞ্জা
ধন্যবাদ ভাই, আমি সম্পূর্ণ একমত আপনার মন্তব্যের সাথে, সবাই একটু বুঝে শুনে বিষয় বাছাই করে লিখলেই ভালো মানের লেখা দেওয়া সম্ভব।
সুরাইয়া পারভীন
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্য বহুল পোস্ট। একজন ব্লগারের যেসব গুণ থাকা আবশ্যক সে গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
কিন্তু কথা হচ্ছে…..
ভালো মানের লিখতে না পারলে কী ব্লগে লেখা বন্ধ করে দেবো?
যতোটুকু সম্ভব চেষ্টা করি গুছিয়ে লেখার
সেটা একান্ত অনুভূতির হলেও
সে গুলো হয়তো একজন যোগ্য ব্লগারের মতো ভালো মানের নয় তবে কী লিখবো না!!
ইঞ্জা
আপু লেখা বন্ধ কেন করবেন, উল্টো চেষ্টা করবেন আরও ভালো লেখার, যেখানে আপনার বই ছাপা হয়েছে, সেখানে আপনি এগুলো বললে চলবে?
আরজু মুক্তা
মনের কথা লিখছেন। কাল ভাবছিলাম দাদাকে বলবো, এমন করে লিখলে কি সবাই কিছু মনে করবে? কিন্তু কাজটা আপনি করে দিলেন। ধন্যবাদ আপনাকে।
একটা সুন্দর কমেন্ট সবার লেখাকে অনুপ্রাণিত করে। এটা সবারি ভাবা উচিত।
আমি সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু দেয়ার। এবং সেটা অব্যাহত থাকবে।
শুভ ব্লগিং।
ইঞ্জা
জ্বি ধন্যবাদ আপু, সবসময় আলোচনা মূলক কমেন্ট লেখককে উৎসাহিত করে, এই জন্য লেখার মূল ভাবটি বুঝতে হবে, তবেই সুন্দর কমেন্ট ভা মন্তব্য হবে আপু।
নিতাই বাবু
ব্লগ এবং ব্লগিং করা নিয়ে সুন্দর একটা পোস্ট করেছেন, দাদা। আপনার এই পোস্টটি সত্যি বিশ্লেষণধর্মী। নতুনদের জন্য অনেক উপকারে আসবে। সাথে পুরোনোদের জন্যও। শুভ ব্লগিং।
ইঞ্জা
ভালোবাসা জানবেন দাদা, আমি তো এইসব আপনাদের কাছ থেকেই শিখেছি, নতুনরাও শিখুক এই চাই, ধন্যবাদ।
নিতাই বাবু
প্রসঙ্গটা ব্লগ–ব্লগিং এবং ব্লগার। খুব সুন্দর বিষয় নিয়ে লিখছেন, দাদা। অনেক কিছু জানতে পারলাম। নতুনদের জন্যও অনেক উপকারে আসবে। শুভ কামনা আপনার জন্য শ্রদ্ধেয় ইঞ্জা দাদা।
ইঞ্জা
অনিঃশেষ ধন্যবাদ দাদা, লেখাটি সবার কাজে আসলে আমরা সবাই খুশি হবো। 😍
মোঃ মজিবর রহমান
একজন উতকৃষ্ট ব্লগারের জা বৈশিষ্ট থাকা অতিব গুরুত্বপুর্ন তা এই গুনি ব্লগারের অতিদামি একটি পোষ্ট এটি তা বলার অপেক্ষা রাখে।
তাই ব্লগিং করতে হলে একজন ভাল ব্লগার হতে হলে এই পোষ্টির গুরুত্ব অবশ্যই অনুধাবন করতে হবে অন্তরে। ভাসাভাসা নয় পরিপুর্ন জানা দরকার।
তাই জাই লিখি তা পরিপুর্নভাবেই তুলে ধরার চেষ্টা করা উত্তম।
ইঞ্জা
সম্পূর্ণ একমত প্রিয় ভাই, আমাদের তো জানার শেষ নেই, আজীবনই জানতে হবে, আশা করি সবাই এই লেখাটি পড়ে উপকৃত হবেন।
ধন্যবাদ ভাই।
নাজমুল হুদা
অত্যন্ত সুন্দর সত্যবাদী নিরপেক্ষ পোস্ট। তবে আমি বিশ্বাস করি এখানে সবার মেধা অসাধারণ। আবার এটাও বিশ্বাস করি এখানে সবার লেখা মান সম্পন্ন না। আমার অনেক সময় লেখাটি পড়তেও টানে না। অনেক সময় আমি দেখেছি একটি ছোট লেখার মাঝেও আট দশটা বানান ভুল। আমার প্রশ্ন- আমরা কী কোনো লেখা পোস্ট করার আগে নিজের লেখাটি নিয়ে গবেষণা করতে পারি না, তারপর না’হয় পোস্ট করবো। যেহেতু এটি একটি আন্তর্জাতিক চর্চার প্লাটফর্ম। আবার অনেককে দেখছি ফেইসবুকীয় টাইপ মন্তব্য করতে। এসব মুখস্থ মন্তব্য না করে, আমরা তো এটিও পারি কোনো বিষয় না জানলে না বুঝলে লেখককে সম্মানের সহিত এবং বিনয়ের ভাষায় লেখা সম্পর্কে প্রশ্ন করা, ইতিবাচক, নেতিবাচক সমালোচনা করা। তাহলেই মনে হয় পরিপূর্ণ জ্ঞান আদান প্রদানের মাধ্যমে একটি সুন্দর ব্লগ হবে।
এখন আমি আমার সম্পর্কে বলছি-
আমি ব্লগে একটি বিষয় নিয়ে শুরু থেকে লিখে যাচ্ছি। এবং তার ধারাবাহিকতা বজায় রেখেছি। যেটি হলো কবিতা। কবিতার ক্ষেত্রে মনে করি ছোট বড় কোনো বিষয় না। তবে মূল বিষয় হলো আমি আমার সর্বোচ্চ চেষ্টা নিয়ে যথাযথ মান বজায় রেখে একটি লেখা পোস্ট করি, বানানের দিকে তীক্ষ্ণ নজর রেখে পোস্ট করি। আবার এক্ষেত্রে এতে অনেকের প্রশ্ন থাকতে পারে, মতামত থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, বির্তক থাকতে পারে, আমি মন থেকে আশা করবো আপনারা সেগুলো মন থেকে প্রকাশ করুন।
শেষ একটি কথা এখানে লেখার সমালোচনা হোক ব্যক্তিরক্ষার তোষামোদ না করে একটি সুন্দর ব্লগ হোক।
[বি.দ্র.মন্তব্যটি নিয়ে কোনো সমালোচনা এবং প্রশ্ন থাকলে এখানে বলতে পারেন আমি যেকোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।]
ইঞ্জা
খুব সুন্দর এবং যথার্থ মন্তব্য দিলেন ভাই, সত্যি তো যদি গঠনমূলক মন্তব্য না আসে তাহলে লেখক জানতেই পারবেনা যে তার লেখার মূল্যায়ন কি হলো, এদিকে অবশ্যই সবার নজর দেওয়া উচিত।
আবার বানান ভুলের বিষয়ে আসি, অনেক সময় টাইপিং মিসটেক হয়, এ জন্য লেখা বা কমেন্ট দেওয়ার আগে একবার রিভিউ করে নেওয়া উচিত।
আপনার মন্তব্যের সাথে নিশ্চয় কারো দ্বিমত থাকার কথা নয় ভাই, আশা করছি সবাই বিষয়গুলো মাথায় রেখেই ব্লগিং করবেন।
ধন্যবাদ ও ভালোবাসা জানবেন ভাই।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া। আশাকরি ব্লগিং হবে জমজমাটভাবে।
ইঞ্জা
ইনশা আল্লাহ
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অনেক অনেক কিছু জানতে পারলাম যা আগে জানাছিল না। আমি এ ব্লগে নতুন বলতে গেলে আনকোরা অভিজ্ঞতাহীন নবীন। আমার জানা হয়ে গেল অনেক নতুন বিষয়। চেষ্টা করবো নিয়মনীতিগুলি মেনে চলার। ধন্যবাদ।
ইঞ্জা
আনন্দিত হলাম ভাই, সবারই উচিত এই সব মেনে চলা, কথায় আছে “When you are in Rome, do as Roman do”, ব্লগিংয়ের ক্ষেত্রেও একি কথায় খাটে।
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
এস.জেড বাবু
> লিখা নিজস্ব ( কপি নয় ), গঠনমূলক ( মান সম্মত ) এবং বিস্তৃত ( স্বাভাবিক দৈর্ঘ ) হওয়া চাই ।
> মন্তব্য বিষয়ভিত্তিক ( লিখকের বক্তব্যের সাথে যুক্তিযুক্ত ) হওয়া চাই।
> নিজে লিখা এবং নিজের লিখায় মন্তব্যের উপযুক্ত প্রতিউত্তর করা।
> অন্য ব্লগারদের লিখা পড়া এবং তাদের উৎসাহ প্রদান করা।
কথায় কথায় অনেক শিখেছি আপনার কাছ থেকে, আজও আবার জানলাম।
ধন্যবাদ ভাইজান।
ইঞ্জা
সত্যি ভাই, যা বললেন তাতে আমি সম্পূর্ণ একমত, আপনি আমার কাছ থেকে যেমন শিখেছেন এবং শিখছেন, আমিও তেমনি ভাবে আপনার কাছ থেকেও অনেক শিখেছি এবং শিখছি ও শিখবো, মানুষ আমৃত্যু শিখে যায়, এই তো নিয়ম।
আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানবেন ভাই।
মাহবুবুল আলম
ইঞ্জা ভাই! ব্লগ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট।
যারা ব্লগ চর্চা করেন বা করতে চান তাদের জন্য এটি
আরও বেশি গুরুত্বপূর্ণ
ধন্যবাদ ও শুভেচ্ছা জানাবেন। ভাল থাকবেন।
ইঞ্জা
অনেক ধন্যবাদ ভাই, আপনাদের থেকেই শিখেছি এবং শিখছি আমি এবং তা আমি নবীনদের জন্য তুলে ধরেছি, দোয়া করবেন ভাই।
অনিঃশেষ ধন্যবাদ।
শামীম চৌধুরী
শিরোনামটি দেখেই খুব মনযোগ সহকারে লেখাটি পড়লাম। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন ও অর্থবহ একটা লেখা। আমার ব্লগে লেখার উৎসাহ ও আগ্রহের নেপথ্যের মূল কারিগর হলেন আপনি। জীবনে কখনই ভাবিনি ব্লগে লিখে ব্লগার নামকরনটা অর্জন করতে পারবো।
লেখা শুরুর দিকটায় খুবই বিড়ম্বনায় পড়তাম। যার জন্য প্রায়শই আপনার শরনাপন্ন হতাম। সব সময় আপনি আমাকে সময় ও ধৈর্য্য নিয়ে শিখিয়েছেন ও বুজিয়েছেন। যার জন্য আমি কৃতজ্ঞ। তবে লজ্জায় অনেক সময় আপনাকে বলতে সাহস পেতাম না। ব্লগে লেখার শুরু থেকে আমার মনের ভিতর যে প্রশ্নগুলি সবসময় জাগ্রত হতো সেই সব প্রশ্নই আপনার লেখা পেলাম ও সহজ ভাষায় উত্তরটাও দিলেন। যা আমার জন্য এবং যিনিরা নবীশ তাদের সবার জন্য উপকার হবে। এখন আমরা সবাই বুঝে জেনে ও শুনে ব্লগিং করতে পারতো। আমাদের ভিতর আর কোন দ্ধিধা কাজ করবে না।
খুবই সময়োপযোগী লেখা ভাইজান। ফেসবুক ও ব্লগ এক নয়। দারুন লেগেছে বাক্যটি।
কৃতজ্ঞ রইলাম আবারো।
ধন্যবাদ আপনাকে অজানাটা আমাদের জানানোর জন্য।
ইঞ্জা
ভাই লজ্জা পেলাম, আপনি সুলেখক তা বুঝেই শুধু আপনাকে ব্লগিং জগতের পথ দেখিয়েছি, যা শিখিয়েছি বা দেখিয়েছি তা আপনার ভালোবাসার প্রতিদান স্বরূপ হয়েছে, বাকি তো সবাই জানেন আপনি এই গ্রুপের একটা রত্ন।
আমার এই লেখাটি শুধু নবীনদের জন্য নয় ভাই, লেখাটি সবার জন্য যারা ব্লগিং সম্পর্কে ধারণা ছাড়াই ব্লগিং করেন, এ লেখাটি সবার জন্য দিক নির্দেশনা মূলক, সবাই পড়ে যদি উপকৃত হোন তাহলে আমি খুশি হবো।
ধন্যবাদ অফুরন্ত ভাই।
আতা স্বপন
ব্লগিং এর একান্ত জরুরী বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষন করা জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
ইঞ্জা
পড়ার জন্য অবিরাম ধন্যবাদ ভাই, শুভকামনা জানবেন।
সুরাইয়া নার্গিস
লেখাটা খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান একটা পোষ্ট।
ইঞ্জা ভাইজান এর হাত ধরে আমার ব্লগে আগমন,সবার এতো ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করি ওনার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। এস.জেড.বাবু ভাই, জিসান শা ইকরাম ভাইজান নিয়মিত আমাকে বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন কিভাবে ব্লগে লিখতে হয়,কি লিখবো ব্লগে লেখার শাহস পেয়েছি এই দুজনের মানুষের উৎসাহ্ পেয়ে, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রইল ভাইজান।সবার কমেন্ট পেয়ে সত্যি আমি আবেগ আপ্লুত, সবাই আমাকে ভালোবেসে এতটা আপন করে নিবেন কখনো ভাবি নাই। সকল গুনীজনদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। আমি নতুন হিসাবে সবার কাছ থেকে অনেক বেশি সহযোগীতা পেয়েছি, সবার কাছ থেকে প্রতিনিয়ত শিখছি। পোষ্টটা পড়ে অনেক কিছু জানলাম, শিখলাম ধন্যবাদ ইঞ্জা ভাইজানকে সুন্দর ও সময় উপযোগী পোষ্টের জন্য।
সবার উচিত অন্যের পোষ্ট পড়ে উৎসাহমূলক মতামত দেওয়া। এবং নিজের পোষ্টের কমেন্টসের রিপ্লে করাটা নিচের দায়ীত্ব মনে করা।
ব্লগের লেখার নিয়ম কানুন গুলো সবাই জেনে মেনে পোষ্ট করলে অবশ্যই সবার জন্য মঙ্গলজনক হবে। আমি খুব ভালো কিছু লিখতে পারি না তবু সবার এত বেশি উৎসাহ পাই যে না লিখে থাকতে পারি না। ইঞ্জা ভাইজান এর পোষ্ট পড়ে চিন্তিত হচ্ছিত আমার লেখা গুলো কি আদো ব্লগের উপযোগী কিনা জানি না।
তারপরও চেষ্টা থাকবে নিজের ভুল ত্রুটি গুলো শোধরে নিয়ে ভালো মানের লেখা সবাইকে উপহার দিতে।
সবার পাশে থেকে যতদিন সম্ভব ভালো কিছু লিখে যেতে চাই।
ভালো থাকবেন সবাই।
শুভ কামনা রইল সবার জন্য।
শুভ ব্লগিং।
ইঞ্জা
আপু, সত্যি আনন্দিত হলাম আপনার মন্তব্য পেয়ে, আমাদের ব্লগের নিয়মই হলো একে অপরকে হেল্প করা যেমন আমরা করেছি আপনাকে, এই লেখাটিও তদরূপ, আপনাদের সবার জানার জন্য বুঝার জন্য লেখাটি দিয়েছি, এর মাধ্যমে যদি আপনাদের উপকার হয় তাহলে আমার লেখা স্বার্থক হয়েছে বলেই মনে করবো, ভবিষ্যতে কিছু জানার বা বুঝার কিছু থাকে অবশ্যই নক করবেন আপু, ধন্যবাদ অফুরান।
হ্যাপি ব্লগিং আপু।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইজান খুব সুন্দর একটা লেখা, সত্যি উপকৃত হলাম।
প্রয়োজনে অবশ্যই নক করবো।
ভালো থাকবেন সব সময়।
ইঞ্জা
খুব খুশি হলাম আপু, ধন্যবাদ।
রেহানা বীথি
ভাইয়া, আমি এখনও কাঁচা ব্লগারই রয়ে গেছি। বিভিন্ন কারণে নিয়মিত হতে পারি না, খারাপ লাগে খুব। তবে আপনাদের সাথে আছি, থাকবো সমসময়। আপনার চমৎকার তথ্যসমৃদ্ধ লেখাটি আমার মতো অনেকেরই উপকারে আসবে। ভালো থাকবেন ভাইয়া।
ইঞ্জা
আপনাদের উপকারে আসলেই আমার লেখা স্বার্থক হবে আপু, আনন্দিত হলাম মন্তব্য পেয়ে, ধন্যবাদ আপু।
পার্থ সারথি পোদ্দার
শিক্ষনীয় বেশ কিছু কথা জানতে পারলাম।আসলে ভালো লিখতে গেলে বেশি বেশি পড়ার বিকল্প নেই।ভালো পাঠক হওয়া জরুরি।ভালো পাঠক হওয়ার জন্য প্রতিদিন কিছুটা সময় বের করে অবশ্যই গ্রহনযোগ্য লেখাগুলো সংগ্রহ করে পড়ব।হয়তো অগ্রহণযোগ্য অনেক কিছুই লিখে ফেলি।তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করব।
ধন্যবাদ,বড় ভাই।
ইঞ্জা
ভাই জীবনে শেকগার শেষ নেই, আমি এখনো শিখছি, ব্লগিং জীবনের প্রথমেই কত ভুল ভ্রান্তি যে করেছি তার ইয়েত্তা নেই, আমার লেখাটি চেষ্টা মাত্র আপনাদের পথ প্রদর্শন করার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
সঞ্জয় মালাকার
দাদা, আমি এখনও কাঁচা ব্লগারই রয়ে গেছি।
শিক্ষনীয় বেশ কিছু কথা জানতে পারলাম, ভালো লাগলো খুব,
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
ইঞ্জা
দাদা লেখাটি আপনাদের উপকারে লাগলে আমি স্বার্থক মনে করবো, আন্তরিক ধন্যবাদ জানবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
ইঞ্জা
শুভেচ্ছা জানবেন দাদা।
সাবিনা ইয়াসমিন
ব্লগ এবং ব্লগিং নিয়ে সুন্দর বিশ্লেষণ মুলক লেখাটি পড়ে উপকৃত হলাম ভাইজান। বিশেষ করে ব্লগারদের লেখার বিষয় সমূহ নিয়ে যেমন করে আলোচনা করলেন আর তার দিকনির্দেশনা দিলেন, তাতে ব্লগারদের জন্যে অনুপ্রেরণাময়। কমেন্টের ব্যাপারে আপনার সাথে একমত। কমেন্টের ব্যাপারে বলবো, কমেন্ট যে বা যারাই করেন, উত্তরদাতারও উদার মনোভাব রাখা জরুরী। উত্তরদাতা যেনো একই কমেন্ট কপি পেস্ট করে সবাইকে না দেন, সে ব্যাপারে কিছু বলা দরকার ছিলো। এটা কপি কমেন্টের চাইতে বেশি বিরক্তিকর।
আরেকটা ব্যাপার হলো, একজন পোস্টদাতা কখন বুঝবেন তার লেখাটি মানসম্মত বা উচ্চ/ নিম্নমানের হলো কিনা? তাকেতো আগে পোস্ট দিতে হবে, তাই না? যদি কোন লেখক একটা লেখা লিখে এই ভয়ে থাকে যে, তার লেখা মানসম্মত হয়নি, তাহলেতো সে পোস্ট দেয়া থেকে বিরত হতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে তার হয়তো ব্লগিং এর প্রতি আগ্রহটাই নস্ট হয়ে গেছে!! তাই আমি বলবো, লেখা যেমনই হোক সে যেন অবশ্যই পোস্ট করেন, সেই সাথে আলোচনা/ সমালোচনা নেয়ার মানসিকতাও রাখেন।
সব মিলিয়ে সুন্দর পোস্ট দিয়েছেন।
আপনার কাছ থেকে এমন লেখা আরও চাই ভাইজান।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
জয় হোক সোনেলা ব্লগ পরিবারের ❤❤
ইঞ্জা
আপু আমি কাউকে নিষেঢ করছিনা লেখার জন্য, বলছি চেষ্টা করার জন্য মানসম্মত লেখা দেওয়ার জন্য, নতুবা এই ব্লগে পঠক আসবেনা, ইদানিং অনেক লেখা আসছে যা ব্লগিংয়ের পর্যায়ে পড়েনা, সাথে সাথে কমেন্টও যথার্থ হচ্ছেনা, ব্লগে যদি চার পাঁচ লাইনের লেখা আসে তাহলে দুঃখই লাগে, এইসব ধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যথেষ্ট ছাড় দেএয়া হয়েছে, এখন ব্লগিংয়ের মান উন্নয়নে নজর দিতে হবে।
খুব ভালো মন্তব্য দিলেন আপু, আমি সম্মানিত ও আনন্দিত হলাম, অশেষ ধন্যবাদ আপু।
শায়লা খান
ভাইয়া আপনার পুরো পোস্টটি মনযোগ দিয়ে পড়লাম,বেশ উপক্রিত পোষ্ট। আমি এই জগতে একেবারেই নতুন আশা আপনাদের মত গুনিজনদের সহযোগিতা পেলে অনেক কিছু শিখে নিতে পারবো ইনশাআল্লা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টের জন্য।
ইঞ্জা
অফুরন্ত ধন্যবাদ লেখাটি পড়ার জন্য, লেখাটি নবীন ব্লগারদের জন্যই, অনেকে না বুঝেই ব্লগিং করেন, এতে নিজের লেখাও মানহীন হয়, আমাদের মনে রাখতে হবে, ব্লগ সম্পূর্ণ আলাদা বিষয়, কারণ ব্লগ পড়েন বিশ্বের পাঠকরা।
শুভকামনা জানবেন।
নীরা সাদীয়া
নতুন কিছু জানলাম। পরবর্তীতে মাথায় রাখবো।
অনেক ধন্যবাদ আপনাকে।
ইঞ্জা
আপু, আপনার কাছে বিস্তারিত মন্তব্য আশা করেছিলাম, কারণ আপনি ব্লগিং জগতে অনেকদিন ধরেই আছেন।
শুভেচ্ছা জানবেন আপু।
মনির হোসেন মমি
ব্লগে লেখার বৈচিত্র আনতে এ লেখার বিকল্প নেই।সহমত আপনার সাথে একটি ব্লগ তখনি পরিপূর্ণ হয় যেখানে গল্প কবিতা ছাড়াও বিচিত্র সব লেখা আসে যা পাঠককে ব্লগ সম্পর্কে আগ্রহী করে তুলে আর ব্লগারও তার পরিপূর্ণ রূপে ফিরে আসে সুতরাং গল্প কবিতা ছাড়াও আমরা যেন অন্য সব বিষয়ে এ ব্লগে ব্লগিং করি।এমন লেকার জন্য ভাইজানকে অসংখ্য ধন্যবাদ।
ইঞ্জা
সত্যি ভাই, এই লেখাটি নিয়ে সোনেলার সবার ভাবার সময় এসেছে, আমাদের ব্লগকে আরও আড়ম্বরপূর্ণ করা উচিত যেন অয়াঠক সমাদৃত হয়।
সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ প্রিয় ভাই।