
মাতাল জ্যোৎস্নার মতো
অনন্য সুন্দর যতো, সবই তো তোমার-
পেয়েছো যা প্রাপ্তির আখরে।
ইচ্ছে গুলো পাখির ডানায় উড়িয়ে,
আকাশ দেখো অবারিত সবুজের দিগন্তে।
ঘুমঘোর মেঘেরা থাকনা ঘুমে,
নাইবা হলো শ্রান্ত ভোর,
শীলত পাটির তলে থাকুক কিছু কথা।
মৃদুমন্দ বাতাসের উচ্ছ্বাসে স্বপ্নেরা করুক খেলা।
যে পদ্মদিঘীর জলে ফোঁটে রক্তকমল
সেই জলের গভীরতা ক’জন বোঝে বলো?
কালো দিঘীর মনের কথা কেউ কখনো জানে?
কাজল না হয় কালবোশেখী ঝড়েই গেলো উড়ে।
তোমার গোলাপ যত্ন করে রেখো মনের ঘরে।
তোমার চোখের দৃষ্টি যেথায় ধায়,
অাশ্চর্য এক আলোয় বিশাল আকাশ খুঁজে পায়,
মনের ঘরে পূর্ণিমা চাঁদ আলোর পথ দেখায়।
প্রাপ্তি টুকু শুধুই তোমার।
সাইমুম ঝড়ে টলেনা তোমার পা, মরুপ্রান্তরের অদম্য বেদুইন
খুঁজে নাও তোমার গন্তব্য।
এই সময়….
হয়তো পৃথিবীর কোথাও,
কোন চোরাগলির মাঝে,
নিশানা নির্ধারণে ব্যর্থতার পদাবলীতে
কানামাছি খেলে যায় কেউকেউ।
২৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন তো জবাব কবিতা। ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
শিরিন হক
ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা
সুরাইয়া পারভীন
হয়তো পৃথিবীর কোথাও,
কোন চোরাগলির মাঝে,
নিশানা নির্ধারণে ব্যর্থতার পদাবলীতে
কানামাছি খেলে যায় কেউকেউ।
একদম সঠিক বলেছেন আপু
যথার্থ হয়েছে জবাব কবিতা।
চমৎকার লিখেছেন।
শিরিন হক
ধন্যবাদ আপি।
সাবিনা ইয়াসমিন
দুটো কবিতা পাশাপাশি পড়লে লাইন বাই লাইন, একদম পারফেক্ট জবাব পোস্ট। ভালো লাগলো।
নিয়মিত লিখুন, শুভ কামনা 🌹🌹
শীতল পাটি, একটু এদিক সেদিক হয়ে গেছে 🙂
শিরিন হক
মূল ভাবকে মাথায় রেখে কবিতাটি সাজিয়েছি। হুবহু লাইনের জবাব দেয়া কঠিন। শীতল পাটি একদি সেদিক হলে একটু সোজা করে বসে নিবেন আপু।
ধন্যবাদ সুন্দর সুচিন্তিত মতামতের জন্য
ফয়জুল মহী
অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী
শিরিন হক
একটু বড় মন্তব্যের জন্য অপেক্ষা করি।
তবুও ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
প্রদীপ চক্রবর্তী
ঘুমঘোর মেঘেরা থাকনা ঘুমে,
নাইবা হলো শ্রান্ত ভোর,
শীলত পাটির তলে থাকুক কিছু কথা।
মৃদুমন্দ বাতাসের উচ্ছ্বাসে স্বপ্নেরা করুক খেলা।
বাহ্!
বেশ ভালো কাব্যকথন দিদি।
শিরিন হক
ধন্যহলাম মন্তব্যের জন্য ধন্যবাদ
সুরাইয়া নার্গিস
অসাধারণ আপু।
শুভ কামনা রইল।
শিরিন হক
ধন্যবাদ আপু
রেহানা বীথি
দারুণ জবাব। খুব খুব সুন্দর লিখেছেন।
ভালো থাকবেন সবসময়।
শিরিন হক
ধন্যবাদ। আপনিও ভালোথাকুন
ইঞ্জা
তোমার চোখের দৃষ্টি যেথায় ধায়,
অাশ্চর্য এক আলোয় বিশাল আকাশ খুঁজে পায়,
মনের ঘরে পূর্ণিমা চাঁদ আলোর পথ দেখায়।
প্রাপ্তি টুকু শুধুই তোমার।
সাইমুম ঝড়ে টলেনা তোমার পা, মরুপ্রান্তরের অদম্য বেদুইন
খুঁজে নাও তোমার গন্তব্য।
বাহ জবাব চমৎকার হয়েছে আপু।
শিরিন হক
আপনার মন্তব্য অনুপ্রাণিত হলাম
সুপায়ন বড়ুয়া
বন্যা আপুর জবাবে লিখলেন।
ওনার চোখে পড়েনি আজও
তাইতো লেখেনি কিছু।
আমাদের লেখায় ও লিখবেন
আশায় নিব পিছু।
ভাল লাগলো আপু। শুভ কামনা
শিরিন হক
বন্যাকে না দেখিয়েে পোষ্ট দেইনি। সে দেখেছে বাট ব্লগে সে দেখেনি। ামন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে বন্যার সাথে ইনবক্সে কথা হয় সবসময় ওর অনুমতিক্রমে জবাব পোষ্ট করা সেখানে অন্যকারো কথা কখনো ভাবিনি।
সুপায়ন বড়ুয়া
আপু ভাবতে বলি নি তো।
ব্লগে আছে না। দু একটা মন্তব্য করেন
অনুপ্রানিত হই। ভাল থাকবেন।
শিরিন হক
কতটা অলস আমি বুঝতেই পারেন।তবে চেষ্ট করবো আসার
হালিম নজরুল
“যে পদ্মদিঘীর জলে ফোঁটে রক্তকমল
সেই জলের গভীরতা ক’জন বোঝে”
————–চমৎকার লিখেছেন।
শিরিন হক
ধন্যবাদ আপনাকে
কামাল উদ্দিন
যে পদ্মদিঘীর জলে ফোঁটে রক্তকমল
সেই জলের গভীরতা ক’জন বোঝে বলো?
কালো দিঘীর মনের কথা কেউ কখনো জানে?
হুমম, ভাবনার বিষয়…….শুভ কামনা।
শিরিন হক
ভেবে জানাবেন অপেক্ষায় রইলাম
কামাল উদ্দিন
সাতার জানিনা, সেই গভীর জলে ঝাপ দেওয়াটা কি ঠিক হবে আপু?
জিসান শা ইকরাম
জবাব পোষ্ট অনেক ভালো হয়েছে।
দুজনে এমন জবাব পালটা জবাব চালু রাখলে তো পারেন।
শুভ কামনা।
শিরিন হক
পারি তো বাট অলস খুব আমি
বন্যা লিপি
এমন একজন তুমি মিতা! যে কিনা আমার যেকোনো লেখা দেখলেই তার জবাবে কিছু না কিছু জবাব খুঁজে বের করো।তোমার এ লেখা তার আরেক প্রমান। তুমি অলস? আমাকে বোলোনা অন্তত এ কথা! আগামীতেও চলবে আমাদের পাল্টাপাল্টি জবাবের আসর।
ভালবাসা তোমাকে।
শিরিন হক
অসল সময় চলছে আমাদের বৃষ্টির দুঃশাসন শেষে।