একটি স্তুতি এবং আরও কিছু….

শিরিন হক ১৩ এপ্রিল ২০২০, সোমবার, ১২:৫৩:২৬পূর্বাহ্ন কবিতা ২৯ মন্তব্য

মাতাল জ্যোৎস্নার মতো
অনন্য সুন্দর যতো, সবই তো তোমার-
পেয়েছো যা প্রাপ্তির আখরে।
ইচ্ছে গুলো পাখির ডানায় উড়িয়ে,
আকাশ দেখো অবারিত সবুজের দিগন্তে।

ঘুমঘোর মেঘেরা থাকনা ঘুমে,
নাইবা হলো শ্রান্ত ভোর,
শীলত পাটির তলে থাকুক কিছু কথা।
মৃদুমন্দ বাতাসের উচ্ছ্বাসে স্বপ্নেরা করুক খেলা।

যে পদ্মদিঘীর জলে ফোঁটে রক্তকমল
সেই জলের গভীরতা ক’জন বোঝে বলো?
কালো দিঘীর মনের কথা কেউ কখনো জানে?
কাজল না হয় কালবোশেখী ঝড়েই গেলো উড়ে।
তোমার গোলাপ যত্ন করে রেখো মনের ঘরে।

তোমার চোখের দৃষ্টি যেথায় ধায়,
অাশ্চর্য এক আলোয় বিশাল আকাশ খুঁজে পায়,
মনের ঘরে পূর্ণিমা চাঁদ আলোর পথ দেখায়।

প্রাপ্তি টুকু শুধুই তোমার।

সাইমুম ঝড়ে টলেনা তোমার পা, মরুপ্রান্তরের অদম্য বেদুইন
খুঁজে নাও তোমার গন্তব্য।

এই সময়….

হয়তো পৃথিবীর কোথাও,
কোন চোরাগলির মাঝে,
নিশানা নির্ধারণে ব্যর্থতার পদাবলীতে
কানামাছি খেলে যায় কেউকেউ।

  • “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
    নোটঃ বন্যার ইসলামের সহজে সহজ নয় লেখায় জবাবে আমি…..
    ১২/৪/২০২০
    বরিশাল বেলা ৪:২৭
৯৮৮জন ৮০৪জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ