রুখে দাও করোনা !

সুপায়ন বড়ুয়া ৪ এপ্রিল ২০২০, শনিবার, ১০:৫৪:৪০পূর্বাহ্ন কবিতা ৩২ মন্তব্য

ঐ যে দেখো আসছে ধেঁয়ে
কোভিড-১৯ করোনা
নিরাপদে বাড়ি থাকুন
ভুলটা আর কেউ করোনা।

যত্রতত্র ঘুরে বেড়ায়
বাছ বিচার করে না
রূপের বাহার দেখান তিনি
ধ্বংস যজ্ঞের নমুনা।

ঐ শালাটা নাস্তিক বটে
ধর্ম কর্ম মানে না
মন্দির মসজিদ গীর্জায়
হুমকি দিতে ছাড়ে না।

সাম্যবাদীর মুখোশ পড়ে
ধনী গরীব মানে না
দম্ভ করে হুমকি ছাড়ে
কাউকে তিনি ছাড়েন না।

মানুষ বলে উৎস তার
কমিউনিস্ট চায়না
লক ডাউন করে হুমকি দিয়ে
বেঁচে থাকার নমুনা।

বিশ্ব আজ থমকে দাঁড়ায়
লাশের মিছিল থামে না
ঔষধ পথ্য তাবিজ বৈদ্য
কিছুই সে মানে না।

বীরের জাতি বাঙালিরা
মনোবল হারায় না
প্রতিরোধে ঝাপিয়ে পড়ো
পালিয়ে যাবে করোনা।

মহামারি রুখতে হলে
দুরত্ব বজায় রাখব
সাবান পানি হাত ধুঁয়ে যাই
করোনাকে রুখবো।

তাইতো মোরা জোট বেঁধেছি
নিরাপদে থাকবো
স্বাস্থ্য বিধি মেনে চলে
দেশ ও জাতি বাঁচবো।

ধন্যবাদ আমার প্রবাসী বন্ধুকে যিনি
ছবিটা পাঠিয়ে একটা কবিতা লিখতে
বলায় কবিতাটা তাকেই উৎসর্গ করছি।

১২১৯জন ৮৬১জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ