
ঐ যে দেখো আসছে ধেঁয়ে
কোভিড-১৯ করোনা
নিরাপদে বাড়ি থাকুন
ভুলটা আর কেউ করোনা।
যত্রতত্র ঘুরে বেড়ায়
বাছ বিচার করে না
রূপের বাহার দেখান তিনি
ধ্বংস যজ্ঞের নমুনা।
ঐ শালাটা নাস্তিক বটে
ধর্ম কর্ম মানে না
মন্দির মসজিদ গীর্জায়
হুমকি দিতে ছাড়ে না।
সাম্যবাদীর মুখোশ পড়ে
ধনী গরীব মানে না
দম্ভ করে হুমকি ছাড়ে
কাউকে তিনি ছাড়েন না।
মানুষ বলে উৎস তার
কমিউনিস্ট চায়না
লক ডাউন করে হুমকি দিয়ে
বেঁচে থাকার নমুনা।
বিশ্ব আজ থমকে দাঁড়ায়
লাশের মিছিল থামে না
ঔষধ পথ্য তাবিজ বৈদ্য
কিছুই সে মানে না।
বীরের জাতি বাঙালিরা
মনোবল হারায় না
প্রতিরোধে ঝাপিয়ে পড়ো
পালিয়ে যাবে করোনা।
মহামারি রুখতে হলে
দুরত্ব বজায় রাখব
সাবান পানি হাত ধুঁয়ে যাই
করোনাকে রুখবো।
তাইতো মোরা জোট বেঁধেছি
নিরাপদে থাকবো
স্বাস্থ্য বিধি মেনে চলে
দেশ ও জাতি বাঁচবো।
ধন্যবাদ আমার প্রবাসী বন্ধুকে যিনি
ছবিটা পাঠিয়ে একটা কবিতা লিখতে
বলায় কবিতাটা তাকেই উৎসর্গ করছি।
৩২টি মন্তব্য
তৌহিদ
করোনা কোন ধর্ম বর্ণ জাতি কিচ্ছু মানছে না। গরীব বড়োলোক সবাইকেই আক্রমণ করছে। নিজেদের সচেতনতা অত্যন্ত জরুরি এটা কেন যে অনেকেই বুঝতে পারছেনা!
আমরা বীরের জাতি। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারবে করোনাকে রুখতে। সঠিক বলেছেন দাদা।
সুপায়ন বড়ুয়া
এই একটি ভাইরাসের কাছে মানুষ কত অসহায়
তা দেখে বুঝা যায়, আজ কেহ রেহাই পাচ্ছে না।
একটু সচেতন হলেই প্রতিরোধ করা যায়।
আজ জুতা আবিষ্কারের কথা মনে পড়ে যায়।
ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ কামনা।
রেহানা বীথি
সমসাময়িক বিষয়ে সুন্দর কবিতা দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
এই করোনা নিয়ে আর লিখতে হয় জানি না।
নিজের মনোবল শক্ত রেখে অন্যদের ও চেষ্টা করি
আরকি।
ভাল থাকবেন। শুভ কামনা।
বন্যা লিপি
ছান্দিক শব্দচয়নে নির্মম বাস্তবতার চিত্র প্রকাশ করলেন দাদা। খুব ভালো লাগলো।ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
অলস সময়ে করোনা নিয়ে লেখার প্রতিযোগীতায় নামলাম আর কি।
ভাল থাকবেন। শুভ কামনা।
মনির হোসেন মমি
মানুষ বলে উৎস তার
কমিউনিস্ট চায়না
লক ডাউন করে হুমকি দিয়ে
বেঁচে থাকার নমুনা।
বাহ্ দারুণ বিশ্লেষন। করোনা বনাম চায়না।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ মমি ভাই।
বহুদিন পরে আসলেন।
চায়নার করোনা আজ বিশ্ব থমকে গেছে
আমাদের প্রতিরোধের বিকল্প নাই।
কিন্তু কারো কথা কেউ শোনে না।
ভাল থাকবেন। শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
করোনা ভাইরাস হিন্দু-মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান চিনেনা।
ক্ষুধার্ত কোন জাতি ধর্ম মানে না।
নির্মম বাস্তব লেখনী দাদা।
সুপায়ন বড়ুয়া
সহমত।
আজ করোনা প্রতিরোধ করতে না পারলে
পৃথিবী আজ অস্হিত্ব সংকটে পড়বে।
ধনী গরিব জাত পাত কিছুই মানেনা।
ক্ষুধার আছে সবাই অসহায়।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে আবার ও ছান্দিক কবিতা উপহার দেবার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দিদি।
ছেলেবেলায় চোখের জলে
কবর কবিতা পড়ে বড় হলাম তো।
তাই সহজ সরল ভাষায় লিখি।
আপনাদের মতো ভালো লিখতে পারিনা
তাই গতকাল লিখে ও প্রকাশ করি নাই
ভালো থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
লজ্জা দিয়েন না। এতো সুন্দর করে লেখার যোগ্যতা আপনার ই আছে। ভালো থাকুন সুস্থ থাকুন
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দিদি।
আসলে কবিতা কি সেটাই জানা হয়নি
বাংলার ছাত্রদের কাছে কবিতার অন্য অর্থ
থাকতে পারে।
আমার কাছে স্বাধীনতা অমর কাব্যের কবি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনটাই শ্রেষ্ট কবিতা
যেটা সহজ বোধ্য।
শুভ কামনা। ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
করোনা আস্তিক-নাস্তিক মানে না,
সর্তক থেকে ইশ্বরের আছে শুধুই প্রার্থনা করি।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
নিজেই নিজেকে রক্ষা করা ছাড়া উপায় নাই
এজন্য জুতা আবিষ্কারের মতো নিজেকে
রক্ষা করে সবাইকে রক্ষা করার জন্য করোনাকে
প্রতিরোধ করতে হবে।
ভাল থাকবেন। শুভ কামনা।
ফয়জুল মহী
পুরা দুনিয়া থমকে আছে। মানুষ অসহায় ।
সুপায়ন বড়ুয়া
মৃত্যু ভয় মানুষকে প্রতিনিয়ত গ্রাস করছে।
কেউ ভুগছে অদৃশ্য করোনা আতঙ্কে
কেউ ভুগছে অনিশ্চিত এই ক্ষুধার জ্বালায়।
ভাল থাকবেন। শুভ কামনা।
জিসান শা ইকরাম
করোনাকে রুখতেই হবে।
করোনা নাস্তিক হলেও হতে পারে,
মন্দির মসজিদ গীর্জাকেও এ ছাড়ছে না।
ধনী গরীব মানছে না এ।
অদৃশ্য এই শত্রুকে আক্রমন করার এখনো কোনো কিছু নেই মানব জাতির কাছে। তাই আত্মরক্ষাই একমাত্র উপায়।
বেঁচে থাকবো আমরা এই আশাবাদ ব্যাক্ত করছি।
ভালো লিখেছেন দাদা।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
করোনা রুখার বিকল্প নাই
আত্নরক্ষাই সমাধান।
নিজে বাঁচি অন্যকে বাঁচতে দিই।
স্বাস্থ্য বিধি মেনে চলি।
জয় আমাদের সুনিশ্চিত।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
বিশ্ব আজ থমকে দাঁড়ায়
লাশের মিছিল থামে না
ঔষধ পথ্য তাবিজ বৈদ্য
কিছুই সে মানে না।
অদৃশ্য এই করোনা ভয়ে কাঁপছে পুরো বিশ্ব। কাউকে ছাড়বে না এই মরণঘাতী করোনা
সুপায়ন বড়ুয়া
সেটাই আপু ,
করোনার কাছে আজ সবাই অসহায়।
যতক্ষন না আল্লাহ সহায়।
শুভ কামনা। ভাল থাকবেন।
কামাল উদ্দিন
জানিনাএই করোনা আর কতো মানুষের লাশ চায়, আমাদের আরো আরো আরো বেশী সাবধানতা অবলম্বন করা উচিৎ…..শুভ কামনা আপনাকে এবং আপনার প্রবাসী বন্ধুকে।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
আমার সরল বিশ্বাসের রাডার বলছে
আমরা যারা ভেজাল খাই তাদের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশী। যেটা রোজ যারা ময়লা আবর্জনা নেয় তাদের দেখে ভরসাটা পাই।
আমাদের করোনা কাবু করতে পারবে না
যদি স্বাস্থ্য বিধি মেনে চলি।
ভাল থাকবেন। শুভ কামনা।
কামাল উদ্দিন
আপনি তো ভালো কিছু আবিস্কার করলেন দাদা
সুপায়ন বড়ুয়া
এইযে পজেটিভ ভেবে সবাইকে নিয়ে
বাঁচার স্বপ্ন দেখি।
শুভ কামনা ভাইজান।
এস.জেড বাবু
করোনা পোষাক দেখে ভয় পেলেই “কেল্লা ফতে”
তেমনটা করুনা “করোনার” চরিত্রে নাই মনে হচ্ছে-
না দিন রাত, না ধনী গরীব, না জাত কুল-
সাবধানতা একমাত্র পথ-
যত দ্রুত এ জাতি বুঝবে, বেঁচে যাবে।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
আপনার সাথে দ্বিমত করে এমন সাধ্য কার।
সাবধনতার মার নাই।
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
মহামারি রুখতে হলে
দুরত্ব বজায় রাখব
সাবান পানি হাত ধুঁয়ে যাই
করোনাকে রুখবো।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ। শুভ কামনা।
ভাল থাকবেন সবসময়।
সঞ্জয় মালাকার
করোনা মানেনা কোন ধর্ম, মানেনা কোন জাতবদ,
সচেতন লড়াইয়ে করিবো করোনার প্রতিবাদ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ। ভাল থাকবেন।
শুভ কামনা।