
সুপর্ণা ফাল্গুনী। মাত্র তিন মাস পচিশ দিন আগে সোনেলা ব্লগে আসলেন। এসেই ব্লগিংটা খুব ভালো ভাবেই রপ্ত করে ফেললেন। এই স্বল্প সময়ে তিনি অর্ধ-শতক পোষ্ট পুর্ন করলেন এই ( সম্পর্কের টানাপোড়েন পর্ব-০৫ ) পোষ্টের মাধ্যমে।
সোনেলার বর্তমান সময়ে তিনিই সবচেয়ে একটিভ ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ব্লগের গত সাত দিনের সর্বোচ্চ মন্তব্যকারীর স্থানটি তিনি যেন চিরস্থায়ী ভাবে নিয়ে নিয়েছেন। ব্লগে নিবন্ধিত হবার পরে তিনি তার লেখায় মন্তব্য পেয়েছেন ১২৯৫ টি, পক্ষান্তরে তিনি অন্য ব্লগারদের লেখায় মন্তব্য করেছেন ১৬৩৪ টি। মন্তব্যের সংখ্যা দেখেই বুঝা যাচ্ছে যে তিনি সবার লেখাতেই অকৃপণ ভাবে মন্তব্য দিয়ে লেখককে উৎসাহিত করেন।
একজন পরিপূর্ণ ব্লগারের সমস্ত গুন তার মধ্যে আছে:
* তিনি প্রায় প্রতিদিনই পোস্ট দেন।
* নিজের পোস্টের মন্তব্যের জবাব দেন।
* অন্য ব্লগারদের সমস্ত লেখায় মন্তব্য দিয়ে, মন্তব্যের মাধ্যমে পোষ্ট দাতা ব্লগারকে উৎসাহ দেন। এমন কোনো পোষ্ট পাওয়া যাবে কি যে পোষ্টে তিনি মন্তব্য করেননি?
অত্যন্ত আন্তরিক ভাবে তিনি লেখেন। সোনেলার পৌষ সংক্রান্তি উৎসব নিয়ে আয়োজিত লেখা প্রতিযোগিতায় কবিতা বিভাগে প্রথম হয়েছেন তিনি।
ব্যাক্তি জীবনে সদাহাস্যময় সুপর্ণা ফাল্গুনী নিজ যোগ্যতায় সোনেলা ব্লগ এবং ব্লগারদের একান্ত আপন করে নিয়েছেন।
সোনেলার সমস্ত ব্লগার এর পক্ষ থেকে তাকে অর্ধ-শতক পোষ্টের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।
৪৫টি মন্তব্য
ইঞ্জা
অভিনন্দন জানাই আমার ছোট বোন, আপু ও দিভাইকে, যে নামেই ডাকিনা কেন, তা আমার স্নেহ থেকেই, এভাবে মাত্র তিন মাসেই ভালোবাসা দিয়ে আগলে ধরেছে সোনেলাকে, এ অনেক বড় পাওয়া, আপু সবসময় অগ্রগামী থেকে আমাদের সবাইকে পথ দেখাবেন এই কামনা রইলো।
ভাইয়ের স্নেহাশিস ভালোবাসা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও স্নেহের পরশে আমি ধন্য। ভালোবেসে যে নামেই ডাকুন তাতেই আমি সানন্দে সাড়া দিবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়
ইঞ্জা
শুভেচ্ছা অফুরান।
সাবিনা ইয়াসমিন
বাহ, এইতো সেদিন আমাদের মাঝে এলেন, আর এত দ্রুত ৫০ পোস্ট হয়ে গেলো 🙂
সুপর্ণার লেখা, এবং কমেন্ট নিয়ে যতই বলি কম হয়ে যাবে। বর্তমান একটিভ ব্লগারদের মাঝে তিনি অন্যতম। প্রত্যেকের লেখায় বেশির ভাগ সময়েই তিনি প্রথম মন্তব্য দেন। আর তার মন্তব্যতে তিনি অত্যন্ত আন্তরিক।
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো সুপর্ণার জন্যে 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অনেক ধন্যবাদ আপু। আপনার মন্তব্য অসাধারণ অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন সবসময় আর এভাবেই পাশে থাকবেন। শুভ কামনা রইলো
নৃ মাসুদ রানা
অভিনন্দন ও শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন সবসময়
নাফিছা সুলতানা ইলমি
অনেক অনেক ভালবাসা আর শুভকামনা রইল আপু ।অনেক অনেক ভাল থাকুন আর পাশে থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। আপনার জন্য ও অসংখ্য শুভ কামনা ও ভালোবাসা। অবশ্যই পাশে থাকবো 😋😋😋
সুপায়ন বড়ুয়া
অভিনন্দন দিদি।
এলেন মাত্র কয়দিনে
লিখে গেলেন আপন মনে
জয় করলেন সংগোপনে
গেথে রাখলেন হৃদয় কোণে !
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
আপনার ছন্দ মিলানো কবিতায় অভিনন্দন টা লাগলো বেশ। সর্বদা মিলে মিশে থাকি যেন , কাটে না যেনো ভালোবাসার এ রেশ। ধন্যবাদ দাদা।
সুপায়ন বড়ুয়া
আপনি ও কম যান কিষে?
আলমগীর সরকার লিটন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো
ফয়জুল মহী
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ♥️♥️
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
মনির হোসেন মমি
ব্লগে রেকর্ড হল মনে হয়।
এতো অল্প সময়ে ব্লগপোষ্ট ফিফটি।
অভিনন্দন শুভ কামনা রইল দিদি
এবং পোষ্টের সাথে সহমত যে পারফেক্ট ব্লগার।সোনেলা আপনার মত একজন দিদি পেয়ে গর্বিত।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কতটুকু পেরেছি তার বিচার আপনারাই করেন। আপনাদের ভালোবাসা ও আন্তরিকতায় এতদূর এসেছি। আমার আজকের এই প্রাপ্য টুকু সর্বোপরি ইকরাম দাদা ভাই আর আপনাদের সবার জন্য সম্ভব হয়েছে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
সারাক্ষণ ভাবতেই থাকি কেমনে কী!
পোস্ট আসতে দেরি, মন্তব দিতে নেই কোন দেরি,
এ হলো সোনালের সোনা দিদি, সুপর্ণা ফাল্গুনী।
দেখছে কি কেউ! এমন কাউকে এতটা প্রাণবন্ত হাসিখুসি;
সর্বাধিক মন্তব্যের স্থানটি নিয়ে নিছে একদম পাকাপাকি,
এ আমাদের-ই সুপর্ণা ফাল্গুনী, তিনি এমন-ই গুণী;
সুপর্ণা ফাল্গুনী
🙂🙂🙂😍😍। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি দেখি সব বলে দিলেন।কেমনে কি!! এতকিছু ফাঁস করে দিলেন ,করি কি??
আতা স্বপন
চলুক এগিয়ে পথ চলা
সাথে আছে সোনেলা
=====================ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো যে মন্তব্য। শুভ কামনা রইলো
নিতাই বাবু
শুভেচ্ছা অভিনন্দন। আশা করি এভাবেই একসাথে একই রাস্তা দিয়ে হাতে হাত রেখে পথ চলবো। এই রাস্তাটি হলো প্রাণের সোনেলা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা।প্রানের সোনেলাতে আমিও সবার সাথে চলতে চাই। আশীর্বাদ করবেন। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
নিতাই বাবু
অবশ্যই, শ্রদ্ধেয় কবি দিদি।
কামাল উদ্দিন
অভিনন্দন জানাচ্ছি ফাল্গুনী দিদিকে, হাফ সেঞ্চুরিতে আমাদের মন ভরবে না। সেঞ্চুরির সেঞ্চুরি চাই আপু।
সুপর্ণা ফাল্গুনী
😍😍😍😍 ওরে বাপরে! ভুই পাইছি। সেঞ্চুরির সেঞ্চুরি!! আচ্ছা দেখি। ভালো থাকবেন
সুরাইয়া নার্গিস
Congratulations Apu
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকবেন শুভ কামনা রইলো
বন্যা লিপি
আমি ভাবি আপনি তো দ্রুত মানবীর খেতাব পাওয়ার যোগ্য! মাত্র প্রায় সাড়ে তিনমাসেই হাফ সেঞ্চুরি? বাপরে! পিটি ঊষাও ফেল আপনার দৌঁড়ে😊 খুব খুব খুব অভিনন্দন ছোটদি ভাই।সোনেলার যথার্থ সোনালী সৈনিক।
নিরন্তর শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
হায় হায় কি যে কন আপু । কোথায় পিটি ঊষা আর কোথায় আমি ? অনেক অনেক ধন্যবাদ আপু। নিরন্তর শুভকামনা আপনার জন্য ও। ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
অর্ধশতক হয়ে গেল!! এত তাড়াতাড়ি!! এইতো সেদিন এলেন। অথচ সোনেলায় নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন খুব তাড়াতাড়ি।
সুপর্ণা আপু আমাদের গর্ব এবং সোনেলার অন্যান্য ব্লগারদের নিকট অনুকরণীয় একজন ব্লগার। যিনি সবার লেখাতেই মননশীল মন্তব্য করে উৎসাহ যোগান।
এমন লেখককে মন থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া । আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় ধন্য আমি। ভালো থাকুন সবসময় আর সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকুন
সুরাইয়া পারভীন
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো দিদি। আপনার মতো নক্ষত্র খুবই দরকার এখানে।
দ্রুত সেঞ্চুরি করেন দিদি। অসংখ্য শুভ কামনা রইলো
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য ও অসংখ্য শুভ কামনা রইলো। শুভ সকাল
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা ও অভিনন্দন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা আপনাকে। ভালো থাকুন শুভ কামনা রইলো
এস.জেড বাবু
অভিনন্দন মিষ্টি আপুকে
যার মধুর মন্তব্যে ভীষণভাবেই অনুপ্রাণিত হই নিয়মিত প্রতিটি লিখায়।
দীর্ঘজীবন কামনা করি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। মিষ্টি মন্তব্য পেয়ে ভালো লাগলো। ভালো থাকুন শুভ কামনা রইলো
হালিম নজরুল
অভিনন্দন ও শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো
ত্রিস্তান
না থাক সবাই যেহেতু অভিনন্দন দিলো আমি আজ আর দেবো না। শততম পোস্টের পরে কয়েক লাইন লিখবো প্রিয় সুপর্ণা ফাল্গুনী আপুকে। যদিও উনার নামের মধ্যেই বসন্ত জড়িয়ে আছে, চাইলে উনাকে নিয়ে বারো মাসই লেখা যায় হা হা হা 😀
সুপর্ণা ফাল্গুনী
🙄🙄🙄 আহারে বসন্ত!!! শততম পোস্ট বহুত দেরী। এতো দিন বাঁচবো তো!!! ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো
সিকদার সাদ রহমান
বাহ! হাফ সেঞ্চুরি হয়ে গেলো। আন্তরিক অভিবাদন জানাই। এইবার ফুল সেঞ্চুরির অপেক্ষায় রইলাম। শুভ ব্লগিং।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ ব্লগিং