
আমি অর্বাচীন তোমাদের মাঝে
ইতিহাস হয়ে থাকবনা কোনো দিন।
কোনো এক ঘাসফড়িং এর জীবনের ইতিহাস
লেখা হবেনা কোনো খানে।।
আমার সমাধি হয়ে যাবে মলিন,
ধুলোয় মিশে যাবে দেহাবশেষ।
আকাশ, মাটি, ভুলে যাবে আমিও ছিলাম।
ভুলে যাবে তুমিও…
তবুও আমি অনুভূতিহীন নই!
ইচ্ছের ঘুড়ি উড়িয়ে তুচ্ছ জীবনে…
খুঁজি ভালোবাসার আকাশ।
একটু সুখ পোড়ামাটির ঘর
সবুজ উদাম মাঠ…
হলুদ শর্ষে ফুলের পরে একটু খানি হাওয়া,
এজীবনে ব্ন্ধু তোমার কাছে এটুকুই চাওয়া।
৩৩টি মন্তব্য
রেহানা বীথি
সবাই হারিয়ে যায় একদিন, তবু থেকে যায় ভালোবাসার মানুষের অন্তরে। আর তেমন ভালোবাসার মানুষ আমরা সবাই চাই।
খুব ভালো লাগলো আপনার লেখা।
শিরিন হক
ধন্যবাদ আপু
নুর হোসেন
আমার সমাধি হয়ে যাবে মলিন,
ধুলোয় মিশে যাবে দেহাবশেষ।
-বাস্তবতা সহজ সরল ভাষায় তুলে ধরেছেন কবিতার লাইনে।
ভাল লাগো!
ভাল থাকুন প্রিয় লেখিকা।
শিরিন হক
ধন্যবাদ ভালোথাকুন সবসময়
প্রদীপ চক্রবর্তী
অনুভূতিহীন নয় আমি
তবুও তাহাতে আমি।
তোমাতে ঘিরে আমার ভালোবাসা।
.
বেশ সুন্দর কাব্যকথন দিদি।
শিরিন হক
ভালোথাকুন। ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
অনেক সুন্দর ও কঠিন বাস্তবতা । ধন্যবাদ আপনাকে
শিরিন হক
ধন্যবাদ আপু
ছাইরাছ হেলাল
কবিতায় বলছেন বটে ‘এইটুকু’ কিন্তু এতো অনেককিছু অনেকটুকু।
শিরিন হক
হম।
কামাল উদ্দিন
দারুণ লিখেছেন আপু। জানি কিছুই থাকবেনা, তবু যতোক্ষণ বেঁচে আছি একটু ভালোভাবে বাচার ইচ্ছেটা অমুলক কিছু নয়……..শুভ কামনা জানিয়ে গেলাম।
শিরিন হক
ধন্যবাদ।শুভ কামনা নিরন্তর
কামাল উদ্দিন
আপনার জন্যও তাই
মোঃ মজিবর রহমান
কঠিন লিখেছেন। বাস্তবতা এটাই কেউ থাকবনা কিন্তু কিছু আশা কিছু চাওয়া থেকেই যায়।
পাশে থেক বন্ধু
চোখে রেখ বন্ধু
অন্তরের গভীরতায় রেখ বন্ধু
ভালবাসার চাদরে জড়িয়ে রেখ বন্ধু
সকল সুখ তৃপ্তি দিয়ে বন্ধু
আত্বার আত্বায় বাধা থাক বন্ধু।
এসো দ’জনে ধরার সুখ আহরণ করি
সুখানুভবে দ’জন জড়ায়ে বাস করি।
শিরিন হক
আপ নার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। মন্তব্য ভালোলেগেছে খুব
মোঃ মজিবর রহমান
আরো লিখুন অধম পাঠক পড়ায়ার ফুরসত পেলে পড়ে নেব।
মোঃ মজিবর রহমান
শিরিন আপু প্রেমের কবুতা পড়তে ভালই লাগে। তবে মিস্টি।
শিরিন হক
ওখানেই সমস্যা প্রেমের কবিতা কেনজানি আমি লিতে পারিনা। অনেক চেষ্টা করেও পারিনাই
মোঃ মজিবর রহমান
হবেরে আপু হবে। আশা করি সেই ইচ্ছাই পুরণ হবে। আল্লাহকে স্বরণ করে চলুন। শুভেচ্ছা অবিরত।
শিরিন হক
আমীন
তৌহিদ
আমি যেমন তেমনি। এভাবেই যে আমাকে গ্রহণ করবে সেইতো প্রকৃত ভালোবাসে।
দারুণ অনুভাবী লেখা আপু। শুভকামনা জানবেন।
শিরিন হক
ধন্যবাদ আপনাকে
জিসান শা ইকরাম
মানুষের জীবন এমনই,
একদিন চলে যেতেই হয়।
কবিতা ভালো লেগেছে।
শিরিন হক
এত ছোট কমেন্ট শুধু দায়সারার জন্যই কি?
মোঃ মজিবর রহমান
ভাল বলেছেন। মাঝে মাঝে দায়সারা করা লাগে মন হইত পরিপুর্ন সহায়তা না করে।
মনির হোসেন মমি
মানুষ হারায়ে তার কর্মে বেচে থাকে অনন্তকাল।কবিতা খুব ভাল হয়েছে।
শিরিন হক
ধন্যবাদ মন্তব্যের জন্য
সুরাইয়া পারভিন
তবুও আমি অনুভূতিহীন নই!
ইচ্ছের ঘুড়ি উড়িয়ে তুচ্ছ জীবনে…
খুঁজি ভালোবাসার আকাশ।
একটু সুখ পোড়ামাটির ঘর
চমৎকার উপস্থাপন।
শিরিন হক
অসংক্ষ্য ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
হলুদ শর্ষে ফুলের পরে একটু খানি হাওয়া,
এজীবনে ব্ন্ধু তোমার কাছে এটুকুই চাওয়া।
তাই হোক তবে
শুভ কামনা !
শিরিন হক
ধন্যবাদ
এস.জেড বাবু
ভিষন রকম মিষ্টি কবিতা।
অনেক ভালো লিখলেন।
শিরিন হক
ধন্যবাদ ভাই